নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপাংক্তেয় সুমন

অপাংক্তেয় সুমন › বিস্তারিত পোস্টঃ

সহিংসতা কি ধর্ম না অধর্ম!

০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

কলেজে ভর্তি হওয়ার আগে নিরঞ্জন স্যার নামক এক স্যারের কাছে ইংরেজি পড়তাম। স্যার আদর্শের দিক দিয়ে ছিলেন খুবই সচেতন। স্যার তখন বলতেন, আমার বাসায় ভারতের কোন চ্যানেল চলে না। অন্য দেশের মানুষের জন্য বানানো অন্য দেশের কোন চ্যানেল আমি কেন দেখবো? এইটুকু দৃঢ়তা কয়জনে দেখাতে পারে! (তোমরা যারা ভাব হিন্দু মানেই ভারতপ্রেমী)

ভারতের সাথে বাংলাদেশের খেলায় দেখি অনেকে, 'শালা মালাউন, মালুর বাচ্চা' বলে স্লেজিং করে। ভারতে কি শুধু হিন্দু ধর্মালম্বী লোক বাস করে? নাকি মুসলমানরাও বাস করে। আপনি ভারতীয়দের গালি দেন, কিন্তু ধর্মীয় আক্রোশ কেন? আর হিন্দু বলেই যদি গালি দিবেন, তাহলে জেনে রাখুন বাংলাদেশেও এই ধর্মের লোক আছে, আপনি কি তাদেরও গালি দিলেন না? হ্যাঁ, সাম্প্রতিক ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়, এই আক্রোশ আমাদের দেশের লোকের উপরও বিদ্যমান।

পুরো পৃথিবী জুড়েই মুসলমানদের উপর সহিংসতায় আমরা ব্যথিত হই। যেসব দেশে এসব হয়, সেখানে হয় মুসলিমরা সংখ্যালঘু অথবা অন্য কোন দেশ দ্বারা ইনভেশনের শিকার। এসব ঘটনা কি আমাদের শিক্ষা দেয় শুধু মুসলিমদের জন্য ব্যথিত হতে? নাকি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমানাধিকার নিয়ে বাঁচার কথা শিক্ষা দেয়! অন্য একটি দেশের সংখ্যালঘু মুসলিমদের জন্য আমাদের মন যতটুকু কাঁদে, আমাদের দেশের তাদের জন্য ততটুকু ব্যথিত হয়? আমরা কি তাদের জন্য একটি সিকিউরড সমাজ দিতে পেরেছি? আমাদের কারোরই জীবনের নিরাপত্তা নেই, খুন- ধর্ষণ- দুর্ঘটনা- নির্যাতন- নিপীড়ন এখানে নিত্য দিনের ঘটনা, সবার ক্ষেত্রেই খাটে। কিন্তু কেউ যদি ধর্মের কারণে এর শিকার হয়, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারেনা।

যারা এরকম ঘৃণা নিয়ে ঘুরে বেড়ায় তারা দেখবেন একজন অন্য ধর্মের কারো সাথে সেভাবে মিশেনি, কাছ থেকে দেখেনি। দেখলে বুঝতো, শুধু ধর্মই মানুষকে আলাদা করে না। হ্যাঁ, ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আমরা কয়জন ধর্ম ঠিকমতো মেনে চলি? সবাই যদি এতই ভাল হতাম তাহলে কি এত দুর্নীতি, অন্যায় থাকতো? কোন ধর্মে কি সহিংসতার কথা বলা আছে? কিন্তু আমরা ঠিকই ভুলে যাই, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই সমাজের প্রতিনিয়ত অন্যায় তাদের ভাবিত করে না, ঠিকমতো হয়তো নামাজও পড়ে না, তবে ভিন্ন ধর্মের উপর অত্যাচার করে ঠিকই ইসলাম কায়েম করে। একটা মানুষ ভাল হতেই পারে, খারাপ হতেই পারে, কিন্তু তাকে ধর্ম দিয়ে জেনারালাইজেশন করা ভুল, অন্তত এই যুগে। আমি একবার খুব ছোটবেলায় আমার বাবার সাথে ভিন্ন ধর্মের একজনের বাসায় গিয়েছিলাম, খুব ছোট ছিলাম, তেমন কিছু বুঝতাম না। শিশুসুলভ কৌতূহল নিয়ে দেখলাম আমরা যা খাই, তারাও তাই খায়। তাদের ঘৃণা করবো কেন? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা। যারা রামু, বি বাড়ীয়াতে এসব কাজ করেছে, অন্য জায়গায়ও করে, গিয়ে দেখেন সে হয়তো অন্য ধর্মের কারো সাথে মিশেনি, তার হয়তো সেই ধর্মের কোন বন্ধু নেই, হয়তো সেই ভিন্ন ধর্মের ছেলেটির বাসায় সে কখনো যায়নি, তার সাথে চলেনি।

লাইফে অনেক বন্ধুই পেয়েছি, শিক্ষক পেয়েছি, সিনয়র-জুনিয়র পেয়েছি, চলেছি, মিশেছি কিন্তু কখনো চিন্তা করিনি একটা হিন্দু ছেলে আমার বন্ধু, এই হিন্দু ভাইটা খুব ভাল, একটা খ্রিস্টান শিক্ষক আমার সবচেয়ে প্রিয় শিক্ষক। সে মানুষ হিসেবে কেমন, তার পেশায় কেমন, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন, পারসোনালিটি কেমন এসবই ছিল মূখ্য। যার সাথে মিলে এমনিতেই মিলে, না মিললে নাই, ধর্ম দিয়া বাছ-বিচার করি নাই।

এই দেশটা যেমন আমাদের, এই দেশটা তাদেরও। আমি বা আমরা এই আলো-হাওয়া-জল-মাটিতে বড় হয়েছি, তারাও তাই। আমাদের মত তারাও এই মাটির সন্তান, দেশটা সবার। আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা-তারা বলে বুঝিয়ে দিতে হয়! এই পরিস্থিতির জন্য একাত্তরে দেশ স্বাধীন হয় নাই। সবাই যার যার মত ধর্ম পালন করবে, এটা নিয়ে এত ঝামেলা কেন? একজনের দোষের জন্য গোটা সম্প্রদায় ভুক্তোভুগী কেন হবে? দোষীর বিচার নিশ্চিত করাটাই কি সবার লক্ষ্য হওয়া উচিত নয়! সবচেয়ে কম মাথা খাটানো জাতি বোধহয় আমরাই। নিজেদের কর্মের আগে কি সে ব্যাপারে ধর্মের কথা ভাবি? ভাবলে তো এত বিশৃঙ্খলা হয় না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর যুক্তি দিয়ে লিখেছেন । বাংলাদেশ সহ সারা দুনিয়ায় টিভি চ্যানেলে যেভাবে ভারতীয় সরিয়ালে প্রতিটি পর্বে অতি সুন্দরভাবে পুজা ও দেবদেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ভক্তি অর্চনা চলছে ও এর মৌল আধ্যাতিক বিষয়গুলি দর্শকের মনে রেখাপাত করছে তাতে প্রতীয়মান হচ্ছে সেদিন খুব বেশী দুরে নয় যেদিন হিন্দু ধর্মের উপর হতে অন্য ধর্মাবলম্ববীদের ভুল ভ্রান্তি দুর হয়ে একটি মিলন সেতুর জোয়ার উঠবে । একে প্রতিরোধ করা মত সাংস্কৃতিক শক্তি আর কোনটির্রই হবেনা বলেই মনে হচ্ছে ।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.