নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

বাবা! অভিমান তোমার। একাকিত্বের বৃত্তে আমি।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

ভালো সময়ে নিজেকে হারিয়ে নিয়ে যাওয়া যায় বহুদূর! তখন জীবনের টার্নিং কিংবা কষ্টের সময় গুলো আমরা কেউ সহজে মনে রাখার ও মনে করার প্রয়োজনীয়তার দরকার পরেনা। কিন্তুু খারাপ সময় গুলো বড় আবেগীয় ও কষ্টের।
আমি নই অনেকেই এই সময়টাতে বাবাকে জরিয়ে দেই। ইশ! বাবার জন্য আজ আমি এটা করতে পারলাম না। পারিনি। পারছিনা।
আমার গত ৫/৬ মাস হল বাবাকে আর দেখা হয়নি। বাবাকে যে খুব বেশি মিস করি তাও না আবার প্রতিদিন যে মনে না পরে সেটাও না। একটা সময়ে মনে হত আমাকে নিয়ে কেউ ভাবেনা। কিন্তু এখন মনে হয় বাবাই আমাকে ভেবেছিলো। ফোন দিলেই পড়াশুনা কেমন চলছে, টাকা কত লাগবে? টাকা লাগার আগেই বলিস আমি ব্যবস্থা করে রাখবো। বাবা আমাকে বিকাশে, পোষ্ট অফিসে, না হলে ডাযবাংলা মোবাইলে টাকা পাঠানোর সময় কি ঝামেলাটাই না করতো।
সে দিন অনেক কেদেছিলাম। কিন্তুু এখন একটু বেশী আবেগী হলেই আড়ালে গিয়ে ইচ্ছে মত কান্নার ভেলায় ভাসিয়ে দেই।
আজ একটু বেশী মনে পরছে।
বাবা! তুমি এতো অল্প সময়ে কি অভিমানে চলে গেলে? মাঝরাতে যখন ঘুমের ফাকে আমার স্বপ্নের দেশে কাছে আসো তখন একটু বেশি সময় নিয়েও তো আসতে পার। কতদিন ভালো মন্দ কিছুই জিজ্ঞেস ও করনা। এখনো ভার্সিটির থিসিসটা বাকি আছে। বাবা যেনে খুশি হবে ভার্সিটির ৪র্থ কনভেনশন হবে এ বছরেই। তোমার তো অনেক ইচ্ছে ছিলো আমার কনভেনশনে লাইভ কোন টিভি চ্যানেলে কালো জজকোর্টের ওকিলদের পোশাকে আমাকে দেখবে। কি আজব! তার আগেই তুমি সাদা পোশাকে চলে গেলে অনেক দূরে………

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৫

ক্লে ডল বলেছেন: আপনার বাবার আত্নার শান্তি কামনা করি।

পৃথিবীতে একটা মানুষকে দুজন নিঃস্বার্থভাবে ভালবাসতে পারে। তারা হলেন মা বাবা!

শুভকামনা রইল আপনার প্রতি। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.