নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ব্লগার দিব্যেন্দু দ্বীপ তার ''শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কেউ কেন গর্ববোধ করবে?''(০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭)
পোষ্ট এ বলেছেন,
''আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে একটুও গর্ববোধ করি না। এবং গর্ববোধ করার কোনো কারণও দেখি না। আমার এমন কোনো সুকর্ম বা ত্যাগ নেই যার জন্য আমি গর্ববোধ করতে পারি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে ‘গর্ববোধ’ !! এটা কোন ধরনের গর্ব?
শুধু গর্ববোধ করেই আমরা ক্ষান্ত হচ্ছি না, বিভিন্নভাবে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে চলা। ষণ্ড-গুন্ডা-ধুর্ত-বৈশ্য-বেশ্যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙায় সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে খাওয়া বন্ধ করতে হবে। এটাও এক ধরনের সাম্প্রদায়িকতা।
সংখ্যা বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি সংখ্যক ভালো শিক্ষার্থী রয়েছে। অনুপাতে হয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি।
তাছাড়া ভাল ছাত্রের সজ্ঞাটাই বা কী। একটা নির্দিষ্ট সিলেবাস পড়ে কোথাও চান্স পাওয়ার মধ্যে ভালত্বের কি আছে? এইসব অংক-ইংরেজি-বাংলা-সাধারণ জ্ঞান পারতে খুব বেশি মেধা কি লাগে? একটু চালাকি বুদ্ধি থাকলেই তো এসব পারা যায়, যায় না?
মেধা লাগে সৃষ্টি করতে। পিথাগোরাসের মেধা ছিল, কারণ, সে উপপাদ্যটা সৃষ্টি করেছে; কিন্তু ওটা বুঝতে কতটুকু মেধা লাগে? সে মেধার মূল্যই বা আসলে কতটুকু? তবে ওটা কাজে লাগাতে হয়ত কিছু মেধা লাগে, এবং সে মেধার মূল্য আছে। কাজে লাগাতে পারলে নতুন প্রযুক্তি আসে, জীবন সহজ হয় তাতে।
আর একটা কথা- ভাল রেজাল্ট আর ভাল ছাত্র নিশ্চয়ই এক কথা নয়, এক কথা কী? পাশাপাশি ভাল ছাত্র আর ভাল মানুষও নিশ্চয়ই এক কথা নয়।
কথা হচ্ছে- বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় -এইসব সাম্প্রদায়িকতা থেকে বেরোনো দরকার। বিচার করা উচিৎ কাজ দিয়ে। ট্যাগ নিয়ে ধান্দা করার কোনো সুযোগ আর থাকা উচিৎ নয়।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮"
প্রিয় সহব্লগার দিব্যেন্দু দ্বীপ,আপনার পোষ্টের উত্তরে বিনয়ের সাথে ছোট্ট করে বলবো,
সবি বুঝি,সবি ঠিক
বরং আমার অভিযোগ আরো আরো অনেক বেশী।
অধ্যয়নকালীন এত্তসব নোংড়া অপঠনযোগ্য ঘটনার সাক্ষী হয়ে আছি ভাবলেই লজ্জায় মাথা নুইয়ে যায়।
পরিচিতজনদের নিজেই বলি ''নো এডমিশন ফর ঢাকা ভার্সিটি''।ভর্তি হলেও রেসিডেন্সিয়াল তো কোনো মতেই নয়।
তারপরও নষ্ট আবেগ যুক্তি মানে না...........
ঘাঢ় ত্যাড়ামো করেই বলবো (আর এই ঘাড় ত্যাড়ামোপনাও অধ্যয়নকালীন অভিজ্ঞতা এবং অভ্যাস সূত্রে প্রাপ্ত)
ঢাবি ইজ ঢাবি
আমার আমৃত্যূ অহংকার
আমার টিএসসি,আমার কলাভবন,আমার হাকীম,আমার অপরাজয়,আমার মধূ,আমার ডাস,আমার ডাকসু ক্যাফেটেরিয়া,আমার উত্তর পাড়া,আমার ক্যাম্পাস(আমার বান্ধবীদের হলের গেট সমূহ ).........এই ভূবন সেরা
''তবু বলবো সার্থক মাগো পড়েছি এই......(!!!)''
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুমমম,,,,,,,
আফসোস,আমার দৌড় ঐ গেট পর্যন্তই ছিল।
....ছবির সুঅভিনেতা আর হতে পারিনি
চটে আর লাভ কি দাদা,ঘরের বউ আর পাশের বাড়ীর ভাবী......কোথায় যে চমক কে জানে!!!
আমি যাই ভাবীর ঘরে,ফিরে দেখি আমার দরোজা খোলা.....এই হলো অবস্থা
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
শারলিন বলেছেন: ঢাবি ইজ ঢাবি
আমার আমৃত্যূ অহংকার
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার জিগায়
কোন ডিপার্টমেন্ট?
কলাভবন হলে হাইফাইভ.....
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: কোথাও শিক্ষা লাভের জন্য ভর্তি হবার আলটীমেট এইম কি? আমার তো মনে হয় গর্ব নিয়ে কোনমতে একটা রেজাল্ট করে বের হওয়া না। পরিপূর্ন শিক্ষা অর্জন করাই আসল ব্যাপার। ৪ বছরের কোর্স ৬ ভছরে শেষ করলে ২ টা বছর হারাইয়া যায় জীবনের সেরা সময়ের। কেবল গর্ব দিয়ে জীবন চলেনা। আসল শিক্ষাটাও অর্জন করতে হয়। ধরেই নেই ঢাবির শিক্ষার মান অনেক ভালো, তবুও ঢাবির ছাত্ররা পিছিয়ে পড়তে বাধ্য, চাকরী জীবনে দুই বছর আগে ঢুকতে পারা কিন্তু একটা বড় ব্যাপার। বেশি গর্ব করএ যেয়ে আমরা যেন জীবনের ক্ষতিটা না এড়িয়ে যাই। বরং গর্বটা যেন ভিত্তির উপর দাঁড়ায় এই চেস্টা করা উচিত। ঢাবি রাজনীতি আর সেশনজ মুক্ত হলে সাধারন ছারদেরই ভালো হইতো।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১০০% সহমত
ঐ যে বল্লাম,তারপরও নষ্ট আবেগ যুক্তি মানে না...........
স্রেফ অন্ধ আবেগ,আর কিচ্ছুনা
এই অসার আবেগের ঠেলায় আজকাল ঢাবির ছেলেমেয়েরা হাইব্রিড ফার্মের মুর্গিদের চেয়ে সকল ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ছে।
এই আবেগের সিংহভাগ দায়ভার কিন্তু শিক্ষকদের উপরই বর্তায়।সেই ওরিয়েন্টেশনের দিন থেকেই কিন্তু তারা মাথার ভেতরে এই পোকা ঢুকিয়ে দেন যে "ইউ গাইজ আর ডিস্টিংগুইস্ এন্ড ইউনিক"।যুক্তি আছে কিন্তু তার লালন এবং বিকাশ নেই।আর সবচেয়ে গুরুত্বপুর্ণ যে শিক্ষার পরিবেশ তা-তো একেবারেই........
ঢাবির শিক্ষাব্যবস্থার আধূনিকায়ন বড্ড বেশী প্রয়োজন।কমার্স ফ্যকাল্টি আর কার্জন বাবুরা এখন অনেক বেশী আপগ্রেডেড্।মাগার প্রাণের কলাভবনে বুঝি তাহার প্রবেশ নিষিদ্ধ।
তাই অতীত ঐতিহ্যের জাবর কাটাই মোদের একমাত্র কাম.....লগে মধূতে বাকীতে চা আর সিংগাড়া
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
প্রামানিক বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কামড়াকামড়ি করতে গিয়ে ছাত্ররা বাপের কত টাকা যে নষ্ট করে, সরকার যদি প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় দিয়ে দেয় তাহলে তো ভর্তি নিযে এত কামড়া কামড়ি লাগে না।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তার উপর খাঁড়ার ঘা পদলেহী মহাপন্ডিত ভিসি স্যার।
রাইতে খা'ব দেইখ্যা সকালে কইলেন এবছর থেইক্কা পরীক্ষা দিতে পারবো স্রেফ একবার......এক সিদ্ধান্তে হাজার হাজার ছাত্রের ভবিষ্যত অন্ধকার !!!
ছাত্রছাত্রীর ভবিষ্যতের চাইতে উনার মনোযোগ বেশী সাংগঠনিক কর্মকান্ডে।
নর্তক নর্তকী দিয়া মোদীর মনোরন্জন করেন,আর দুইবার পরীক্ষার দাবীতে বাচ্চা ছেলেমেয়েরা আন্দোলন করে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস খাইলে বলেন উছৃন্খল পোলাপান!!!
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মডুকে আন্তরিক ধন্যবাদ।প্রথম মন্তব্যে কিছুটা বিব্রত হয়েছিলাম বৈকি।তাৎক্ষনিক পদক্ষেপে 'হাইলি ইমপ্রেসড্'।
ঢাবির মতন সামুও আমার ভালোলাগা।জানা আপুকে বলে দেবেন আমি সামুকে ভালোবাসি।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
শারলিন বলেছেন: লোক প্রশাসন, কলাভবন
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিংগো...... আমি আইআর
আমরা দেখি চিরশত্রু
শেক হ্যান্ড......দুজনের সামু জার্নিও দেখছি প্রায় কাছাকাছি
আহারে,২২৬,২২৭,২২৮,২২৯,২৩০ এখনো মিস করি
কলাভবনে আমাদের কর্ণারটাই বেস্ট
কিপ ইন টাচ্ বন্ধু
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
কালীদাস বলেছেন: কিছু মনে করবেন না, ঐ পোস্ট-টা ভাল লাগেনি (কেন জানি মিথ্যা লুকায়িত অহংকারি পোস্ট মনে হচ্ছিল) এবং আপনারটাও ভাল লাগেনি (সরাসরি প্রস্ফুটিত অহংকার মনে হল)। এই আবেগ ঢাবির কোন উপকার করেনি বিগত অনেক বছরে। বরং আপনার কমেন্টের রিপ্লাইগুলো অনেক শক্তিশালী মনে হয়েছে আমার কাছে। কমার্স ফ্যাকাল্টির খবর খুব ভাল জানিনা, সায়েন্স আর বায়োলজি ফ্যাকাল্টির হাতেগোণা কয়েকটা ডিপার্টমেন্ট ছাড়া সবাই চোথার উপর আর গৌরবজ্জল ইতিহাসের দোহাই দিয়ে চলছে। প্রোডাক্টিভ আউটপুট কই? আমার লজ্জা লাগে, বাংলাদেশের মানুষের কষ্টের টাকায় সাড়ে ছয় বছর কাটিয়েছি, আমি তো সুযোগই পাইনি কারিকুলাম আর গুরুদের জন্য, আমার গুরুরাও এই টাকার কোন সৎ ব্যবহার করেননি। তাদের সব মনোযোগ কেবল দলের বড় পোস্ট আর টাকাপয়সা লুটপাটেই ছিল, আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ সহসাথী আরেকজন পেলাম
দুজনের পোষ্টই মূলত আবেগের।উত্তর প্রত্যূত্তোর কিছুইনা,দুজনেরই সারাংশ একটাই.....ঢাবিকে ভালোবাসি,বড্ড বেশী ভালোবাসি।এই আবেগের সাথে জড়িয়ে আছে কত অম্লমধুর স্মৃতি,গল্প.......মনের গহীনে কোথাও হয়তোবা খানিকটা অহংকারও।ক্ষতি কি তাতে.......স্মৃতির জাবর কেটে আটপৌঢ়ে জীবনে যদি কিছুটা সুখ মেলে?
মিছিমিছি তর্কের অজুহাতে স্মৃতি হাতরে কিছুটা সময় চমৎকার কাটলো,ভালোইতো।
মন্তব্যের জন্য ধন্যবাদ,
পাঠে কৃতজ্ঞতা।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: কালীদাস মানলো না কোনোটা, কিন্তু বললো ঐ একই কথা। তাহলে না মানার যুক্তিটা কোথায়?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে দাদা ছিলেন কোথায়?
আপনার পোষ্টটি পড়েই শয়তানিটা মাথায় চাপলো
কোন ডিপার্টমেন্ট?
চলে আসুন না একদিন মধু কিংবা হাকীমে
চুটিয়ে আড্ডা হবে'খন
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
খেপাটে বলেছেন: আমিও আছি,,,
পাগলের বিজ্ঞান
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে এ যে দেখি আরো এক খেপা.......
জয়তূ কলাভবন
ঢাবি ইজ ঢাবি
আর ঢাবির রাজা কলা ভবন
ঢাবির পাগলামো আজো যায়নি মশাই..............কিছু একটা করুন
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
ভবোঘুরে বাউল বলেছেন: ঢাবি ইজ ঢাবি অলঅয়েজ
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আনডাউটেড্লি
''যে করে ঢাবিতে শ্রম(স্টাডি)
যেনো তারে ডরে যম
যায় যদি যাক প্রাণ
বনের রাজা টারজান,ঢাবির পোলাপান........
হাইফাইভ বাডি
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
ক্রিবিণ বলেছেন: আপনি কী ক্লোজআপের দ্বীপ?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্লোজআপের দ্বীপ? চিনিনে কো
অধম বলতে পারো,
এসছো ব্লগে,স্বাগত জানাই
কমেন্ট চাইগো আরো।
নিকটি তোমার বেশ গো বাপু
শোনায় আনকমন,
হচ্ছে মনে বেজায় বুদ্ধি
ও মিষ্টি তোমার মন।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২
ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ... বিদ্যা বুদ্ধি স্বর্গতূল্য,/ অধমের তরে সদা অমূল্য,/ মানতে পারিনে মনের দায়,/ আপন ইচ্ছাই স্বপ্ন সাজাই।।...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেশ বলেছো অল্প কথায়
বিদ্যে অতি মুল্যবান
দায় ছাড়া মন কিসের মানুষ
হোকনা যতই ধনবান
স্বপ্ন দেখো মনের দায়ে
এইতো মনুষত্য
তোমায় পেয়ে ধন্য আমি
মনটা খাঁটি সত্য
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
ক্রিবিণ বলেছেন: খাঁটি ভেজাল যতই বাটি,/ ভুলেরা যেনো না হয় সাথী,,/ সত্য অমৃত মিথ্যে গরল,/ জীবনটা চাই সহজ-সরল।।/ বন্ধন যেথা কল্প-আলোক,/ দূরত্ব ঘুচিয়ে সাঝরতি,,/ অনন্ত প্রথার দায় ঘুচানো,/ নতুন সূরে জানাই প্রীতি।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্য সদা সরল সোজা
সিরাতূল মোস্তাক্বিম
মিথ্যা মিছে মায়ার ঝুঁরি
মরুর আলেয়া/অশ্বডিম
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সেরা । ঢাবির ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি । ঢাবির আছে অতুলনীয় ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এর অবদান আনপ্যারালাল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার জিগায়,,,
আবারো বলি,
ঢাবি ইজ ঢাবি
আমার আমৃত্যূ অহংকার
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২২
আমি আবুলের বাপ বলেছেন: আমার ক্যাম্পাস(আমার বান্ধবীদের হলের গেট সমূহ [/sb
আপনি ভাই এখনো বান্ধবীদের হলের গেট নিয়ে আছেন। ওদিকে আপনার সহপাঠি-সহপাঠিনিরা যে পর্নোছবি তৈরি করতেছে,এটা জানেন?
http://www.dhakatimes24.com/2014/11/10/43138