নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
গত ক'বছরে সামুর নোটপ্যাডে কাজ করে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমি আমার সমস্ত বাংলা ড্রাফটের কাজ সামুতেই করি। এমনকি ফেবু,টুইটার বা যেকোনো সাইটে বাংলা কমেন্ট করতে হলেও আগে সামুর নোটপ্যাডে লিখে পরে কপিপেষ্ট করি। পড়েছি মহা ফাঁপড়ে.............সামুতে আমার টাইপিং স্পীড দারুণ ভালো। অভ্রতে নতুন করে কাজ করতে ধৈর্য্য হারিয়ে ফেলছি। গেমু আমাকে বেশ আগেই এমন একটি ধারণা দিয়েছিলো কিন্তু অভ্যেস বদলানো বড্ড কঠিন। আলসেমিটাও দায়ী,অভ্রতে অভ্যস্ত হওয়াটা আর হয়ে উঠেনি। রোহিংঙ্গাদের নিয়ে ভীষন গুরুত্বপূর্ণ কিছু কাজ করছিলেম ইদানিং। এখানটায় নেটওয়ার্ক ও খুব সমস্যা করে, তাই কিছুক্ষন পরপর কন্ট্রোল+সি দিয়ে সেভ করে রাখি। কিন্তু এখন আর কাজ করছেনা। আবার নতুন করে সব লিখা শুরু করতে হচ্ছে!!!
সত্যিই ভারি বিপদে পড়েছি। পরিত্রানের উপায় কেউ জানেন কি?
সামুর নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েই আশু সমস্যার সমাধান চাইছি...................
(কাজ কিছুই করতে পারছিনা খিস্তিতে বিলুর পিন্ডি চটকানো ছাড়া। বিলুই যত্ত নষ্টের গোড়া। চোর চোর করে করে চুড়ান্ত সর্বনাশ করেই ছাড়লো পুচকেটা )
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উড়োজাহাজের পোষ্টে তোমার সেই বাণীরে সেলাম,,,
দেখো কি ঝক্কি, সেই কমেন্টাও এখানে কপিপেষ্ট করতে পারছিনা
এরচেয়ে বাপু কবিতা চুরি ঢের ভালো
২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
অপ্সরা বলেছেন: নতুন ব্লগ লিখুন অপশনে কপি পেস্টের উত্তোলন মানিনা মানবো না!!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এভাবে হবেনা,,,চলো হয় আমরণ অনশন করি নয় সুইসাইডাল স্কোয়াড গড়ি
এইবার কাভার ছাড়ান নাই.................
৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
অপ্সরা বলেছেন: ও ও ও ও ও ও বিল্লু!!!!!!!!!! মানে আমাদের বিল্লু!!!!!!!!!!!!!! কই সেই বিল্লুটা !!!!!!!!!! সে এ কি সর্বনাশ করলো!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিল্লুটা যে আস্ত বিডাল সে আমি আগেই বলেছি,শুনলেনা................এবার সামলাও
৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
জাহিদ অনিক বলেছেন: কি যে করব ভেবে পাচ্ছি না!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার ল্যাপিটা আছাড় মারতে মন চাইছে,
বিলুটারে যদি পাইতাম এখন..................
৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
বিলুর মাথায় নাই ঘিলু !!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না আছেতো................বদ ঘিলু
৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সমাধান একটা নিশ্চয় হবে।
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে বিশ্বাস আছে পুরোই.............সামুতো আর বিলু বদ না
৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
অপ্সরা বলেছেন: উড়োজাহাজের পোস্ট!
শুধাইয়োনা কবে কোন পোস্ট
দিয়েছিলো আমার কোন ঘোস্ট
কিবা তাহে কহেছিনু হায়!
সব কিছু মনে রাখা দায়!
অতীতের বাতায়ন খুলি
দুচারটি ছায়াছবি তুলি
মনে মনে স্মর তারে ভ্রাতা
কপিপেস্ট ছাড়া কি আর তাহা
এইখানে দেখাইতে পারিবো ছাতা মাথা!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্মৃতিভ্রমও আজকাল
হয়েছেগো তোমা;
মেকাপে ব্রেনটা নয়
চকমকে খোমা।
আজই তার পোষ্টেতে
দিয়েছিলে বাণী;
যা খুশী গ্রুপেতে পাবে
সেই পোষ্টখানি।
৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
অপ্সরা বলেছেন: আমার নিশ্বাস বন হয়ে যাচ্ছে!!!!!!!!!!!
আমাকে বাঁচাও!!!!!!!!!!
আমার কিন্তু ক্লাস্টো ফোবিয়া আছে আগেই বলে দিলাম!!!!
আমার নিশ্বাস আটকায় মরার জন্য দায়ী থাকিবেক ........
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইমা্ত্র আরো এক্টা নয়া প্রব আবিষ্কার করলুম। রেফারেন্সের জন্য ব্লগের কোনো নয়া ট্যাব খোলা যাচ্ছে না!!!
ভাবতে পারো সমস্যা কি ভয়াবহ!!!
৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
মলাসইলমুইনা বলেছেন: --------
বিলু ভাই,
মাফ চাই
চুরিতে ক্ষতি নাই !!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোর চুরি করে দিয়েছে সম্মান আর বিলু তা বাৎলে করেছে সর্বনাশ!!!
১০| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
মনিরা সুলতানা বলেছেন: মাথায় আকাশ ভাঙা এরেই বলে ।
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আকাশ অনেক সফটগো আপু, আমার মাথায় যেনো পড়েছে আস্ত ছবি
১১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
মলাসইলমুইনা বলেছেন: যোগ করতে হবে-
রাইট বাটন
ফেরৎ চাই !!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিরীহ নিষ্ললুষ রাইট বাটন হত্যার বিচার চাই...............
১২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: কিকআভেনাপ,
দুটি ফাঁসির ছবি দিয়েছি । এই-ই যথেষ্ঠ । আর কারো পিন্ডি চটকানোর দরকার নেই ।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা,,,এডমিন সমাজ যদি বুঝতো.............
১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাইট বাটন ইজ অন উইদ কপি প্রটেকশান
ভায়া ফিল কুল, ম্যান
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে তাইতো..............ওরে মজাআআআআআ
ইয়া আল্লাহ তুমি সামুর এডু/মডুগো উত্তম জাঝা দান করো
১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
অপ্সরা বলেছেন: ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪ ১
লেখক বলেছেন: আরে তাইতো..............ওরে মজাআআআআআ
ইয়া আল্লাহ তুমি সামুর এডু/মডুগো উত্তম জাঝা দান করো
আহা আর আমরা যে মডু এডুগো মাথায় বুদ্ধিটা ঢুকাই দিলাম আসলেই কি করণীয় বা করা উচিৎ ছিলো তার কি হবে!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা পুরোটাইতো তোমার আর আমার আন্দোলনের ফসল।সুইসাইডাল স্কোয়াড গড়বো কৈতে দেরি,অমনি................
এ বেলায় চেপে যাও।কূটনীতির কিছু কায়দা কানুন আছে।মাথায় লবন রেখে তুমি আর আমি বরই খাবো আর বলবো বাহ মাথায় নুন রাখার কি কায়দা মাইরি,ভাইয়ুঊঊঊউ তোমি এত জিনিয়াস কেনো.................
১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
থার্মোমিটার বলেছেন: কবিতা নিষিদ্ধ করলেই তো ঝামেলা শেষ হতো ।
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিদের কবিতা দিয়ে ব্যস্ত রাখাই উত্তম।তা না হলে নয়া আবার কি ফেতনায় ফেলে মগো আল্লাহই জানেন...................
১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
সোহানী বলেছেন: অপ্সরা বলেছেন: বিলুর সাথে সাথে সামুর সকল কবি ও কবিতাদের চোরদের পিন্ডি দিয়ে ছাতু মাখো ভাইয়া!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহাহা....... একদম ঠিক কথা অপ্সরা..................
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়াকারো কি সে দলে পড়ে?
১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা হাসির গল্পের কথা মনে পড়লো, সম্ভবত কবি জসিম উদ্দিনের লেখা | এক রাজা এক লোককে শাস্তি স্বরূপ শুলে চড়ানোর আদেশ দিলেন | কিন্তু লোকটা এতোই শীর্ণকায় যে তাকে কোনোক্রমেই শুলে বসানোই যাচ্ছে না, পিছলে পড়ে যাচ্ছে বার বার | রাজার মাথায় বুদ্ধি এলো, আদেশ দিলেন "যেখান থেকেই পাও, একটা বেশ মোটা তাগড়া জোয়ান খুঁজে এনে শুলে চড়িয়ে দাও" | রাজার আদেশ, চারিদিকে সাজ সাজ রব পড়ে গেলো | কোথায় পাওয়া যায় সেই বলির পাঠা ?
একজন বেশ আয়েশপ্রিয় সুখী লোক ছিল সেই দেশে | কারো সাথে কোনো বিবাদ সম্বাদ নেই তার | সারা দিন মনের সুখে ঘুমিয়ে এবং ঘি-দুধ,পোলাও কোর্মা খেয়ে গায়েগতরে হয়ে উঠেছিল বেশ নাদুস নুদুস | রাজার সৈন্যরা পেয়ে গেলো তাকে | আর যায় কোথায়, তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে | রাজা বললেন - বাহ্ - এটার সাইজ দেখে তো মনে হচ্ছে শুলে চড়ানোর জন্য জন্য একদম পারফেক্ট | ওই নিরীহ নধর ব্যক্তিটির সকল আপত্তি সত্বেও চ্যাংদোলা করে শুলে ছড়ানো হলো তাকে - কোনো সমস্যাই ছাড়াই |
সামুর কবি বন্ধুদের কবিতা যারা চুরি করে, সেই চোরদের সাইজ করতে গিয়ে নিরীহ সকল অকবি ব্লগারদেরকে কি এভাবেই শুলে চড়িয়ে দেয়ার ব্যবস্থা হচ্ছিলো ?
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা একদিন চড়িয়ে ছেড়ে দিলো,
এ যাত্রায় বাঁচলেও দাগটা বড্ড দগদগে
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: বিলিরে চৌদ্দ নানা চৌত্রিশ মাসের জেল দেয়া উচিৎৎৎ!!
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চৌদ্দই সই,,,
রিশতেমে হাম তোমহারা বস লাগতাহে বাচ্চা................
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
অপ্সরা বলেছেন: বিলুর সাথে সাথে সামুর সকল কবি ও কবিতাদের চোরদের পিন্ডি দিয়ে ছাতু মাখো ভাইয়া!!!!!!!!!!