![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের কোন এক বিকালে চোখ পড়ে ছিল নীল আকাশে
নীলের স্নিগ্ধতায় আমি মুগ্ধ হয়ে যাই
চোখ যে আর পড়ে না মাটিতে।
চেয়ে আছি তো চেয়ে আছি।
আমার মুগ্ধাতায় তার ভালবাসা নীল গভীর থেকে গভীর হয়
নীলের হাসির সুভাস ভেসে যায় বাতাসে
ফুল কলি আনন্দে নেচে উঠে
আমি মাটিতে শুয়ে অপলক চেয়ে থাকি
নীলের ভালোবাসায় মিশে যাই।
ভালোবাসার সিক্ততায় চোখ বুজি
আকঁড়িয়ে ধরি কোন এক অজানায়
চুপে চুপে বলি ভালোবাসি ভালবাসি।।
নিশ্চুপ নিরবতা দেখে চোখ মেলে দিখি
নীলের বদলে কালো আকাশ।
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু:খ ভরা কবিতার পংতি মালা । শুভকামনা রইল।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: হৃদয় ভাঙা কবিতা!
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: হৃদয় ভাঙ্গার ও একটা ছন্দ আছে - বেদনা ছন্দ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪
ফুলফোটে বলেছেন: দুঃখ!শুধু-ই দুঃখ!!!!!!!!