নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ছবি দেখে ভুল করে
ভেবো বুয়া-মাসী না;
ইনি মগো মহারাণী
প্রিয় বুবু হাসিনা।
স্বমহিম প্রতাপেতে
রাজ্য যে ডাঁটে;
হরফুন মৌলা সে
মশলাও বাঁটে।
সুঁই থেকে গীতাপাঠ
বুবু একা একশো;
এমন কাবিল বুবু
ত্রিভুবনে দেখছো?
জাতিরে ভাসান বুবু
উন্নতির জোয়ারে;
বুবুতরে জাতি করে
রাতদিন দোয়ারে।
জয় মগো প্রিয় বুবু
বুবু ছাড়া গতি নাই;
কেয়ামত তক মোরা
বুবুরে গদিতে চাই।
(ফিসফিস,পাটাতে কি
মশলা না জনতা;
যে-ই হোক,পিষে যান
কি অসীম ক্ষমতা!!!)
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুবু বুবু কয়ে হেথা
মুখে তুলি ফেনা;
ছবি যে আমার তোলা
তাও কি বুঝনা?
২| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪২
আমি ইহতিব বলেছেন: বুবু তক এই কবিতা পৌঁছালে নোবেল নিশ্চিত
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশ ভায়া ধীরে কও
অকালে কি মারবে?
পেলে মোরে 'ছালী' 'আলী'
না ছেঁচে কি ছাড়বে?
৩| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
বুবুকে নিয়ে চমৎকার ছড়া।
বুবুকে আল্লাহ ভালো রাখুন।
ভালো থাকুন আপনিও।
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক ঠিক খোদাতরে
সদা মগো আর্জি;
বুবুতে ভরসা মগো
বাকীতে এলার্জি।
৪| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: দু:খিত ভাই আমার কারো প্রতি এলা্র্জি নাই।
আর ভরসা করি ঠিক সেখানেই যেখানে ভরসা করা উচিৎ।
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেই-ইতো কচ্ছি ভায়া
শীত রোদ বর্ষা;
কাউরে গুণিনা মোরা
বুবুতেই ভরসা।
৫| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০
তোমার জন্য মিনতি বলেছেন: হাসিনা জনতা পিষে না, পিষেনি কখনওই। যারা জনতা পিষেছে তারা আজ অন্ধকার জগতের বাসিন্দা। হয়তো কোন অস্তিত্বই থাকবেনা কোন দিন
কবিতা সুনবদর লিখেছেন।
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে তুমি দেখি
ইয়া বড় আম্লি;
ক'তে হবে তোমা সনে
কথা মেপে সামলি।
৬| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৪
মোস্তফা সোহেল বলেছেন:
ছবিখানা দেখিয়া যেন
কার কথা মনে পড়িল।
বুবুরে নিয়ে ছড়া
পড়িয়া মন ভরিল
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি বাপু ভারি ইয়ে
মহা এক মিনসে;
হুদাহুদি প্যাঁচ খুঁজে
চামে মারে পিন সে।
৭| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫
ফকির আবদুল মালেক বলেছেন: খুব ভালো।
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো সে হতেই হবে
বুবু বলে কথা;
মন্দ ক'বে সে ঘাড়ে
আছে ক'টা মাথা?
৮| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৭
জগতারন বলেছেন:
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
বুবুকে নিয়ে চমৎকার ছড়া।
বুবুকে আল্লাহ ভালো রাখুন।
ভালো থাকুন আপনিও।
ছড়া ভালো হয়েছে।
সুন্দর ছবি।
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি দেখে বুবুতরে
জাগে আরো ভক্তি;
যা-ই বাঁটো,লাগে বাপু
অসুরের শক্তি।
৯| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন: সাদা মনে কইছি, ছড়া ছবি ভালা অইছে
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি দ্যাও মিছে পাম;
ভেবেছ কি জানিনে হে
নেই মোর ছিটে দাম!
১০| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
এডওয়ার্ড মায়া বলেছেন: বুবুর জন্য দারুন সম্মান -
বুবুর প্রতি আপনার ভালবাসা দেখে আমি মুগ্ধ
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ চাঁদু
বুবুতরে কোরবান;
তুমিই বুঝলে স্রেফ
অভাগার মনখান।
১১| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রমজান মাসেও কি
ছাড়বেনা মিছে পাম?
এছাড়া তোমার বুঝি
নেই আর কুনু কাম??
১২| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সময়ের ডানায় বলেছেন:
এত প্রশংসা বুবুর?
বুবু দেখলে রাগ করবে যে
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গোস্যা হবেন জেনে
কথা কই লুকি;
ডরে ডরে আছি ভায়া
বুকে দোয়া ফুঁকি।
১৩| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন ++
১৪| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
উম্মে সায়মা বলেছেন:
১৫| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা কি যে ছড়া খানিি
আহা কি যে সুন্দর
বুবু বুঝে জনতায়
বুঝে সব অন্তর।
জানতায় বাটাবাটি
কেবা করে কম কি?
ক্ষমতার কাছে ভাই
জনতার দাম কি?
যে পারে সেই পিষে
জনতার কিসমত
তারপর সুখে খায়
হয়ে সবে একমত।
১৬| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৮
কলাবাগান১ বলেছেন: Bangladesh needs a STRONG yet benevolent Leader.
১৭| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৭
জে.এস. সাব্বির বলেছেন: ফিসফিস,পাটাতে কি
মশলা না জনতা;
যে-ই হোক,পিষে যান
কি অসীম ক্ষমতা!!!
নিশপিশ পিশপিশ
বুবু একা বেটে যান
আম-জনতা সবে;
পাটাতলে মিশে যান
কে আছো হে জোয়ান
ধরিবে এবার হাল
নয়ত তুমিও পিশে যাব
আজ নয়ত কাল
১৮| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮
ফ্রিটক বলেছেন: যা লিখেছেন,ভালা
জানলে থাকবেনা কল্লা।
১৯| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
একদম পিষে দিয়েছেন !!!!!! বাক্যের পাটা পুতো দিয়ে ................
২০| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:২৭
তপোবণ বলেছেন: ইনিবিনি করে তুমি
কত কিযে বললা
ধরিলে তোমায় বাপু
রাখবে না কল্লা।
পিষা পিষি রাজ সুখ
সেকি তুমি জাননা?
সুখেখেতে ভুতে কিলায়
কেন তুমি বুঝনা?
২১| ০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: ক্ষমতায় তুমি বাপু
কম কোথা বল " তো "
কীবোর্ড এর খোঁচানিতে
জান নিলা বেশ তো !
২২| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৫
গেম চেঞ্জার বলেছেন: ঐ!!
এইসব ছাড়!
২৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:০৫
অতৃপ্তচোখ বলেছেন: নিচের চার লাইন কবিতার সাথে বেমানান ভাই! অনেক সুন্দর লিখেছিলেন।
২৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: ইহতীবে জবাব, পেলে মোরে 'ছালী' 'আলী'
না ছেঁচে কি ছাড়বে? মোক্ষম।। তাই আমিও বিরত!!
২৫| ০৮ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ ছড়া লিখেছেন
শুভেচ্ছা রইল ।
২৬| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেয়ালেরো কান আছে
যত কর ফিস ফিস,
তোমা বলি দিতে তাগো
খাঁড়া করে নিশপিশ !!!
২৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:০৭
সোহানী বলেছেন: মরছেন!!! তাড়াতাড়ি কানাডার টিকেট কাটেন
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩
বিজন রয় বলেছেন: ছবিটি পেলেন কোথায়?
হা হা হা .............