নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

চাচা!!!

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৪১

আমাকে যদি কেউ প্রশ্ন করে, অন্ধ কাকে বলে___
যে চোখে দেখতে পায়না।
কানা কাকে বলে___ যে কানে শুনেনা।
আহাহারে আপনারা যদি শিক্ষিত মানুষ হয়ে কানাকে যদি
ভাবেন, যে কানে শুনেনা... তাহলে আমরা মূর্খরা কি
করব।
চাচা! ভুলতো কিছু বলিনি। কান থেকে তো কানার
উতপত্তি, কিন্তু আদি মানুষেরা যদি ভুল করে থাকে
তাহলে আমি কেন মাশুল দিব।
চাচা পেশায় একজন পানের দোকানদার ……
দোকানের ভিতর একটা ১৪" কালার টিভি আছে আর সেই
টিভির নিচে বসে থাকা চাচা একজন থার্ড ক্লাসের দর্শক।
মানুষ ক্ষেপানোর অভ্যাস টা আমার চরমের উপর ... চাচা
দোকানে যখন বসে হিন্দি সিনেমা দেখে তখন ইচ্ছে
করেই বলি ওয়াওওও!…… চাচা আপ্নে ইংলিশ মুভি
দেখতেছে?
চোখের সাইজ সাথে সাথে লেয়ারের ডিমের আকার
ধারন করে।
___তাহলে নিচ্ছিত বাংলা
ও সরি চাচা হিন্দিরে ভুলে বাংলা বলেছি।
কি ফাউল বুড়ারে বাবা! একটা ভালো প্রশ্ন করতে নাই।
প্রথম দিন ___ চাচা ডিমের সাইজ এতো ছোট কেন?
____ ডিম কি আমি পাড়ি? না মুরগীরে শিখায় দিছি ছোট ডিম
দিতে।
দ্বিতীয় দিন___ চাচা! ডিমের সাইজ কিন্তু আজ বেশ বড়
____ আজ নিজেই পাড়ছি!! তাই বড়!
চাচার একটা বদ অভ্যাস আছে। তা হল লংগির ভিতরে হাত
ঢুকায় রাখা।
একদিন বলেই ফেলেছি চাচা আজ সারা দিনে কয়টা
ছিরিছেন?
__ কি?
__ না মানে একদিনে কয় প্যাকেট সিগারেট যায় সেইটা।
কিছু কমন প্রশ্ন ____
চাচা আপ্নের মোচ আছে দাড়ি নেই কেন?
চাচা! পান আছে চা বিক্রি করেন্না কেন?
চাচা আপ্নের ফ্রিজে বরফ জমেনা কেন?
চাচা ভুরি বেড়েই চলছে ব্যায়াম করেন না কেন?
চাচা দোকানে মাল নেই কেন?
চাচা আজ বাকি দিবেন?
চাচা রাতে কি খেয়েছেন?
চাচা আপ্নি কি রাতে একাই ঘুমান?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ১২:৫০

Backdated বলেছেন: চাচা কি পান খান

২| ১০ ই মে, ২০১৬ ভোর ৬:৩৯

দিনাজপুরিয়া বলেছেন: ভালো লেগেছে। তবে শেষটা আরো ভালো হতে পারতো।

৩| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৩

নির্মাণ শ্রমিক বলেছেন: Backdated চাচা পান খাইতে নয় খাওয়াতে সাচ্ছন্দ বোধ করেন

৪| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

নির্মাণ শ্রমিক বলেছেন: খুব ইচ্ছেছিল কিন্তুু ঘুমের টানে ফিনিশিং দিতে পারিনি@ দিনাজপুরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.