![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
আমিন জিসান শিপু সাথে পরিচয় টা হয় ও যখন ইন্টার্নি করার জন্য আমাদের কোম্পানিতে আসে।
ছেলে হিসাবে অনেক মজার একটা ছেলে।
শিপু একটু মোটা টাইপের হওয়াতে মাঝে মাঝে বোর ফিল করে। অবশ্য মাঝে মাঝে কেউ মটু ডাকলে তার নাকি অনেক ভালো লাগে...
আসলে শিপুকে ছোট করতে এই কথা গুলো লিখছিনা।
একটা উপকারের কথা আজ স্বিকার না করে থাকতে পারছিনা। শিপুদের ইন্টার্নি করা শেষে ঢাকা ছেরে বাসায় ফিরে যাবে। তাই আমার কাছে বিদায় নেয়ার জন্য ও আর ওর ফ্রেন্ডসরা মিলে আমার বাসায় আসে।
সেদিন অফিস শেষ করে আমি বাসায় আসলে হঠাৎ প্রচন্ড জর আর মাথ্যার পেইন উঠে। রুমে কেউ ছিলনা যে আমার এই অবস্থায় কেউ সাহায্য করবে।
শিপুরা আমার রুমে ঢুকতেই দেখে আমি জরে কাতরাচ্ছি। শিপুর কাছে আমার বাসাটা অপরিচিত হলেও কেমন করে যেন কোথায় থেকে বালতি মগ ম্যানেজ করে আমার মাথায় পানি ঢালা শুরু করে।
তারপর মাথায় তেল দিয়ে অনেক্ষন ম্যাচেজ করে এরপর দৌড় দিয়ে দোকান থেকে ওসুধ কিনে নিয়ে আসে।
পরক্ষণেই আমি সুস্থ হয়ে উঠি।
তারপরের দিন ছিল আমার ভার্সিটির সেমিস্টার ফাইনাল ইক্সাম। সত্যিই সেদিন সে এই সেবাটুকু না করলে হয়তো আমার করুন কিছু হতে পারতো।
আজ ভার্সিটির ইক্সাম নেই, জর নেই, শিপুটাও কাছে নেই।
ছোট ভাই তোকে একটা ফোন করেও কখনো কৃতজ্ঞতা প্রকাশ করিনি।
কিন্তু আজ কেন জানি হঠাৎ এই অকৃতজ্ঞটার তোকে খুব মিস্ করছে।
তোর হাতের তেল দিয়ে ম্যাচেজ করাটা ছিল দারুন প্রশান্তির রে ভাই... আমি না হয় আরেকবার জরকে নিমন্ত্রণ করব তোর জন্য।
যেখানেই থাকিস অনেক ভালো থাকিস! ………
©somewhere in net ltd.