![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবারের বিশ্বকাপটা সত্যি অসাধারণ। টিভি এডের মত বলতে হয় "এমন অনেক কিছুই হবে যা ভাবেনি কেউ আগে"। সত্যি বিশ্বকাপ শুরুর পূর্বে কে ভাবতে পেড়েছিল কোস্টা রিকার মত গ্রূপ অফ ডেথ কে হাস্যকর বানিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। ৯০ মিনিটের খেলায় ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ে, নেদারল্যান্ডের মত দলগুলু তাদের হারাতে ব্যর্থ হবে! বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ৫-১ এর বিশাল ব্যবধানে হারবে এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে। কলম্বিয়া, ঘানা, নাইজেরিয়া, আলজেরিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, মেক্সিকোর মত দলগুলু পুরো আসরেই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। যদিও শেষ পর্যন্ত সেমিতে উঠেছে প্রত্যাশিত ৪ ফেবারিট - ব্রাজিল, আরজেন্টিনা, জার্মানি, নেদারল্যান্ডস। এই লাইনাপ আশা দেখাচ্ছে বিশ্বকাপ ইতিহাসে ১ম বারের মত বহুল আকাঙ্খিত ফাইনাল আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর। তবে তার আগে এই দুই দলকেই পেড়োতে হবে জার্মানি ও নেদারল্যান্ডস বাধা।
আজ রাতে ১ম সেমিফাইনালে বেলো হরিজন্টেতে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল বনাম জার্মানি। দুই দল বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলেছে, ব্রাজিল ১০২টি, জার্মানি ১০৪টি। তবে নিজেদের মধ্যে বিশ্বকাপে ম্যাচ হয়েছে মাত্র ১টি। কোরিয়া-জাপান ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ তে হারিয়ে শিরোপা জিতে ব্রাজিল। সেই ম্যাচ সহ এখন পর্যন্ত সব মিলিয়ে ২১ বার খেলেছে তারা, ব্রাজিল ১২ জিতেছে, জার্মানি ৪, কোন ফলাফল আসেনি বাকি ম্যাচগুলোয়। নিজেদের সর্বশেষ মুখোমুখিতে ৩-৩ এর ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে রয়েছে অস্বস্তি। তারা এই ম্যাচ এ পাবে না দলের সেরা খেলোয়াড় নেইমার ও ক্যাপ্টেন থিয়াগো সিলভাকে। দলে সিলভার অনুপস্থিতির চেয়েও বেশী ভোগাবে নেইমারের না থাকা। তাকে ছাড়া ব্রাজিল দলের আক্রমনভাগ এবার একদম ছন্নছাড়া। আজ তার জায়গায় দেখা যেতে পারে উইলিয়ানকে আর সিলভার জায়গায় দান্তেকে।
জার্মানি তুলনামূলক ভাবে ভাল অবস্থানেই আছে। দলে কোন ইনজুরি সমস্যা নেই। তবে মূল খেলোয়াড়রা এখনো সেরা ফর্মে ফিরেনি এটা একটা দুশ্চিন্তা হতে পারে জার্মান দলের জন্য। রেকর্ড গড়ার অপেক্ষায় থাকা ক্লোসাকে দেখা যেতে পারে আজকেও।
কাগজে কলমে শক্তিমত্তায় আজ ব্রাজিল পিছিয়ে কিন্তু পরিসংখ্যান আর ইতিহাসে জার্মানি। সুতরাং কার ভাগ্যের সুত ছিঁড়ে আজ কে জানে!
ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে লিঙ্কে ক্লিক করুন। স্লো বা এইচডি যে কোন লিঙ্কই পাবেন এখানে। Brazil vs Germany
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:০২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আজকে দেখবু খেলাটা- জার্মানির পক্ষ হইয়া।
পোস্ট আর লিঙ্কের জন্য ধন্যবাদ।