নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

শেষের গল্প

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

নিজেকে আজ বড় একা একা লাগে! এইতো সেদিনের কথা ... কত কি করেছি। ড্যাংড্যাং করে পুরো কুড়িগ্রাম রংপুর তাজহাট হাতে হাত রেখে ঘুরেছি। আজ হয়তো তুমি সব ভুলেই গেছ! দেখ আজ প্রতি রাতেই আমি নিশাচর হয় জেগে থাকি তোমার ফোনের অপেক্ষায়। ফোনের অন অফ বাটনটা বার বার টিপি আর স্কিন চেক করি। এই বুঝি তুমি ফোন দিবে।
কিন্তু তুমি ফোন দাওনি তুমি যে অনেক বড় অভিমানী!!!
আমি শুনেছি তোমার পরিবার তোমার জন্য ছেলে খুজতেছে। একবার ভাবোতো যে তোমাকে বিয়ে করবে সেও কি তোমাকে আমার মতো করে ভালবাসবে। অথবা তুমি কি তাকে আমার মতো করে ভালো বাসতে পারবে?
আর আমিও এমন তোমাকে খুব কাছে পেয়ে হারিয়ে গেলাম খুব সহজেই। তুমি বার বার আমাকে বিয়ের জন্য চাপ দিতে আর আমি বলতাম দেখ! আমার ক্যারিয়ার টা কেবল শুরু .. আর কিছুদিন অপেক্ষা কর্। আর আমাদের কথা তো উভয় পরিবার জানেই।
জানো আজ একটা পোস্ট ফেসবুকে পরেছি আর সেটা ফেসবুকেতে শেয়ার ও করেছি। রাজিব হাসান ভাইয়ের লেখা। ভাই অনেক সুন্দর একটা পোস্ট করেছে। আর রাজিব হাসান ভাই ও একটা খারাপ লোক ___ লেখাটা যদি লেখলেন আর কেনবা ৪/৫ মাস আগে লেখেননি। তখন যদি গল্পটা পরতাম তাহলে সেই সময়ে বিয়ের কাজটা মিটিয়ে ফিলতাম।
আজ তুমি নেই রাজিব ভাইয়ের গল্পটা আছে। আজ বিয়ে করার জন্য আমি প্রস্তুত কিন্তু তুমি অনেক অনেক দুরে।
তুমি আমাকে ফেসবুকে ব্লক লিস্টের সেই কালো কালিতে ফেলে দিয়েছো। তবুও আমি চুরি করে তোমার আইডিতে দিনে হাজার বার অন্য একটা দিয়ে ঢুকে চেক করি। তুমি কি লিখেছো কাকে কমেন্ট কর্। কোন স্ট্যাটাসে লাইক দাও। আর বারবার আমি তোমার ছবি গুলো জুম করে দেখি।
আচ্ছা খুব জানতে ইচ্ছে করে তোমার ইনবক্সে কি এখন অনেক ছেলে ফ্রেন্ড এসএমএস করে? তুমি রাত ৩/৪ প্রজন্ত কার সাথে এসএমএস কিংবা ফোনে কথা বল?

আজ আর লিখতে পারছিনা। আমার চোখের কোনায় পানি জমেছে। । অলয়েজ আমাকে তোমাকে ভাবিয়ে তোলে আর বিছানায় হাউমাউ করে কেদে উঠি। হয়তো তুমি ভাবলে ভেবেছো আমি অনেক সুখেই আছি।
আমি সুখে নেই। আমি সুখে নেই। (অসমাপ্ত)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: আমি সুখে নেই। আমি সুখে নেই -- দুনিয়ার কেউ চিরসুখী নয়, হে নির্মাণ শ্রমিক! আবার কেউ চিরদুখীও নয়। সব দুখ সয়ে যায়, আবার সুখ স্থায়ী হয়ে গেলে সেটাকে আর সুখ বলে মনে হয় না।
এই ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার লেখালেখি ফলপ্রসূ হোক, বিচরণ আনন্দময় হয়ে উঠুক, দীর্ঘস্থায়ী হোক!

২| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

নির্মাণ শ্রমিক বলেছেন: ধন্যবাদ আপনাকে এই অধম শ্রমিক কে সান্ত্বনা দেয়ার জন্য!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.