নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'\'বদি-মোদি কাব্য\'

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১




মোদি আর বদিজীরে
বশে মোরা ব্যর্থ;
সুচীর ঐ বর্মায়
খুঁজে ওরা স্বার্থ।

মোদি চায় কাজ তার
জিয়াবাও'র নকলে;
বদি চায় রাজ তার
ইয়াবার দখলে।

বদি-মোদি চলে রাজ
টেকনাফ-দিল্লী;
ক্যান জানি দুনো-তরে
বুবু ভিজে বিল্লি।

কারো পুঁজি জাতে আর
কারো পুঁজি পিলে;
কি পেশায়,কি নেশায়
দুটিতে কি মিলে!!

বাবা-বদি,মামা-মোদি
এই নিয়ে কাব্য;
চলো আজ দু'জনাতে
কে যে সেরা ভাববো।

দু'পারের দু'নায়ক
মোদি আর বদি;
বেছে নেবে কারে কও
শুধাই তা যদি?

মন্তব্য ৩৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

কাউয়ার জাত বলেছেন: আসেন ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাই। সেই সাথে শান্তিতে একখান নোবেল জুটাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথায় আছে গভীরতা
কয়েছ যা অল্পে;
শান্তির দুত ওরা
লিখা স্রেফ গল্পে।

চাল-ই ছাড়া চলছেনা
করমু কি যুদ্ধ?!?
শান্তির বাণী গেয়ে
সেজে আছি বুদ্ধ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

মলাসইলমুইনা বলেছেন: পৃথিবীতে সাত বিলিয়ন মানুষ ! আর কবি, আপনি কিনা কবিতা লিখতে খুঁজে পেতে বের করলেন এই দুই মহারথীকে !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনের কথাটি দেখি
কয়ে দিলে একি!!
নেই কাজ,খই ভাজ
এমনিই লিখি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
সুন্দর ছড়া, ভালো লাগো


একজনকেও বাছবো না
এই আমি গেলাম বলে,
বলেছেন ভাই খাঁটি কথা
স্বার্থান্ধ রাখি ব্লাক লিষ্টে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন কথা হে বাপু
বাদ দিলে বদিরে!!
দেশপ্রেম কোথা গেলো
এ বেলায় শুধিরে??

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

বদিরে বাদ দেইনি আমি
বুঝাতে হয়েছে আমার ভুল,
একজনকেও বাছবো না বলেছি
বদি মোদি দুজনই স্বার্থে মশগুল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে জানি কয়েছ কি তা
তুমিই মোরে বুঝনি;
কথার কি গভীরতা
হয়তোবা খুঁজনি।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৪

উদাস মাঝি বলেছেন: আহ খাসা কথা কথা কইসেন, কবিতার মাধ্যমে

ক্যান জানি দুনো-তরে
বুবু ভিজে বিল্লি
;) ;)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিলারি-ওবামা-ট্রাম্প
কাউরে সে ছাড়েনা;
আজিব কারণে বুবু
হ্যাগো লগে পারেনা!!! B:-) B:-/

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপার পাওয়ার কে এখন এ বিশ্বে?
ইউএসএ হয় কার কাছে খুব নি:স্বে?
ইউএসএকে দেয় না কে আজ পাত্তা?
সে দেশটাই আজকে সবার শীর্ষে
বলুন, কী নাম দেশটার
কী ফল দেন দেখি আপনার চেষ্টার :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুড়া ঘটে বুঝি যে ডট কম
জবাব দিতে গা করে ছমছম;

নিজের মতকে পাবলিকে না বলি
কূটনীতিরই পথেই এসো চলি।

নির্বাচনে ট্রাম্পকে এনে
গলা বেশ হাকাচ্ছে রাশিয়া;
বরাবরি আমেরিকা যা কবে
তা বিরোধে সে হাসিয়া।

অস্ত্রে সে ট্রাম্পসনে মোটামুটি
প্রায় সমকক্ষ;
এসপিওনাজও তার শুরু থেকে
চৌকষ ও দক্ষ।

জনসংখ্যারে দিয়া নয়া মাতবর
আজ চায়না;
তারে ছাড়া ইকোনোমি কল্পনাও যে
করা যায়না।

যে প্রোডাক্ট ভাবো মনে
সুঁই হতে চন্ডি;
যা যা লাগে সারাদিনে
সবি তার গন্ডি।

সোভিয়েত যেই ভেঙ্গেছে
শুরু তার রঙবাজি;
জায়গা দখলে চলে
চারিধারে কারসাজি।

চায়না ডিঙাতে বাপু
যত হোক ফন্দি;
চিপ ইকোনোমি ফাঁদে
সবে তাতে বন্দি।

ঘষেমেজে লোকবল
সবখানে সিন্ধিয়া;
উঠতি শক্তি আজ
প্রতিবেশি ইন্ডিয়া।

সুশিক্ষা নিয়ে তারা
শানিয়েছে পলিসি;
জনবলই সম্পদ
আগেই তা বলেছি।

কে যে কার আগে বাপু
বুঝা ভারি দায়;
যা যার শক্তি নিয়ে
হেঁড়ে গর্জায়।

আমি কই আমাগোর
বুবুই বা কম কি?
যেভাবে সে ক্ষনে ক্ষনে
প্রায় উঠে ধমকি!!

সাহসের সেকি ধার
কাউরে সে মানেনা;
ভারত ছাড়া ধরাতে
কাউরে সে গুণেনা।

আগেই কয়েছি ভায়া
মাথা মোর শূণ্য;
কয়ে দাও জবাবটা
শুনে হই ধন্য।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

তারেক ফাহিম বলেছেন: ছন্দের জাদুতে,
কিযে লিখেন বাপুরে।
বদি আর মদি নিয়ে এ’কি লিখলেন কাব্য,
চোখে না পড়লে বলেন লেখার কী স্বার্থ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নই ভায়া সেলিব্রিটি
কইবো যে গর্বে;
অগাবগা পোষ্ট চোখে
কি করে হে পড়বে? /:)

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: !:#P !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবু সালমান দেখি
হেসে কুটিকুটি;
শরমেই মরি ধ্যাৎ
মুখ ঢেকে ফুটি................. :`>

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




কিডা হইল পিলমিল
বুঝিও না ভাই যদিও
কাউ কাউ ফাটাবাশ
মিনিস্টার কি মোদিও

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কয়েছ,মানেটা কি
খুব ভেবে খুঁজি;
হবেনা আমারে দিয়া
অত ছাই বুঝি?? :-< |-)

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দরইছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি ব্যপার,আজকাল
মোর ব্লগে আসো না?
যদিও বা জানি বুঝি
লিখ মোর খাসও না। :( /:)

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


কত কুতুব মিনার দিল
জনগনের খুলে ছাল
বোদি মোডি দুজনাতে
কুতুব মেরে হইছে লাল..

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুতুব মিনারের ঐ
জোকস্‌খানা জানি;
তুমি দেখি মোর মত
মহা শয়তানি................. =p~ ;) :P

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন রত্ন থেকে
বাছতে বলে একটা
ফেলে দিলে কি বিপদে
ভেবে পেল তেষ্টা!
##

আহা আহা কি মধু, ক্ষুরধার লেখনি
রাজা তুই ন্যাংটো ভয়ে কেউ বলেনি,
তুমি ভায়া দিলে খুলে শেষমেষ ঘোমটা
ভাবি বসে, দেখি হেসে নাচ তার ক্ষেমটা!!

##

দিল্লিকা লাড্ডু টেকনাফের বীচ
দুটোরই কি ক্ষমতা লোভ অর্হনিশ
খেলেও পস্তায় না খেলেও তাই
বদি মোদি জিন্দাবাদ- দুজনাই চাই! :P

B-) B-)


২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও হে আজকাল
হয়ে গেলে ডিপ্লো;
যেনো তার গলা ধরে
কেউ জোরে টিপলো!!

বেরোয় না মূল কথা
কইবে সে সাবধানে;
মনে যে কি আছে তার
শুধু বুঝি খোদা জানে!!

আরি বাবা ঝেড়ে কাশো
নামটা যে বিদ্রোহী;
তোমার জবাবটা কি
জানতে যে আগ্রহী।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন: এই তবে ছড়ার সাবজেক্ট ; আর কি তবে উনারাই মহা নায়ক ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি কেগো,মোর ব্লগে
পাড়া দিলো হাতি;
দশ হাত বাড়লো মোর
ম্যাড়ম্যাড়ে ছাতি।

শেষ কবে এয়েছিলে
পড়েকি তা মনে?
তাও ভালো হলো দয়া
তব অভাজনে।

প্রসঙ্গে ফিরে আসি
আজকের টপিকে;
কারো পুঁজি জাত-পাত
কারো গাজা পপিকে।

যার যেটা ভালো লাগে
সেটাইতো শুধিরে;
মোর প্রিয় নেশা-পানি
তাই প্রিয় বদিরে। ;)

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝেড়ে আর কাশবো কি
মাৎসানায় সময়ে
দ্রোহ নয় চানক্য নীতি
চাই- ক্রান্তির সময়ে।

সৎ সত্য সব আড়ালে-
স্বার্থে যখন আপনা ভোলে;
কেমন করে করবে লড়াই
সিরাজ সনে মীর জাফর সদাই!

ধারে নয় ভারে কাটে
দুটোই হারায় যার
তারে বেঁচে দাও হাটে ;)

হাতে তুলে দেয় মোয়া
খেতে তবু পারেনা
তারে নিয়ে করি ক্যায়া?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা তরে মাৎসানা
মোর যুগ সত্য;
ম্লেচ্ছ ভাবিছো যাগো
তারা মোর ব্রাত্য।

স্রোতে ভাসিয়েছি আগে
আপনারই গা-টা;
যায় আসেনা যত কও
লেজুরে বা চাটা।

চাবুকে চাবুকে মোর
সারা দেহে ক্ষত;
কেউই ছিলোনা পাশে
সহিব তা কত?

মূল্য দিয়েই বুঝি
যার ব্যথা তারি;
গিরগিটসম তাই
জয় বাংলারি।

এমনি ধরেছি রঙ
মূল রঙই ফিকে;
বদিরেই চুনিয়াছি
যাতে থাকি টিকে। ;)

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: B:-)
মজার ছলে সত্য বলা-
আঁধার রাতে আলো খোঁজা
তার পর একেলা চলা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি কম চালু না হে
যাও কথা এড়িয়ে;
ভুলেও না মুখ থেকে
কথা যায় বেরিয়ে। :P :-B

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাব্য জ্ঞান নিয়া আমার কোন সন্দেহ বা ভাবনা নাই, কিন্তু এমন ভাবনা কোথায় পেলেন তা আমি ভেবে পাচ্ছি না :(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবনাটা কানেকানে
দেয় মোরে ভৃগুদা;
উসকানি দেয়া তার
কাম সদা বেহুদা।

না লিখলে খামু ব্যান
এই কয়ে শাসিয়ে;
বাধ্য সে করে মোরে
দিলো শেষে ফাসিয়ে।

পারছিনা সইতেগো
ভৃগুদার প্যাঁড়া-ঠেলা;
তুমিতো আপানা লোক
কি করিবো কও এলা। :( B:-)

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P এভাবে সত্য বলতে হয় না প্রিয় :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারি শিক্ষে সবি
করেছি যা রপ্ত;
তা মামা লেট কেনগো
ঠিক আছে হে সবতো?

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

সোহানী বলেছেন: :):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P এভাবে সত্য বলতে হয় না প্রিয় :)..................


হাহাহাহাহা............ জমদূত তোমারে ডাকছে..................

কই ছিলেন? বহুদিন পর!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যমদুত ডেকেছিলো
কথা ভারি সত্য;
খেয়ে ছিনু ক'টা দিন
অসুধ আর পথ্য।

বড় সাধ ছিলো যাবো
তোমার ঐ ক্লিনিকে;
আন্ধা না চিনে তোমা
সদা কয় ইনি কে?

দেখারও সাধটি ছিলো
তোমার ঐ আয়না;
যাতে সদা রূপ তোমা
পুরো দেখা যায় না।

ভালো কথা আজো বুঝি
ধরে আছো সেই রূপ?
নাকি আরো খুলেছে তা
কয়ে ফেলো টুপাটুপ।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

সোহানী বলেছেন: নিজেরে ভাবি

বাট আমি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইসব ধরিবাজি
কথা আপু ছাড়ো;
ছারবোনা পিছু তোমা
লাগবো যে আরো।

রূপের বাহারে তোমা
প্রাণ-চোখ জুড়ানি;
ঐশ্বরিয়াটা ছি ছি
লাগে ঘুটে কুড়ানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.