নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহলুস সুন্নাহ্ ওয়াল জামায়াহ্

কট্টর হানাফী মাযহাবী এবং বিদায়াতী আর আহলে হাদিস নামধারী ভন্ডদের মুখোশ উম্মোচন কারি।।।

খলিফা মুহাম্মদ মাহদী হাসান

আমি মরুদ্যানের মুসাফির

খলিফা মুহাম্মদ মাহদী হাসান › বিস্তারিত পোস্টঃ

হককে হক হিসেবে আর বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করা ওলামাদের উপর ফরয দায়িত্ব

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

হককে হক হিসেবে আর বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করা ওলামাদের উপর ফরয দায়িত্ব। এজন্যই আমাদের আলেমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আক্বিদাকে ডিফাইন করেছেন আবার অন্যদিকে বাতিল আক্বিদার ব্যাপারে আপোশহীন মেহনত করেছেন। তারা একদিকে সুন্নাহকে সংরক্ষণ করেছেন হেদায়েতের জন্য আবার অন্যদিকে বেদায়াতকে চিহ্নিত করেছেন এর থেকে হেফাযতের জন্য।



এজন্য আমাদেরও সজাগ থাকা দরকার যেন কেউ সুন্নাহকে বেদায়াত হিসেবে এবং বেদায়াতকে সুন্নাহ হিসেবে আমাদের মধ্যে প্রবেশ করাতে না পারে। একই সাথে তাওহীদের নাম দিয়ে যেন কেউ আবার আমাকে গলদ আক্বিদার ধারক বানিয়ে না দেয়।



বর্তমান সময় এ ব্যাপারে বড়ই নাজুক অবস্থা বিরাজ করছে। কেউ কেউ সহীহ হাদীসের অবৈধ্য ব্যাবহার করে বেদায়াত আমলকে সুন্নাহ বানানোর চেষ্টা করছে আবার হুজ্জত নির্ভর সুন্নাহকে বেদায়াত বলে দিচ্ছে। আবার তাওহীদের নাম দিয়ে অহেতুক মুমেনদের ব্যাপারে তাকফির করছে।



এ সকল ফেতনা থেকে হেফাযতের জন্য সব কথার এক কথা হল, নিজের দালায়িল সম্পর্কে সচেতন থাকা। সেটা আক্বিদা বিষয়ক হোক বা ফিকহী বিষয়ে হোক। এবং এই দালায়িলই হবে বাতিলের বিরুদ্ধে একই সাথে অস্ত্র এবং ঢাল। এবং দালায়িল বোঝার জন্য ওলামাদের সাথে পরামর্শ করে চলা ব্যাতিত বিকল্প আর কোণ পথ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.