নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহলুস সুন্নাহ্ ওয়াল জামায়াহ্

কট্টর হানাফী মাযহাবী এবং বিদায়াতী আর আহলে হাদিস নামধারী ভন্ডদের মুখোশ উম্মোচন কারি।।।

খলিফা মুহাম্মদ মাহদী হাসান

আমি মরুদ্যানের মুসাফির

খলিফা মুহাম্মদ মাহদী হাসান › বিস্তারিত পোস্টঃ

অাহলে হাদীস তো তাকেই বলা হবে, যে কিনা……

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৯

অাহলে হাদীস তো তাকেই বলা হবে…



যে কিনা একই বিষয়ে বিপরীতমূখী উভয় হাদীসের উপর অামল করবে। কিন্তু তা না করে একটিকে গ্রহন করা এবং অপরটিকে ছেড়ে দেয়া… কিসের ভিত্তিতে?

একটিকে ছহীহ্ বলে অাঁকড়ে ধরা। পক্ষান্তরে অপরটিকে যয়ীফ বলে এড়িয়ে চলা… কিসের ভিত্তিতে?

@@[0:[0:1:কোরঅান এবং হাদীসের উপর অামল করার শ্লোগানধারীরা একটু বলবেন কি]] ???

কোরঅানের কোন্ অায়াত এবং হাদীসের কোন্ ইবারতে বলা হয়েছে যে, এই এই হাদীসটি ছহীহ; তাই এটার উপর অামল করো। অার ঐ হাদীসটি যয়ীফ; তাই ওটা পরিহার করো।

জানি, এ প্রশ্নের কোন জবাব নেই। কেননা অাজ অবধি এর কোন সদুত্তর পাইনি।

তবে #বুকে হাত দিয়ে অামানতদারীতার সাথে এ কথা অস্বীকার করার কোন জো নেই যে, মাযহাব না মানার অন্তরালে অাপনারাও কারও না কারও মতামতকে এক পেশে গ্রহন করে যাচ্ছেন।

ঠিক একই কাজটা অামরা যখন করি, তখন সেটা হয়ে যায় শিরক? অার অাপনারা করলে কোরঅান সুন্নাহর উপর অামল?

অাজ-কাল মানুষ এতো অবুঝ নয় জনাব যে, ভুল-ভাল একটা কিছু বুঝিয়ে নিজেদের দলটা ভারী করে ফেলবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.