![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........
একটা স্বপ্ন, কিন্তু অতি বাস্তব হয়ে চোখের সামনে ভেসে উঠছে । অজানা গন্তব্যে যেন হেটে চলেছি । যে স্বপ্ন কোনদিন আমাকে ভুল পথে চালিত করেনি সেই আগামী স্বপ্ন ও যেন কেমন নিজের চারপাশটাতে ধুম্রজাল বিস্তার করে চলেছে । বড় অচেনা,বড় ধরা ছোঁয়ার বাইরে এক রহস্যময় আচরণ করাই যেন তার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে । ধরা দিয়েও সে আমাকে ধরা দেয়নি,কাছে এসেও বারবার দুরে সরে গেছে । চিরটাকাল সে আমার কাছে অধরাই থেকে গেছে । আর আমিও মরিয়া হয়ে তার পিছু পিছু ছুটে চলেছি, এ ছুটার যেন শেষ নেই । তবু থাক,স্বপ্ন আছে বলেইতো এই আমাকে এখনও পৃথিবীর আলো বাতাস গায়ে মাখা............।
©somewhere in net ltd.