নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনযাপনের পদাবলী

কিবরিয়াবেলাল

কবিতা ভালবাসি ,ভালবাসি মানুষ আর প্রকৃতি ।

কিবরিয়াবেলাল › বিস্তারিত পোস্টঃ

টোকাই মানিকের আত্মকথা(প্রামানিক ভাইকে)

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

টোকাই মানিকের আত্মকথা
(প্রামানিক ভাইকে )

আমি সেদিন টোকাই ছিলাম
তোমরা আমায় চেনতে গো
আজকে আমি এম পি মন্রী
পারব তোমায় কিনতে গো ।

সেদিন আমায় নেতা পুলিশ
যখন তখন ডাকত যে
মদ-গাঁজা বাবা জানকে
আমায় দিয়ে আনত যে ।

এমনি করে টেরা মানিক
পেয়ে গেলাম আসল রুট
টাকার পাহাড় গড়ে তুলি
করি ব্যাংক জমি লুট।

কার বাপে ছোবে আমায়
এমন শক্তি আছে কার
সব বেটাই ভাগ পেয়েছে
কেউ পাবে না হতে পার।

আজকে আমার জাহাজ আছে
আছে বাসের কোম্পানি
দল আছে বল আছে
হাতেআছে লালপানি।

বড় বড় স্কুল কলেজ
চলে আমার ইশারায়
এম এ বি এ পাশের ছেলে
নিত্য আমার দরোজায় ।

শুধু কষ্ট এই টুকু যে
কালো কালির বইগুলো
বুকসেল্পে থেকে থেকে
আমার চোখে দেয় ধূলো ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

কল্লোল পথিক বলেছেন: এইটা কি লিখলেন ভাই! পুরাই সেইরাম
ছড়ায়++++++++++++++++++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

কিবরিয়াবেলাল বলেছেন: তলাইয়া দেখুন ।অনেক কিছু দেখিতে পাইবেন ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল হয়েছে

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

কিবরিয়াবেলাল বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ছড়া লিখেছেন ।
প্যারা করে লিখলে পড়তে আরাম হত ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

কিবরিয়াবেলাল বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ ।ভাল থাকবেন ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভ কামনা জানবেন ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: শুধু কষ্ট এই টুকু যে
কালো কালির বইগুলো
বুকসেল্পে থেকে থেকে
আমার চোখে দেয় ধূলো ।


বেলাল ভাই, ছড়ায় বাস্তবতা লিখে ফাটিয়ে ফেলেছেন দেখি। চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ। লিখতে থাকেন সাথে আছি।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

কিবরিয়াবেলাল বলেছেন: ধন্যবাদ ।ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.