![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের কোন এক বিকালে চোখ পড়ে ছিল নীল আকাশে
নীলের স্নিগ্ধতায় আমি মুগ্ধ হয়ে যাই
চোখ যে আর পড়ে না মাটিতে।
চেয়ে আছি তো চেয়ে আছি।
আমার মুগ্ধাতায় তার ভালবাসা নীল গভীর থেকে গভীর...
আমি ভালবাসা চাই না।
ভালবাসায় নিজেকে ডুবাতে চাই না।
চার বিশেষনের কিছু বুজি না আমি।
এই যে একটি বার ছুঁয়ে দিলে আমাকে
এটা ই আমি চাই।
আমি বলব না রাতে আমাকে সঙ্গ দেও
কিংবা মশারীটা টাঙ্গিয়ে...
ছেলেটি মেয়েটি একই স্কুলে পড়ে। স্কুল ছুটি পর দুজনে গ্রামের মেঠো পথ ধরে পাশা পাশি হাটে। দুজনে চোখে চোখে কথা বলে। মেয়েটি মিষ্টি করে হাসে। মিষ্টি হাসির সুভাস ছিলেটির হৃদয়ে...
তুই কি আমার বউ হবি?
অফিস শেষে ক্লান্ত দেহে
ফিরবো আমি তোমার কাছে
হেসে তুমি আদর করে
মুখটি মুছে দিবে আঁচল দিয়ে!
আপন মনে জড়িঁয়ে ধরে
বলবে কথা চোখে চোখে
সুখের পরশ ভুলিয়ে...
ছেলেটি মেয়েটি একই স্কুলে পড়ে। স্কুল ছুটি পর দুজনে গ্রামের মেঠো পথ ধরে পাশা পাশি হাটে। দুজনে চোখে চোখে কথা বলে। মেয়েটি মিষ্টি করে হাসে। মিষ্টি হাসির সুভাস ছিলেটির হৃদয়ে...
©somewhere in net ltd.