![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটি মেয়েটি একই স্কুলে পড়ে। স্কুল ছুটি পর দুজনে গ্রামের মেঠো পথ ধরে পাশা পাশি হাটে। দুজনে চোখে চোখে কথা বলে। মেয়েটি মিষ্টি করে হাসে। মিষ্টি হাসির সুভাস ছিলেটির হৃদয়ে ভালোসার তীর আঘাত করে। হাসির সৌরভে চারিদিকে মৌনতা ভরে যায়। নাম না জানা এক অচেনা পাখি আনন্দে কুহু কুহু ডেকে ওঠে। মেয়েটা এক হাতে আকঁড়ি ধরে স্কুল বই এবং অন্য হাতে ছাতা। ছেলেটি ভাবে ইস...!যদি মানুষ না হয়ে বই হতাম কত ভাল হতো। সারাক্ষন ওর বুকে মাথা রেখে গুমিয়ে থাকতাম। হিংসে জ্বলে আর বইয়ের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে। ছেলেটির বোকা বোকা চাউনি। মেয়েটির মনে অজানা এক ভাল লাগা সৃষ্টি হয়। মেয়েটি ইচ্ছে হয় ছেলেটির চোখে চোখ রেখে আজীবন ভালোবেসে ভালোবাসায় কাটিয়ে দিত। মনের না বলা কথা গুলো হরহর করে বলত। দুষ্টুমি করে চিমটি কাটত। আর বলত বোকা ছেলে কিছু বুজে না ...! ভালোবাসায় ভাবনায় ভাসতে ভাসতে চলছে দুজন। হঠ্যাৎ বৃষ্টির রিমঝিম শব্দে দুজনে বাস্তবে ফিরে আসে। ছেলেটি হতভম্ব হয়ে যায়। কি করবে বুজে উঠতে পারে না। কারন আশে পাশে কোন বাড়ি নেই গিয়ে দাড়াঁবে। মেয়েটি মিট মিট হেসে ছেলেটি কে চোখের ইশারায় ছাতা নিচে আসতে বলে। এ প্রথম মেয়েটার খুব কাছা কাছি আসে ছেলেটি। মেয়েটির টানা টানা মায়াবতী চোখে দিকে তাকিয়ে থাকে। মেয়েটি ও দৃষ্টি স্থির রাখতে পারেনা। কোন এক মায়া ছেলেটির চোখে তাকিয়ে থাকে। দুটি চোখ বৃষ্টিতে ভিজে ভিজে এক হয়ে যায়। আর দমকা বাতাসে ছাতাটিকে অনেক দূরে নিয়ে যায়।
২০ শে মে, ২০১৫ দুপুর ১:১৫
সুনয়না্ বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:৫২
বদিউজ্জামান মিলন বলেছেন: বাহঃ চমৎকার
২০ শে মে, ২০১৫ দুপুর ১:২১
সুনয়না্ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:২৩
জায়েদ হোসাইন লাকী বলেছেন: দারুণ