নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনযাপনের পদাবলী

কিবরিয়াবেলাল

কবিতা ভালবাসি ,ভালবাসি মানুষ আর প্রকৃতি ।

কিবরিয়াবেলাল › বিস্তারিত পোস্টঃ

এখানে থাকতে চাও ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

এখানে থাকতে চাও


ভালো হলো তুমি নিজেই এসে গেছ ।
এতো আঁকা বাকা মেঠো পথ
চিনলে কী করে ?
কিভাবে মাড়ালে দূর্বাঘাস ?
কিভাবে পেরুলে খানা-খন্দ ?
তোমার ঘি-রঙা পায়ে কাদা মাখামাখি
চোট লাগেনিতো ? হয়নিতো কষ্ট ?

কী আশ্চর্য !
তোমার তো কষ্ট হবারই তো কথা ;
তুমিতো মাটিতে পা রাখো না ।
হাই-হিলে ঠক ঠক আওয়াজে
এই সেদিনও হেঁটে গিয়েছ
আমি অনুভব করেছিঃ
মনে হয়েছে আমার হৃদপিণ্ডের পাম্পিং ।
কিন্তু এখানে তো কাদায় জুতো আটকে যাবে
স্বপ্নের আওয়াজে শিহরণ জাগবে না
আমারও ।
তাহলে হঠাৎ কেন আগমন ?
তোমার প্রিয় ডায়না থ্রীপিজ কী করলে ?
পাতলা উড়না কোথায় ?
সব রেখে এলে ? কেন ?
হঠাৎ প্রগতির প্রতীক পরিতাজ্য হলো ?
তোমার ইচ্ছে বদলের প্রিয় অভ্যাস
এখনো আছে –না ?

ঐ তো লাল পাড়ের টাঙ্গাইলে
মাটির স্পর্শ !
শিশুদের হুল্লোড়, মাখামাখি
তুমি বিরক্ত ! বিব্রত !!
দুঃখ কোরো না,
এরা ভালবাসে বলে অবহেলা বুঝেনা ।
তুমি থাকছ তো ? দু’দিন যাক ;
এক সময় সব বুঝে যাবে ;
তোমাকে আর বিরক্ত করবে না ।
সন্ধ্যা হয়ে আসছে
ঘরে ওঠো ।
কিচ্ছু মনে কর না
এখানে সুইচ টিপলে আলোরা আসেনা ;
কেরোসিনের আলোয় চেনা জানা ;
আমাদের নিত্য দহনের প্রতীকী উচ্চারণ
এই হারিকেন ।
সইবে তো ?
আমাদের অনেক কষ্টের দিনযাপন
শুধু বেঁচে থাকা হয় সবুজে সবুজে
পা মাড়িয়ে
ভেতরের সবুজের চিরায়ত অহংকারে ।
এখানে থাকতে চাও ?
চাও !!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: ভাল লেখা।
++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

কিবরিয়াবেলাল বলেছেন: রায় বাবু আপনার রায়ের জন্য কৃতজ্ঞ । ভাল থাকুন ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


জীবনের পথে চলার শুরু; সুন্দর শব্দে প্রকাশ হয়েছে ভাবনাগুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.