নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ থেকে খসে পরা একটি তারা

যখনই তোমাকে মিস করি আকাশ থেকে খসে পরে একটি করে তারা ♥ এমন কোন জ্যোৎস্না রাতে যদি আকাশে তাকিয়ে দেখ একলা চাঁদ বসে কাদছে, কোন তারা নেই তারসঙ্গে... তবে মনে রেখ দোষ তোমারই... আমাকে একা করে দিয়ে তোমাকে এত মিস করার সুযোগ দিয়েছ, আর এখন চাঁদ টিকে একা করে দিলে

খুকুমনি

জবাব.... বানর সাহেবের দিকে কোনভাবেই দাঁত বের করে তাকাবেন না। যদি তাকান বানর ধরে নিবে আপনি ওটার সাথে মারামারি করতে ইচ্ছুক!!

খুকুমনি › বিস্তারিত পোস্টঃ

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও আব্দুল জলিল এর ভিডিও আইটা কি সত্য ঘটনা যদি সত্য থাকে তাইলে মিডিয়া ঠাণ্ডা কেন?

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও আব্দুল জলিল এর ভিডিও আইটা কি সত্য ঘটনা ? যদি সত্য থাকে তাইলে মিডিয়া ঠাণ্ডা কেন?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ভিডিও কই ?

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

বলেই ফেলি বলেছেন: মিডিয়াকে গলা টিপে ধরার অনেক নজির আছে।
আমার ছোট্ট একটি লেখা সামু প্রকাশ করেনি
তা নিম্নে দিলাম।

দুই নেত্রীকে খোলা চিঠি

মাননীয় নেত্রীবৃন্দ আপনাদেরকে বলছি,
আপনাদের ভালোবাসা পেয়ে পুরো বাংলা বাসি আজ অনেক খুশি:P
(কথায় বলে ভালোবাসা ভালো তবে বেশি ভালোবাসা নাকি ভালো না)
আপনারা দেশবাসিকে সেবা করতে করতে এখন অনেক ক্লান্ত তাই আমরা (দেশবাসি)
চাই আপনারা অবসর নিন।
নতুন প্রজন্মকে ভালোবাসার/সেবা করার সুযোগ দিন।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

েরদওয়ান রহমান বলেছেন: View this link

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

শাহেদ সাইদ বলেছেন: গতবার ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের মন রাখতে গিয়ে বলেছিলেন, তাদের চাকরির বয়স না বাড়ালে তিনিও ৫৭ বছর বয়সে অবসরে যাবেন, যতদূর জানি সরকারি কর্মচারীদের অবসরের বয়স এখন ৫৯, প্রধান মন্ত্রী নিশ্চয় এখনও ৫৯ হননি !!

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

সালমা শারমিন বলেছেন: আমিও দেখেছি ভিডিওটা। আসলেই কতটা সত্যি?

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

জননেতা বলেছেন: ভাই অডিও হলে বুজতাম যে মিথ্যা। ভিডিও তে ত দেখি চেহারা পুরা পরিস্কার। এখন মিথ্যা বলি কেমন করে।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

আরিফ নাওগাঁ বলেছেন: ভাই এই সব সত্যি । কেউ কিছু বলতেছে না এর ৩ টা কারন।
১।সব রাজনৈতিক দল গুলা এই রকম। বিশ্বের সব দেশ এর রাজনৈতিক দল গুলা চলে বিজনেজ ম্যানদের টাকা দিয়ে। কিছু দিন আগে আমেরিকার নির্বাচন দেখনে সিমিলার। ওরা সভ্যতার মধ্যে করে আমরা একটু বেশি করি।
২। সবাই করাপ্টেড । সব পেপার গুলা পর্যন্ত কন না কন দল অর বিজনেজ মানের।
৩। বি এন পি বেশি চিল্লাবে না কারন তাদের নিজেদের ও এই ধরনের প্রবলেম আছে।

ভাই এই সব চিন্তা না করে নাকে সরিষার তেল দিয়ে ঘুমান অথবা শাহাবাগ যান অথবা জিকির করেন বাসায় অর মসজিদে । :)

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

খুকুমনি বলেছেন: ধন্যবাদ আরিফ ভাই

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: :#) :#)

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

নষ্ট ছেলে বলেছেন: রাজনীতিবিদরা যে এই রকম এইটা কম বেশি সবাই জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.