![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
তোমরা যাহাকে ড্যাডি কও আমরা তাহাকে আব্বা বলি!
আমার পরিচিত একজনের কাছে বাবার গল্পটা একটু বড্ডো বাড়াবাড়ি মনে হয়েছে।
কি অদ্ভুত বাপরে বাপ!!!
প্রথম যখন বাবাকে বলেছিল বাবা যাত্রাপালা আইছে দেখতে যামু ... বাবার উত্তর যা দেইখা আয়।
বাবা দ্যা অপেরা সার্কাস আইছে দেখতে যামু। বাপের উত্তর যা দেইখা আয়। তাহলে টিকিটের ২০ ডা টাহা দেন।
আব্বা সিনেমায় দিপু নাম্বার টু চলতাছে! ৫০ টা টাহা দেন।
………হুনছি তোর আব্বায় কিপটা তাহলে কি টাহার বদলে পিডাইছে?
আরে না, নয়া ৫ টা ১০ টাহার নোট দিছিলো।
তাহলে তো তোর কপাল ভালা এই জনমে বাপের মতো বাপ পাইছোস।
ধুর উপ্রের গুলা শুইনাই বললি তাহলে নিচের গুলা এবার শুন।
ক? হুনি……
----যাত্রাপালা দেখার পরের দিন বাবা নোটিশ করেছিলো যেন এমন আবদার আর না করা হয়।
---- কেন?
----এখন বেসামাজিক কার্যকলাপ চলে। তবুও দ্বিতীয় বার গিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। বাবা ওখানে আমার জন্য রেড জারি করে লোক ঠিক করে রেখেছিলো। ওরা আমারে বন্দী করে বাসায় হেফাজতে পাঠায়। এরপর যা হবার হয় আর কি/
---- দ্যা অপেরা সার্কাস?
----পরে টিকিট মাষ্টার কে ঘুস দিয়েও আর কাজ হয়নি। বাবা সেখানেও আমার জন্য দ্বিতীয় বার ঢোকার পার্মিশন দেয়নি।
---- সার্কাসে তো খারাপ কিছু নেই।
----সেটা নামেই সার্কাস কিন্তু ভিতরে চলছিলো নাচনেওয়ালীর রং তামাশা!!
----সিনেমা!
---- হাত পা বাইন্ধা পিডাইছে। কথা ছিল দিপু নাম্বার টু কিন্তু টিকিট কেটেছি " রানী কেন ডাকাত"
বাবা এমনি সব কাজ একবার চান্স দেয়, দ্বিতীয় বারের কোন অপশন রাখেনা।
তুই বিড়ি খাইস সেটা কি জানে?
--- একবার বলেছিলাম আর খাবোনা। এরপরে আর কখনো জিজ্ঞেস করেননি, এখনো বিস্বাস করে আমি এগুলা আর খাইনা।
#বাবা
২| ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: আমরা বলি বাবা। সবাই বলে পিতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
ওদের ডেডিকে আব্বু ডাকছেন কেন? নিজের আব্বুকে আব্বু ডাকুন।