![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
ভালো আছি! কথাটা হল পৃথিবীতে বড় অভিমানী ও মিথ্যাচার
……
ভালো নেই! উত্তরে বুঝেনিতে হবে আপন মানুষ
গুলোর সাথে টুকিটাকি ঝামেলা চলছে।
খুব খুব ভালো আছি! এটাই সত্যি সে আপনাকে
উদ্দেশ্যে করেই কথাটি বলছে।
নিজেকে বোকা তখুনি ভাববেন যখন আপনার আপন
বন্ধু গুলো আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা নয় বরং
আপনার কাজকর্ম কে উদ্দেশ্যে করে হাসাহাসি
করবে...
বসুধায় সবচেয়ে বড় যন্ত্রণা হলো বোবার অভিনয়
করা। এতোই যন্ত্রণাময় যে চাইলেও ইশারা ইংগিত করতে
পারবেন না। সোজাসাপটা স্ট্যাচু হয়ে থাকা।
আর এটা মানুষের তখুনি হয় যখন আপনার প্রিয় মানুষটার
সাথে ঝামেলা চলছে আর ঠিক তখনই আপনার আরেক
আপনজন আপনাকে নিয়ে তার কাছে সাজিয়ে সাজিয়ে
গুটিবাজি চালাচ্ছে।
এই সত্য টুকু আপনি বুঝলেই বোবাই হবেন ঠিক তবে
চোখে জ্বল আসবেনা আর আসলেও দু এক ফোটা।
তবে কথা লাগানোর ক্ষতবিক্ষত হওয়ার দাগটা আপনি
চাইলেও ইহজগতে মুছে ফেলতে পারবেন না।
আজ আপনি যার হাসিতে হাসছেন আর তার হাসিতে একদিন
যেন কান্না না আসে সেটা মাথায় রাখবেন।
যে আপনাকে তাজমহলের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে তার
যোগ্যতা শাহাজানের মতো আছে কিনা একবার ভেবে
দেখবেন।
মনে রাখা ভালো রাস্তায় দেয়া সোডিয়াম লাইটের আলো
কারো কাছে ভালো লাগলেও আবার কারো কারো
কাছে এলইডি লাইটের আলো ভালো লাগাটা অস্বাভাবিক
কিছু নয়।
২| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:০৮
সুমন কর বলেছেন: হুম ! ভালো বলেছেন।
৩| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:২২
সোজোন বাদিয়া বলেছেন: তবুও, ভাল থাকার স্বপ্নটাকে মরতে দেবেন না। শুভ কামনা রইল।
৪| ২৯ শে মে, ২০১৬ রাত ১:৪১
বাংলা গান শুনুন বলেছেন: "ভালো আছি " এই মিথ্যে কথাটা মানুষের সহজাত প্রবৃত্তিতে পরিনত হয়েছে।
♥ আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্টগুলো দেখার আহবান জানাচ্ছি ♥
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৬ রাত ৯:৫২
মহা সমন্বয় বলেছেন: যে আপনাকে তাজমহলের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে তার

যোগ্যতা শাহাজানের মতো আছে কিনা একবার ভেবে
দেখবেন।
দারুণ বলেছেন।