নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

১৯১২-০৮- রবিবার

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:২১

গত কয়েকটা দিন গভীর ভাবে চিন্তা করেছি... মা দিবসে
মাকে নিয়ে কত গল্প কত কবিতা কত ইর্শা!!!
সবার চিন্তাভাবনা মাকে নিয়ে পজেটিভ কথাবার্তা ...
কই আমি তো মাকে নিয়ে তেমন ভালো কিছু দিগ পাইনি।
হয়তো মায়ের প্রতি আমার ভালোবাসা নেই তাই হয়তো
পজেটিভ কিছু পাইনি।
তবে মা বলতে আমি বুঝি যে মানুষ তিন বেলা রান্নাবান্না
করে খাওয়াতেন। ভোর বেলায় আরামের ঘুম হারাম করে
দিয়েছেন। নামাজ পরার জন্য শাস্তি দিয়েছেন। পড়াশুনা
জন্য থাপ্পড় মেরেছেন। সন্ধ্যায় খেলা শেষে বাড়িতে
আসতে দেরী হওয়ায় ঝাড়ু দিয়ে সারা গ্রাম দৌড়ানি
দিয়েছেন।
শুধু তাই নয় কত গালাগালি যে দিয়েছেন তার কোন হিসাব
নেই।
এরপরও কি মায়ের জন্য ভালোবাসা থাকে।
একটা প্রশ্ন করা যায়।
তোমার প্রেমিকা কিংবা প্রেমিক যদি বলে………
তুমি কাকে বেশী ভালোবাসো, তোমার মাকে না
আমাকে?
গায়ের লোম খারা করেদিলি। এইটা কি ফালতু কথা রে ভাই।
প্রেমিক প্রেমিকা কোথায় আর মা কোথায়।
চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সবাই কে < ভালো করে চিন্তা
কর কাকে বেশী ভালোবাসিস?
আমি নিজেও কয়েক ঘন্টা আগে জানতাম না কয় তারিখ মা
দিবস আর কখন থেকে পালন করা হয় সেটাতো দূরের
কথা।
যার মা নেই সেই বোঝে মায়ের মূল্য ...
সেও আজ মায়ের দরদ দেখাতে আসছে অথচ যখন মা
ছিলো তখন কই ছিলো এই দরদ খানি।
আমার খুব পরিচিত একজন আছে তার মায়ের মূল্য তার
কাছে সবার উপরে।...
কিন্তু তার কাছেই আবার অন্যের মা ( থাক! বললে
নিজেরই পাপী মনে হবে)
মায়ের মূল্যে দিতে যখন শিখিসনি তখন মা! মা! বলে গলাটা
ফাটায় লাভ কি?
______ আমার মা! ______
আমি ক্লাস ওয়ানে পড়ার টাইমে আমার মনে আছে আমার
মা আমাকে রোজ খাটি সরিষার তেল দিয়ে পুরো গায়ে
মালিশ করে দিতেন। তারপরে চুল গুলো চিরুনি দিয়ে হালকা
বারি মেরে সোজা একটা আমির খানের গজনী স্টাইল
মেরে দিতেন। শুধু এটুকুই থেমে থাকেননি ... ঘরের
চৌকাঠ পেরুবার আগেই কপালে পাতিলের কালির ফোটা
বসিয়ে দিতেন।
মাকে একবার নিজের অজান্তে জিজ্ঞেস করে
বসেছিলাম মা! তোমাকে এগুলো কে শিখিয়েছে?
উত্তরে উপহার সরুপ পেয়েছুলুম কষে একটা থাপ্পড় !!
তারপর বর্ননা __ আমার মা, আমার মায়ের মা, আমার মায়ের
মা তার মা!!!
তুই যে দিন বিয়ে করবি আর বাবা হইবি দেখবি তোর বউ
ও এভাবে তোর বাচ্ছাকে এভাবে সাজায় দিবে।
মা একবার কেরোসিন তেল আনতে দোকানে
পাঠিয়েছিল ... হাত খরচা নেই বলে ২৫ পয়সা মেরে দিয়ে
তেলে পানির মিশ্রণ ঘটিয়েছিলাম।
দুইনাম্বারি ধান্ধা বলে আমার পিছনে বটি নিয়ে দৌড়ানি
দিয়েছিল। আমি সে সময় দৌড় প্রতিযোগিতা ছিলাম দেখার
মতো ... মা আমার সাথে টানা ঘন্টাখানেক দৌড়ানি দিয়ে হার
মেনে নিয়েছিলো।
দুধের গ্লাস কে একবার মদের স্টাইলে খেয়ে মাতলামির
অভিনয় করতে কখন যে ম্যারাথন পিডানি খেয়ে জ্ঞান
হারিয়েছি…
মা একবার আমার জন্য হলুদ একটা টি শার্ট কিনে
দিয়েছিলো। টি শার্টের মূল আকর্ষণ ছিল বুকের মাঝ
বরাবর কার্টুনের ছবি। সেই কার্টুনের ছবি দিয়ে কত
ফ্রেন্ডদের যে ক্ষমতার জোর দেখাইছি। এখন কার
দিনে যেটা সুপারম্যান ভাবি আমরা।

এরপরও কি মাকে ভালবাসা যায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.