নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
মূল পোষ্টঃ মহারানী ভিক্টোরিয়া আর মুন্সী আব্দুল করিম এর প্রেম; ইতিহাসের এক অজানা অধ্যায়।
'কি করি'র' ভাষায় আমি
গিয়াস লিটন বলছি;
মুন্সি করিম ভাগ্য দেখে
জ্বলছি শুধু জ্বলছি।
আব্দুল করিমস্থলে
হতেম যদি আমি;
ইতিহাস কি যে হতো
জানেন অন্তর্যামি।
পেত্থমে মিঠে কয়ে
রাণীমারে পটিয়ে;
দিতুম যে বাকীগোরে
কৌশলে হটিয়ে।
রোজ লিখতুম তারে
কবিতায় চিঠি;
জানাতুম কতটা সে
সুইট এন্ড প্রিটি।
আটষট্টিতে তার
রূপে কত জেল্লা;
কইতুম খুঁটে সবি
খুল্লাম ই খুল্লা।
আজো তার যৌবনে
জোয়ারের বান;
দেখে হই শিহরিত
হৃদে টানটান।
প্রাণ নিলে নাও রাণী
তাও নাহি লুকাবো;
ভালোবাসি ভালোবাসি
কয়ে শির ঝুঁকাবো।
ইনিয়েবিনিয়ে ছলে
চামে নেবো হাতটা;
ঝটকায় টেনে তারে
করে দেবো কাতটা।
শ্বাসে শ্বাস ছুঁয়ে কবো
পারছিনা ও মা'রে;
পাগলের মত খাবো
গালে তার চুমারে।
শুনে জানি খুব ক'বে
শালা তুই পোংটা;
এই মোর তরিকাগো
জমানোর প্রেমটা।
এভাবেই ধীরে ধীরে
জা'গা করে প্রাসাদে;
বিষময় করে দেবো
প্রাসাদটা ফ্যাসাদে।
এর কথা ওরে কবো
ওর কথা তারে;
মুঠো করে বশে নেবো
ছলে রাণীমা'রে।
মাতাল বানাবো তারে
ভাং গুলে গেলাসে;
একাই ঘুরাবো ছড়ি
বাকিংহাম প্যালেসে।
জানি সে হবোনা কভু
প্রাসাদের রাজা রে;
তাই যে বাড়াবো হাত
রাণীমার ট্রেজারে।
আছে যত হীরে চুনি
কিংবা সে কোহিনুর;
ধ্যাৎ বাপু চুরি কি হে
ওরাইতো মূল চোর।
এইভাবে মাল নিয়ে
চামে যাবো সটকে;
রাণীমার দরোজাতে
লেটার এক লটকে।
লেটারেতে রবে লেখা
পেয়ারের রাণী মা;
চিঠিখানি পড়ে তুমি
চমকাবে জানি মা।
এতদিন যা কয়েছি
সবি ডাহা মিছে;
আদতে আমি যে ছিনু
মওকারি পিছে।
তুই বেটি থুত্থুরি
বুড়ি এক মিনসে;
বুলডগি ফেস দেখে
প্রাণ যায় চিমসে।
চান করেছিস কভু
গায়ে সেকি গন্ধ;
তোর আশেপাশে গেলে
দম পুরো বন্ধ।
কচি পুলা দেখে তোর
তর আর সয়না;
রাণী বলে তোরে কেউ
ডরে কিছু কয়না।
চুমু তোরে খাবো কিরে
গন্ধ যা বাজে না;
কস্মিনে এই বুড়ি
দাঁত কভু মাজে না।
যতবার দেখি তোরে
গন্ধতে হড়হড়ি;
পেটে চেপে গাল খিঁচে
বমি করি ঝরঝরি।
হারামি চুন্নি বুড়ি
নেই তোর লজ্জা?
কোহিনুর চুরি করে
মুকুটের সজ্জা!!
শকুনি কূটনি তুই
সাদা চাম ডাইনি;
বাধ্য করলি ক'তে
কইতে তা চাইনি।
ভালোবাসা দূরে থাক
তোরে লাগে ঘেন্না;
ডিসিশান ফাইনাল
পাঠী সনে আর না।
লুটেছিস যা যা যত
আমাদেরি সম্পদ;
তার থোড়া কেঁড়ে চামে
দিনু আজ চম্পট।
থাকিসরে ভালো বুড়ি
মিস করে মোরে;
ওমা একি,শুনি বুড়ি
মরে মাথা ঘোরে।
চিঠি পড়ে নাকি তার
সাথে সাথে হার্ট ফেল;
হেমোরেজ হয়ে যায়
অভাগীর ব্রেন সেল।
সেকেন্ডও টেকেনি সে
জায়গাতে অক্কা;
পারেনি সইতে বুড়ি
চিঠির সে ধাক্কা।
ফিরিঙ্গি হারামীগো
এভাবেই দিয়ে বাঁশ;
আমি হলে ভূ-ভারতে
ভীন হতো ইতিহাস।
শেষ কথাঃ
যা কয়েছি লিটন কথন
কল্প তা,নয় স্থায়ী;
দুঃখ পেলে কেউ পড়ে তা
লিটন ভায়াই দায়ী।
শেষ কথার পিঠের কথাঃ
এই লিখাটা কমেন্ট হয়ে
ছিলো তাহার পোষ্টে;
শায়মা কহেন দে মুছে তা
পোস্ট করে দে ভাস্তে।
শায়মাফুফুর কথা কি আর
যায় ফেলাগো বলো;
ঝটপট এলা পোষ্টটি পড়ে
কওতো কেমন হলো?
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝলেতো এবার আপু
কত তিনি মিনসে;
মেয়েলোক দেখলেই
যান তিনি চিমসে।
পড়শি তাহার রোজই শুনে
''আয় ঘরে আয় লিটন'';
উহু ওমা,দাও ছেড়ে জান
সেকি ভাবীর পিটন!!!
২| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে মন্তব্য করে
হয়ে নিই ফার্স্ট
পরে কই একি সোনা
নাকি শুধু ডাস্ট!
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মার কাছে হেরে
হলে তুমি দ্বিতীয়;
সেইবা হে কম কিসে
গর্বেতে বুক চিতিও।
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানিনা , শায়মা না পড়ে কমেন্ট করেছে। আমিই ফার্স্ট ।
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাখানি পুরো হাছা
তাও যাবেনা তা কয়া;
জানোইতো ডাইনি সে
রেগে গেলে অপয়া।
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
শায়মা বলেছেন: এভাবেই ধীরে ধীরে
জা'গা করে প্রাসাদে;
বিষময় করে দেবো
প্রাসাদটা ফ্যাসাদে।
এর কথা ওরে কবো
ওর কথা তারে;
মুঠো করে বশে নেবো
ছলে রাণীমা'রে।
মাতাল বানাবো তারে
ভাং গুলে গেলাসে;
একাই ঘুরাবো ছড়ি
বাকিংহাম প্যালেসে।
জানি সে হবোনা কভু
প্রাসাদের রাজা রে;
তাই যে বাড়াবো হাত
রাণীমার ট্রেজারে।
আছে যত হীরে চুনি
কিংবা সে কোহিনুর;
ধ্যাৎ বাপু চুরি কি হে
ওরাইতো মূল চোর।
********************
ঠিক ঠিক নিজ ধনে
কেনো রবে শঙ্কা!
চুরি কেনো, নিয়ে নেবে
বাঁজিয়েই ডঙ্কা!
আহা সাধ কত সাধ
চুরি করে কোহিনূর
বড়াই করেছে কত
ঘাড় ধরে দূর দূর!
করে দাও, আরও বলো
নিয়েছ সে তোমারই
চুরি করে বদ লোক
ছোটলোক কামারি!
তুমি মহা রাণীমাতা
সাদা চুল ঝিলমিল
চুরি দায় বাঁচালুম
হাসো তুমি খিলখিল!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লুটেপুটে মগো সব
খুব করে সর্দারি;
এরেই বুঝিবা কয়
পর ধনে পোদ্দারি।
মহারাণী কিসে কও
থাকে যদি ইগো;
কোহিনুর মুকুটে সে
লাগাতো হে কিগো?
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
শায়মা বলেছেন: গিসুভায়া কিসু কলে
পড়ি নাই আমি কি?
এই হলো কথাখানা
দিলে এই দামই কি!
না পড়িয়া হড়বড়
লিখলাম ছন্দ
এই তব বুদ্ধিস!
এত বড় অন্ধ!
না না ভায়া সাবধান
আমি বড় পড়ুয়া
ঝটপট না পড়িয়া
লিখে যাই ছড়ুয়া!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কয়োনাকো আপু
গ্যাসদা'র কান্ড;
চেহারায় সাধু সাধু
আদতে সে ভন্ড।
বিশ্বেস করবে কি
নিজেই যে ঠিক তা;
তাই সে সবেরে ভাবে
নিজ যথা ফ্রিক তা।
৬| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০১
শায়মা বলেছেন: ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬ ০
লেখক বলেছেন: কথাখানি পুরো হাছা
তাও যাবেনা তা কয়া;
জানোইতো ডাইনি সে
রেগে গেলে অপয়া। B:-) /
আমি ডাইনী!!!!!!!!
তাই নাকি!
রাণীমার হীরা চোর
লিখেছিস নিজ হাতে
এইবার ধরা পড়!
কড় মড় ঘাড়খানা
কুড়মুড় চিবিয়ে
খেয়ে দেবে মরা ভূত
প্রাণ বায়ূ নিবিয়ে!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কড় মড় ঘাড়খানা
কুড়মুড় চিবিয়ে
খেয়ে দেবে মরা ভূত
প্রাণ বায়ূ নিবিয়ে!
হলো কি প্রমান আজ
শায়মাটা ডাইনি?
এতদিন বহু খোঁজে
প্রমানটা পাইনি।
আজ পেনু হাতেনাতে
নিজে দিলো ধরাটা;
মরে নেই আফসোস
ধন্য যে ছড়াটা।
৭| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১
রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা
ছড়া প্রতিভায় মুগ্ধ বারেবার
প্রশংসার ভাষা খুঁজে পাইনা আর
ছড়ার যাদুর ছন্দে তুমিই সেরা
একদিন যুক্ত হবে পাঠ্য পুস্তকে
এই দেখার আশা !
ফিরিঙ্গি হারামীগো
এভাবেই দিয়ে বাঁশ;
আমি হলে ভূ-ভারতে
ভীন হতো ইতিহাস।
---- দারুণ
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাহ বুবু কি যে কও
মরি আমি শরমে;
কুলুকুলু ঘেমে সাড়া
এসিতেও গরমে................
৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার নামটি জুড়িয়ে দেয়ায়
হলেম সন্মানিত
একই সাথে মনটিও যে
ভীষণ আনন্দিত!!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙ করোনা ব্লগে মোর
নিজ পোষ্টে দিলে বাঁশ;
কইলে যে খুব হেঁড়ে সেথা
করো আমায় অবিশ্বাস!!!
৯| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
মুন্সীর জায়গাতে আপনি হলে বুড়ি আরও বাঁচতো দুইশো বছর । এরকম খুল্লাম খুল্লা ছড়ায় বুড়ির গালের চামড়া সাতদিনেই
" ফেয়ার এ্যান্ড লাভলী' মাখার মতো টানটান হয়ে যেতো । যৌবনবতী হয়ে উঠতো । তবে একটু অসুবিধে হতো আমাদের মতো আমজনতার । আরো দুইশো বচ্ছর বৃটিশের গোলামী করতে হতো , এই আর কি !!!!!!!
সেদিক থেকে হিসেব করলে আপনি না হয়ে মুন্সীই ভালো ...................
১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাম নেই বুড়ি সনে
দু'শো সাল প্রেমেতে;
দু'তলার ভাবীসনে
আটকেছি জ্যামেতে।
ভাই অফিসেতে গেলে
রোজ দেয় ইশারা;
আমি মরি ভাই দুখে
আহা কি সে বেচারা!
ভালো লাগেনাকো ভায়া
পিরিত এই বেনামি;
তাও আছি মুখ বুজে
মেলে মোটা ইনামি।
১০| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৭
নাগরিক কবি বলেছেন: মহারাণী ভিক্টোরিয়ার
প্রেমে পড়ছে লিটন ভাই
তাইনা দেখে জ্বলে পুড়ে
কি করি আজ ভেবে না পাই।
শায়মা এসে সবার আগে
দিলো একটা ছড়া
তাই দেখে লিটন ভাইয়ের
চক্ষু ছানাবড়া
একটু পরে রাবুপু
গাইতে আইলো গান
তাইনা দেখে ফিরিঙ্গি সব
ধরল গলায় টান
কত ছড়া কত ছড়ি
আইলো গেলো এই বাজারে
মহারাণীরর ভূতে আইয়্যা
কান্দে দেহো কানে ধইরা।
আমি কিছু কইনা তবে
বয়স আমার কম
একটু খানি খানা পিনায়
খুশি দমাদম।
১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুটি গুটি করে ভায়া
বাঁধলে যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
তোমার ছন্দ মাঝে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।
১১| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪
এডওয়ার্ড মায়া বলেছেন: বাব্বাহ ।
দারুন সম্মান
১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সম্মান পেলে কোথা
ইতিহাস চুরির;
ছুড়ি নেই,মজা নেই
ঘটনাতো বুড়ির!!!
১২| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতই নেমেছি নীচে
আজকাল পামও নাই;
কত না ঠেলেছো দুরে
কি করি ভেবে না পাই।
১৩| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৯
সোহানী বলেছেন: হাহাহাহাহা........ লিটনভাইরে এভারে ডলা দিলা কি করি.... এর কোন মানে হয়
তবে জী ভাইয়ের কথাই সত্য, কি করি হইলে এ কিচ্ছা চলতো দু'শ বছর......................
তবে কি করি এর কবি প্রতিভায় আমি মুগ্ধ...............
১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: হাহাহাহাহা........ লিটনভাইরে এভারে ডলা দিলা কি করি.... এর কোন মানে হয়
নাগো আপু ডলা নয়
সত্যের বচন;
নিজ কানে যা শুনেছি
করেছি সে রচন।
তবে জী ভাইয়ের কথাই সত্য, কি করি হইলে এ কিচ্ছা চলতো দু'শ বছর......................
জানিনে জি-ভায়া সনে
কিসে মোর দুশমনি;
বুড়ির প্রেমেতে ঠেলে
দিলো ফেলে পুশকনি।
জানোইতো আপু তুমি
আমি আজো কচিপুলা;
পাড়ার আমি হ্যান্ডসাম
ক্রাশ খায় খুকিগুলা।
কি কারণে এই সাজা
জি-ভায়া তা কইলোনা;
কচি মোর খুকি সুখ
তার বুঝি সইলোনা!!!
তবে কি করি এর কবি প্রতিভায় আমি মুগ্ধ...............
ধ্যাৎ আপু কি যে কও
লাগে ভারি লজ্জা;
এভাবে কইলে আর
খেলবোনা ধূৎ যা।
১৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাণী মাতা- লক্ষ কোটি মুন্সি কে স্টিম রোলারের নিচে পিষ্ট করে,এক মুন্সি কে রাজার হালতে রেখেছিলেন কাচারিতে রেখে যাতে আমরা এক জন কে নিয়ে মাতামাতি করে হাজার কোটি মুন্সি কে ভুলে যাই। -এটা ব্রিটিশি চিন্তা ভাবনা।
কিন্তু আমরা? ভুলেমনা জাতি।
অল্পতেই না বুঝে সব কিছু ভুলে যায় এবং মাতামাতি করি।
১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হীনমনা বলেই স্মরি
ভৃত্যের মায়া;
বাহ ভায়া বেশ ক'লে
সত্যের ছায়া।
তিতুমীর ফরাজীর
গর্বের ইতিহাস;
ভুলে মোরা শ্লাঘা বোধি
খানসামা হয়ে খাস।
১৫| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯
নিগার তানিয়া বলেছেন: ভাল লাগল অনেক
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারো কমেন্ট মোর
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।
১৬| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯
নীলপরি বলেছেন: দারুণ ।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
ক্যান লাগিলো দারূন
কইবে কি তার কারণ?
১৭| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
মন্দ নয় মুন্সীর জায়গায় যদি
থাকতো ভাই গিয়াসে,
ডুবে থাকতো ভুলে যতো সব
রাণীর প্রেম প্রিয়াসে।
কাব্যের মতো প্রেম পত্র দিত
দিন কিংবা রাতে,
মহা সুখেই থাকতো ভায়া
অসম প্রেমের সাথে।
গোপনে-প্রকাশে মিলতো উনি
মহারাণীর রূপকাশে,
গুঞ্জর উঠতো বিশ্বময় এই কি!
বৃটিশ-ভারতের আকাশে।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতে পারেন রাণীর ধারে
গিয়াস ভায়া পিচকা;
অত্ত সোজা ভেবোনাকো
মাল সে বিরাট মিচকা।
রাণীতো স্রেফ মওকা শুধু
টার্গেট তার ভিন্ন;
কইতেও তা লাগছে মুখে
ব্যপার এতই ঘৃণ্য!!
তাও কানে কই লক্ষ্য তাহার
খাস কামরার দাসীরে;
মওকা পেলেই মিচকা সুরে
কয় জান ভালোবাসিরে।
এইভাবে কৌশলে
মিঠে বোলে পটিয়ে;
হেরেম দাসিগো লগে
করে প্রেম চুটিয়ে।
সত্য কি থাকে চাপা
খেলো ধরা হাতেনাতে;
চোখ জলে তোবা কেটে
চায় মাফ সাথেসাথে।
রাণীমারও বোকা মন
দিলো করে ক্ষমা;
জানতো কি বিনিময়ে
আছে কত ট্রমা?!?
সেই তার হলো কাল
বোকামির দন্ডামি;
ফের কভু কইবোগো
লিটুদা'র ভন্ডামি।
১৮| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া ফয়েজ ভাইয়ার উত্তরে আবার না হেসে পারলাম না!!!!
১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভন্ডামি শুনে বাপু
অত কিসে হাসি পায়;
হেরেমের কথা ভেবে
গেমুরও যে চুলকায়!!
এইদিকে জানো কিছু
লিটুদার ঘটনা?
ভেবেছ সে যত ভালা
আসলে সে তত না।
রাণীমার তার উপড়ে
সন্দেহ যেই জাগছে;
হেরেম দাসীর গয়নাগাটি
চুরিয়া সে ভাগছে!!!
১৯| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৫
সোহানী বলেছেন: পাড়ার আমি হ্যান্ডসাম
ক্রাশ খায় খুকিগুলা। ........................
ওওওওওওওও তাই নাকি
তাইতো বলি পাড়াতো ভাইগুলা ঠ্যাং ভাইংগা হসপিটাল পাঠাইছে কেন .........................
২০| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০
মোস্তফা সোহেল বলেছেন: যা দিলে অনেক
তা কি খুব কম
গিয়াস ভাইয়ার জন্য দেখি
তুমি এক জম।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: 'কি করি'র' ভাষায় আমি
গিয়াস লিটন বলছি;
মুন্সি করিম ভাগ্য দেখে
জ্বলছি শুধু জ্বলছি।
আব্দুল করিমস্থলে
হতেম যদি আমি;
ইতিহাস কি যে হতো
জানেন অন্তর্যামি।
**************************************
কি করির ভাষায় তুমি
গিয়াস লিটন ভায়া
আবার হলে মুন্সি করিম
কাজ নেই আর খায়া!
ইতিহাস কি হাস হবে আজ
পাতিহাঁসই নাকি!
যাই নেক্সটো কি বলেছো
এবার পড়ে দেখি!