![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে রাতের চাঁদ দেখেছ?
না দেখিনি।
চেয়ে দেখ, আজ চাঁদ এসেছে আমাদের কাছে
পূর্ণ হয়ে জ্যোৎস্না সেজে,
দেখতে কি অপূর্ব লাগছে!
এখন ইচ্ছে হচ্ছে না...
কেন! চাঁদ ভাল লাগে না?
ভাল লাগা খারাপ লাগার কথা নয় এটা।
তবে? কেন এই অনীহা জানতে পারি?
হুম...কারণ এই চাঁদের গল্প করার কেউ নেই আমার
কেন আমিতো আছি!
তুমি...তুমিতো কল্পনা,
তোমার অস্তিত্ব যে শুধু আমার কল্পনায়
আমার গল্প তোমাকে মুগ্ধ করে না
কিংবা তোমার অনুভূতি আমায় শিহরিত করে না।
আচ্ছা যদি আমি সত্যি থাকতাম এখানে,
যদি সত্যি থাকতাম, যেখানে তোমার কল্পনা আমায় চায়
কি বলতে?
জানি না...
হয়ত অনেক গল্প শোনাতাম
যেসব গল্প আমি কখনোই কাউকে শুনাতে চাইনি
যেগুলুকে লুকিয়ে রেখেছি পর্দার অন্তরালে।
হয়ত কিছুই বলতাম না
শুধুই চেয়ে রইতাম তোমার দিকে
পরের জনমের জন্য স্মৃতি জমাতাম
দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা অগ্রিম নিতাম মিটিয়ে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।