![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবাশ পেরেজ! সাবাশ!!! এভাবে করে প্রতি সিজনে দলের ১ জন করে কী প্লেয়ার ছেড়ে দিবেন।সফলতা আসবেই।গত সিজনে অজিল,এবার ডি মারিয়া।মিডফিল্ডে যথেষ্ট অপশন থাকা সত্ত্বেও একে আরও কমপ্যাক্ট করার জন্য আরও ১৩-১৪ জন সেন্ট্রাল মিড আনবেন,আর দলে রোনালদো-বেলের যথেষ্ট ভালো বিকল্প উইঙ্গার রাখবেননা।প্রতি বছর ১টা করে ৭০-৮০ মিলিয়নের প্লেয়ার নিয়ে আসবেন।আর ভুল করে কমে কাউকে পেয়ে গেলে,তার পিক টাইমে সেল করে দিবেন।আশা করি সামনের বার CR7 কেউ ছেড়ে দিবেন,কারন তাকে দিয়ে আপনার Business করা তো শেষ।
আপনি ইয়ারামেন্দির মত মেডিওকোর প্লেয়ারের জন্য ৩৮ মিলিয়ন খরচ করতে পারেন দলে অনেক মিডফিল্ডার থাকা সত্ত্বেও,বেনজেমার মত সাদা গাধাকে ৭ মিলিয়ন বেতন দিতে পারেন,আর ডি মারিয়াকে ৮ মিলিয়ন দিতে পারেন না।
কেউ যদি বলে সে রিয়াল মাদ্রিদ ফ্যান,তাহলে আমার বা আমাদের ভালোই লাগে।তাই যখন হামেস বলল, সে রিয়াল মাদ্রিদ ফ্যান,তখন আমাদের ভালোই লাগলো,তাকে রিয়ালে দেখতে মন চাইলো।কিন্তু এখনি কিনে ডি মারিয়ার পজিশন হুমকির মধ্যে ফেলার দরকার ছিল কি?আর ২ বছর পরে কিনলে তাতে বিশ্বকাপের পারফরম্যান্স এর প্রভাব থাকতো না।এর চেয়ে কমেই পেতেন।
রিয়ালের খেলা হয়ে গেছে এখনকার ম্যান ইউ এর মত অকার্যকর উইং প্লে।এতদিন শুনেছি বার্সার খেলা প্রেডিক্টেবল,এখন দেখি রিয়ালেরও তাই।শুধু ব্যাক পাস,সাইড ওয়ে পাস,নখদন্তহীন ক্রস।রামোস দেয় কোয়েন্ত্রাও বা কারভাহাল কে,সেখান থেকে মদ্রিচ বা আলোনসো,তারপর ব্যাক পাস,সেখান থেকে আবার মদ্রিচ বা আলোনসো হয়ে বেল বা রোনালদো,আবার ফুল ব্যাককে ব্যাক পাস,তারপর সেখান থেকে উইঙ্গার হয়ে দুর্বল ক্রস এবং মাঝে লর্ড বেনজেমা।
Lack of creativity,সেন্ট্রাল মিড দিয়ে কোন অ্যাটাক নেই,শুধু মূল্যহীন পাসিং।অ্যাটাকিং থার্ডে ফরোয়ার্ডদের কাছে কোন কার্যকর পাস দিতে পারছে না কেউ,যাচ্ছেতাই ফাইনাল টাচ,নেই কোন ডিফেন্স চেরা পাস। I think we have started to miss Ozil.
আর বেনজেমার সাথে কার্লোর কী ধরণের সম্পর্ক তা আমি জানিনা। একটা প্লেয়ার এত বাজে খেলেও ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে।খেলবেই তো,কারণ তার কোন বিকল্প রাখা হয়নি।আবার কোচের কথা, 'I don't need another number 9.I'm very happy with benzema' আর ব্রাজিলের ফ্রেডের রিয়াল মাদ্রিদের version এর কথা, 'আমি আমার খেলা নিয়ে খুশি,আমি গোল দেয়া নিয়ে চিন্তিত নই।দলের জয়ে অবদান রাখতে পেরেই আমি খুশি।'
A striker doesn't penetrate,doesn't attack much,can't beat 1 or 2 defenders,doesn't posses any aggression & hunger,isn't dangerous inside the box.What kind of striker is he?অহেতুক দাঁড়িয়ে থাকা আর দুই একটা বল পাস দেয়াই তার কাজ।তাহলে একটা অ্যাটাকিং মিড খেলাক।এখানে আবার কেউ বেনজেমা বেল-রোনালদোকে পাস দেয়,অন্য কেউ পাস দিতো না,এটাই রিয়ালে বেনজেমার কাজ,রিয়াল মাদ্রিদের আর স্ট্রাইকার দরকার নেই,বেনজেমা ইজ পারফেক্ট,তার স্ট্যাট দেখুন- এ জাতীয় কথা বলে নিজেদের ফুটবল জ্ঞান প্রদর্শন করতে আসবেন না।বেনজেমার যে ডেডিকেশনের অভাব আছে,তা এবারের বিশ্বকাপের সাথে তার ক্লাবের খেলা মেলালেই বুঝতে পারবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০
রায়হান শুভ বলেছেন: ভালো বলেছিস। যুক্তি যুক্ত কথা