নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেমহীন মানুষ পশুর সমান

আমি রিয়াদ

নিরাপদ

আমি রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

তোমার মুড়ি এতো ঝাল কেন? - একটা আকাইম্মা প্যারোডি

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

আমি বলছি না মুড়ি খাইতেই হবে,

আমি চাই কেউ একজন আমার জন্য মুড়ি এনে দিক,

শুধু আকাইম্মা বসে চাবানোর জন্য।

কাম ছাড়া বসে থাকতে থাকতে আমি এখন ক্লান্ত।



আমি বলছি না মুড়ি খাইতেই হবে,

আমি চাই কেউ আমাকে গুড় এনে দিক।

আমি মুড়ি ভাজা নিয়ে কাউকে আমার

পাশে বসে থাকতে বলছি না।

আমি জানি এই কর্পোরেট যুগ

ঝালমুড়ি কে বন্দি করেছে প্রানের প্যাকেটে।



আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ

আমার মরিচ লাগবে কিনা, আমার পেঁয়াজ লাগবে কিনা,

চানাচুর ভাজার সঙ্গে আরোও সরিষার তেল লাগবে কিনা।

তেল দিয়ে আমি নিজেই মুড়ি মাখাতে পারি।



আমি বলছি না ঝালমুড়ি খেতেই হবে,

আমি চাই কেউ একজন এক কাপ চা দিক।

মুড়ির সাথে কিছু খেতে বলুক।

পেঁয়াজ মরিচ কাটার সঙ্গী না হোক,

কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুকঃ

“তোমার মুড়ি এতো ঝাল কেন?”

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

অপরাজিত একজন বলেছেন: ঝাল মুড়ি খাইতে মন চাই ;) ;) ;) ;)

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

অজানাবন্ধু বলেছেন: আসল কবিতার লিংকটা দেন। পড়তে মন চাইচে।
" আমি বলিনি আমাকে লিংক দিতেই (ভালবাসতেই) হবে ।"

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

আদ্রিজা বলেছেন: তোমার চোখ এতো লাল কেন ?
___নির্মলেন্দু গুণ


আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না।
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা,
পাটশাক ভাজার সঙ্গে আরোও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুকঃ “তোমার চোখ এতো লাল কেন ?"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.