![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ
তুমি মানে পড়ন্ত বিকেল
আমি হলাম অলস দুপুর
আমি মানে পত্রহীন বৃক্ষ
তুমি কোন হারানো সুর
-----------------------------------------
বিকেলের ছাদটা তোমার থাক
আমি ঘরে ফেরা মানুষের ভিড়ে আছি
সন্ধ্যায় প্রতিটি জনালায় যখন আলো জ্বলবে
তখনই শুধু আমি নীড়ে ফিরব
-----------------------------------------
ভুল আবেগে পার হাজার রাত্রি
শোধরাতে গেলেই নামে বৃষ্টি
অনেক দুরের বন্দরে নাবিক অলস বসে হাল ধরে
প্রতীক্ষায় থাকে ফিরবার
হোক না কখনো পথ ভুলে...
-----------------------------------------
রাত জেগে পড়ার ভান
হয় না আর হয় না
৯টা ৫টায় ব্যস্ত ভীষণ
তাই রাত জাগা হয় না
হঠাৎ করেই যেন চুরি গিয়েছে কৈশোর
খুঁজে আর পাই না
কর্পোরেটে আটকে জীবন
ফেলে আসা দিন মানেই নস্টালজিয়া...
-----------------------------------------
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।