নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

ওলন্দাজ = আন্দাজ :D

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৩

পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে এক সাথে' প্রবচনটির অর্থ কি?
ক. বিপদে পড়ে কাজ করা
খ. উচ্চ শ্রেনীর ব্যক্তির সাথে বসে খাওয়া
গ. সুদিন ফিরে আসা
ঘ. মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
আমি কিংবা আমার শ্রেনীর মানুষ গুলো একটু ভেবেই উত্তর দিয়ে বসবে__ বিপদে পড়ে কাজ করা।
প্রশ্ন কর্তার মনে কিঞ্চিৎ পরিমাণ সন্দেহ হলেই আর একটু ঝালিয়ে দেখার জন্য ট্রাই করে বলবে__ এবার বলতো, 'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন কে?
মাথা চুলকাইতে চুলকাইতে অপশন গুলো বলেন?
১.মীর মশাররফ হোসেন
২.মাইকেল মধুসূদন দত্ত
৩. কাজী নজরুল ইসলাম
৪. রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত!!!
প্রশ্ন কর্তা হেহেহে! উত্তর ভুল।
প্রফুল্ল মনে মনে প্রশ্ন কর্তা ভাবতে লাগলো আগেই ভেবেছিলাম বেটার মাঝে একটা গোঞ্জামিল আছে।
একটু রাগান্বিত হয়ে, আর একটা প্রশ্ন করেন...
তাহলে বল দেখি 'জানালা' শব্দটি কোন ভাষা থেকে আসছে?
নাহ! এবার উত্তর দিতেই হবে।
আআআআ হিব্রু ভাষা।
প্রশ্ন কর্তা হাসতেই উত্তরদাতার যদি বলে উঠে, আরে হিব্র না না এটা ওলন্দাজ হবে। কি? ঠিক বলছিনা!
ওলন্দাজ আর আন্দাজ। মাঝে কোন তফাৎ রইলো না।
ভাগ্যের নির্মমতা আর আমার কর্মতা কে আমি যতই দোষ কিংবা বাহনা দেই। আমি কিন্তুু আমার জীবনটাকে একটা লটারীর টিকিট বানিয়ে ফেলেছি।
প্রশ্নের উত্তর যদি আন্দাজে মিলে, তাহলে সর্বনাশের কি বা আসে যায়।
জীবনের চাকা আর লটারীর ভেল্কিবাজি যদি একবার লাইগা যায়।
তাহলে আমি আলসেমী আর আলসেমী থাকবো নারে।
বিশ্বাসীরা বিশ্বাস কর আমাকে, আমি এখনো এই একটা চান্সের প্রহর গুনছি।
আন্দাজ একবার না একবার আমার জীবনে ওলন্দাজ হয়ে আসবেই।
আমরাই বীরের জাতি। আর বীরদেকে পরাজয়ের ভয় দেখিয়ে ____কোনু লাব নাই।
প্রশ্ন চলতেই থাকুক …… তারপর জমা হউক…… তারপর হিসেব!
ধর্য্য! আমি ধর্য্য হারা নইরে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.