![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
স্বামী দুই মাসের ছুটি শেষে আবার কর্ম স্থলে ফিরে যাবেন। তাই বউয়ের মন খুব খারাপ। স্বামী দুই বছর পর বাসায় আসবে বলে বউকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। নগদে হাজার দশেক টাকা, কাপড়-চোপড় খাবারদাবার দিয়ে যাচ্ছে। আর প্রতি মাসে মাইনে যা পাবে তার ৭৫% টাকা বউয়ের একাউন্টে পাঠিয়ে দিবে....
কিন্তু তারপরেও বউয়ের মন প্রচন্ড খারাপ। বউ শেষ কথাটুকু স্বামীকে সোজাসাপটা বলেও দিলো তুমি দুই বছরের জন্য দেশের বাহিরে গেলে আমার কি হবে ? আমার ভরাটে জৌবন কি দিয়ে ঠেকিয়ে রাখবো... তুমি আমাকে টাকা পয়সা সব দিয়েছো যখন তখন জৌবনের জ্বালা মিঠানোর ব্যবস্থা তুমিই করে দিবে।
এই কথা শুনে স্বামীর দুচোখে জ্বল এসে গেল।
স্বামী অনেক চিন্তাভাবনা করে একটা উত্তর বের করল। আর বউকে বলে গেল দেখ যার ইজ্জত আছে তার সাথেই জৌবনের সুখ মিটায়ে নিয়। এই বলে স্বামী চলে গেল।
২/৩ মাস চলে যাচ্ছে .. বউয়ের আজ প্রচন্ড ইচ্ছে হচ্ছে কিন্তু কি করে ইচ্ছে মিঠাইবে তাই অনেক চিন্তা ভাবনা করছে। যেহেতু স্বামী বলে দিয়েছে যে পুরুষের ইজ্জত আছে তার সাথেই সময় কাটাবে।
তাই বউ অনেক চিন্তা ভাবনা করে এলাকার এক হুজুর কে ডেকে আনতে কাজের মেয়েকে হুজুরের বাড়িতে পাঠালেন।
কাজের মেয়ে হুজুরের বাড়িতে গিয়ে বলল ___ হুজুর আপনাকে বাড়ির সাহেবা তলফ করেছে।
এই কথা শুনে হুজুর হঠাৎ বিব্রত হয়ে গেল। ভাবলো ওই বাড়িতে আমি সাবালক হওয়ার পর কখনো যাইনি আর আজ কি দোষ করেছি যে বাড়ির সাহেবা আমাকে তলফ করে।
হুজুর কোন কিছুর হিসাব মিলাতে না পেরে শেষ মহূর্তে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
এদিগে বউ পানসুপারি শরবত রেডি করে হুজুরের অপেক্ষা করছে।
হুজুর বাড়িতে এসে সালাম দিয়ে বউয়ের সামনে আসার অনুমতি চাইলেন .....
হুজুর ঘেমে একটু বিব্রত হতে দেখে বউ হুজুরকে জিজ্ঞেস করল___ হুজুর আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে?
জবাবে হুজুর বলে মেম সাহেব আমি গতকাল রাতে আমার ১২ বছরের টয়লেটে যাওয়ার মাটির বদনাটি ভেজ্ঞে ফেলি আর বার বার চিন্তা করি আমি যদি আর একটা বদনা কিনি তাহলে অন্য একটি বদনা আমার ইজ্জত দেখবে তাই একটু চিন্তিত লাগছে!
এ কথা শুনে বউয়ের ঘাম এসে গেলো আর বারবার ভাবতে লাগলো সামান্য বদনাকে ইজ্জত দেখাতে যে মানুষ ভয় করে, আর আমি আমার তারচেয়ে মূল্যবান রত্ন কে বিলিয়ে দিতে কি পাপ করতে যাচ্ছি।
হুজুরের ভাল মন্দ জিজ্ঞেস করে হুজুরকে বিদায় করে দিল।
বউ তার ভুল বুঝতে পেরে স্বামির জন্য অপেক্ষায় রইলো…………
©somewhere in net ltd.