![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
নাম তার ফিরোজ শাই!!! তাকে জিজ্ঞেস করেছিলাম কখনো প্রেম করেছো ভাই? বিস্বাস করুন এরপর আর কোন প্রশ্ন আমাকে করতে হয়নি ..
শুরু হল শাই সাহেবের এক ভয়ঙ্কর প্রেম কাহিনি। গল্পের শুধু এটুকুই আমার কাছে বেশ মজাই লেগেছে।
এক নিশি রাতে শাই সাহেব তার প্রেমিকার সাথে দেখা করার জন্য প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বলে রাখা ভালো তখন কার দিনে চোর ডাকাতের প্রবনতা ছিল অনেক বেশি আর ভূতের ভয়তো আছেই। তাই শাই সাহেব মাথায় একটা কালো ব্যাচ পেচিয়ে হাতে ৩ ফিটের মতো ধারালো রামদা ঘারে নিয়ে চলতে থাকে। মাঝপথে সে অনুভব করতে লাগলো সামনে কেউ তাকে দেখে অস্বাভাবিক ভাবে দোলাদুলি করছে... তার মাথায় একটাই চিন্তা কাজ করেছিলো যেই সামনে আসবে এক কোপে তার গর্দান দ্বিখণ্ডিত করে যায়গায় ডেথ করে দিবে। যেই চিন্তা সেই কাজ কাছে আসতেই সাআআআআইইই করে একটা কোপ বসিয়ে দিয়ে দুই অংশে ভাগ করে দিল। পরে শাই সাহেব বুঝতে পারলেন এটা কোন মানুষ কিংবা ভূত না এটা ৬ফিটের একটা সুপারির গাছ। তার আশেপাশে কেউ এই শব্দ শুনে আসছে যেনে সে এক দৌড়ে প্রেমিকার ঘরের জানালার কাছে উপস্থিত হল। প্রেমিক আসবে জেনে প্রেমিকা বুড়ি আঙ্গুলে সুতা বেধে জানালায় রেখে দেয়। সেই সুতা ধরে শাই সাহেব হালকা টান দেয়ায় প্রেমিকার কাচাঁ ঘুম ভেঙে যায় তারপর প্রেমিকের চাদঁ মুখ দেখে বাহিরে এসে জড়ায় ধরে। তখন সময় ছিল শিত কাল তাই প্রেমিকার ঠান্ডা লাগবে যেনে নিজের জ্যাকেটের চেন খুলে প্রেমিকাকে জ্যাকেটের ভিতরে ঢুকায় চেন ক্লোজ করে দেয়। তারপর কি হল তা আর বলেনি। যা ভাবার ভেবে নিতেই পারেন। আমিও ভাবছি ৮/১০ জনে যা করে তারাও হয়তো সেটা করেছিলো।
শাই সাহেবের প্রেম শেষে ব্রেক আপে গড়ায়। আজ দুজন দুই যায়গাতে।
শাইয়ের গল্প শেষে এবার একটা কুইজে আসা যাক। দেখি আপনি আইকিউ টেস্টে কত খানি দূর্বলতা ভুগছেন।
বলুনতো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে? (ওয়ানডে + টি টুয়েন্টি + টেস্ট )
বাহ! আপনি আইকিউ টেস্টে তো অনেক স্ট্রং!
এবার একটু আরো সহজ প্রশ্ন করি____
বলুনতো বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক কে?
উত্তর _______/ যারা পারেননি তাদের জন্য আরেকটা চান্স...
শেষ প্রশ্ন...
বাংলাদেশ হকি টিমের অধিনায়ক কে?
এবার কাম সারছে!!!
এবার একটা বাস্তবতা বলছি।
আমরা অনেকেই আছি যারা সবে মাত্র অনার্স মাস্টার্স কিংবা ডিপ্লোমা শেষ করেছি কিন্তু এখনো জবের মুখ দেখিনি। এবার যদি আমরা কোন বিয়েতে বা অন্য যে কোন ধরনের অনুষ্ঠানে যাই আর কেউ জিজ্ঞেস করে বসে বাবা বা বন্ধু তুমি এখন কি করছো? কোন জবাব নেই (প্রচন্ড মন খারাপ হবার কথা)
কিন্তু আপনার অনেক ফ্রেন্ডস আছে যারা ইতে মধ্যে জবে ঢুকে গেছেন ...তাদের কে বলা মাত্রই তারা যথারীতি ম্যানিব্যাগের কোনায় থাকা ভিজিটিং কার্ড় বের করিয়া দারুন একটা ভাব নিয়ে থাকবে।
চরম বাস্তবতা তার টাকা আছে আমার নেই। তার মন্ত্রী মিনিস্টার আছে আমার মামা খালুও নেই।
আমাদের কিছুই হবেনা।
ভুল এখানেই আমরা সবাই জব কেন্দ্রিক ...
আমি নিজেও প্রতিদিন ভাবি কাল না আজ রাতেই জব স্ট্যাডিস করবো ... না থাক কাল থেকে...!
উপরের গল্পের মানুষটির কথা শুনে হাসতেই পারেন। সেও কিন্তু পড়াশুনা করেছে কিন্তু জব করেনি।
বলে কি? তাহলে কি না খেয়ে আছে।
না খেয়ে নয় বরং জব না করে আমাদের চেয়ে তার মাসিক ইনকাম অনেক বেশি।
দ্বিতীয় কথাটা হল এবার একটা ইক্সাম এ আমি দেশি বিদেশী যত প্রকার খেলে ধুলা আছে তার সর্বপ্রকার পরেছিলাম। কিন্তু যে হালায় প্রশ্ন করেছে সে মনে হয় খেলা কি সেটাই যানেনা। হালারে চাকরি দিছে কেঠায়!
গল্পটা আমার জন্য! আমার ভাগ্য আমার ইচ্ছেকে বার বার এমন ভাবে ক্রাকড হতে হচ্ছে।
নিয়তি আমার বিপরীতে....
"ধুর ছাই! যে হালায় প্রশ্নে খেলা নিয়া কোন প্রশ্ন করে নাই, হেতেরে চাকরী খ্যান দিছে কেডায়"।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪
শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23
অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।
ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।