নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

সাচ কা সামনা

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫



আজ থেকে বিশ বছর পরের কথা, গেমু বিয়ে থা করে থিতু হয়েছে, ১২/১৪ বছরের একটা সদ্য বখে যাওয়া(গেমু যথা) পুত্রধনও আছে। গেমু এখন পুরাই ভালো লোক। টোটো কোম্পানির ম্যানেজারি আর নেশা-পানি ছেড়ে ঘর-অফিস-ঘর ফরম্যাটের নিপাট এক ভদ্রলোকই বলা যায় তাকে। ব্যাটা সিগ্রেটের টাকা বাঁচিয়ে সদ্যই একখানা ''লাই থ্রেটার রবোট'' কিনেছে। জিনিশটার কাজ হলো কেউ মিথ্যে বললেই তার পালস্‌,টোনেশন,ফ্রিকো কি কি সব টেষ্টমেস্ট করে তা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করা এবং ধামাধাম ঐ মিথ্যূকের মুখে দু'চারটে রাম চর বসিয়ে দেয়া। মেশিন টেস্ট করার জন্য সেদিনই গেমু তার সন্ধ্যের পর ঘরে ফেরা খোকাকে পাকড়াও করলো।
কিরেএএ বদ, এত রাতে কোত্থেকে ফিরলি?
ইয়ে বাবা ভৃগু স্যারের বাসায় ম্যাথস্‌ টিউশান নিতে গিয়েছিলাম।
অমনি রবোট বসিয়ে দিলো ৪খানা রামচর গেমুছানার কচি গালে!!
হুন্কার দিয়ে উঠলো গেমু, সত্যি করে বল কোথায় গিয়েছিলি হতভাগা? আজ তোর চামড়া দিয়ে ভেনেটি ব্যাগ বানিয়ে মনিরাপুকে গিফট করবো.............
আচমকা রামচর আর বাপের ইনোভেটিভ ফাঁপরে থতমত খেয়ে বোকা খোকা অকপটে স্বীকার করলো যে সে সিগ্রেট খেতে গিয়েছিলো গিয়াস লিটন কাকুর দোকানের পিছনের বাজে আড্ডায় যেখানে পাড়ার কুখ্যাত মস্তান জাহিদ অনিকের পুলাপানেরা আড্ডা দেয় আর আসা যাওয়ার পথে ছবি আন্টির কোচিংএর মেয়েদেরকে উত্যক্ত করে।
তেলেবেগুনে জ্বলে উঠলো গেমু, চিতায় যেনো ঘি পড়লো ঠিক,
হারামীর হারামী!!! এই বয়েসে সিগ্রেট খাওয়া ধরেছিস! তোর মতন বয়েসে সিগ্রেট কোনোদিন ছুঁয়েও দেখিনি...............
স্রেফ এতটুকুন বলতে দেরী, রবোট ব্যাটা এবার ধামাধাম বসিয়ে দিলো গেমুর গালে হাফডজন।
এতক্ষন চুপ ছিলো গেমুর বউ পায়রা বানু। এইবার আর পারলোনা নিজেকে ধরে রাখতে। হেসেই খুন, কোনমতে পেট চেপে বললো এরেই কয় 'বাপকা বেটা' হা হা হা হা হি হি হি হি হো হো হো হো...................
অমা একি! হাসতে হাসতে বেচারি খেয়ে বসলো এবার দু'হালি চর!!
ওদিকে গেমু ফিট!!!
মূমুর্ষূ গেমুকে নিয়ে যাওয়া হলো রাবেয়া রাহীম হসপিটালে। তিনদিন আইসিইউতে যমে-জানে টানাটানির পর বিপদ কাটলে শেষে ডঃ সোহানী পেশেন্ট ভিজিটের অনুমতি দিলেন। শায়মাপু বীথিপুর বাগানের ফুল কিছু চেয়ে আর কিছু মেরে দিয়ে নিজস্ব কায়দায় অদ্ভুত দর্শন এক বুকেট বানিয়ে (তার ধারণা পৃথিবীর স্মরণকালের সেরা বুকেট) নিয়ে দেখতে গেলো গেমুকে।
ছলোছলো চোখে কান্নাভেজা আবেগী কন্ঠে বললেন ভাইয়ুয়ুয়ুয়ুয়ুয়ুউউউউ, হায় হায় একি হলো, খবরটা শুনেই আমার নাওয়া-খাওয়া সব শেষ। এই তিনদিন জায়নামাজেই ছিলেম,,,আরো কি কি যেনো বলতে যাচ্ছিলো
অমনি পাজী রবোটটা আবারো ঠাশ ঠাশ ঠাশ.........................

মন্তব্য ৮২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরেই কয় 'বাপকা বেটা' হা হা হা হা হি হি হি হি হো হো হো হো...................
অমা একি! হাসতে হাসতে বেচারি খেয়ে বসলো এবার দু'হালি চর!!
ওদিকে গেমু ফিট!!!

হা হা হা
--
পাজী রোবটটারে দিয়া আবার শায়মাপুরেও ঠাশ খাওয়াইলেন ভায়া ;) :-/ =p~ =p~ =p~

সারাদিনের ক্লান্তি ভাগােনার জন্য থ্যাংকস :)

+++++++++

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রবোটকান্ডে আমিও তাজ্জব!!!
ডিটেক্টিং ডিসঅর্ডার নাতো? ;)

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
হা হা হা , কি লিখি আজ ভেবে না পাই।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপুর এহেন অপমানে পাঁচখানা ভেটকিমো!!!
বটে............... X((

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: =p~ B-)

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি বাপু নয়া ঢঙ
স্রেফ দিলা ইমো!
কতদিন হয়ে গেলো
পাইনেকো পামো............. /:)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এর লেইজ্ঞাই কই!! গেমু ভাই রামদাও নিয়া কারে খুঁজে =p~

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বউরে রিমান্ডে নিলেইতো জানার কথা,,,
আমি আপ্নেরে নিয়া ভয়েই ছিলাম,কমেন্ট পাইয়া নিশ্চিত হৈলাম.................... :P

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, এটা কি হাসির মেশিন তৈরি করছেন ব্লগে!! আজ মেশিন ভাই!!

জাহিদ অনিক ভাইকে আমি ভালো লোক এবং কবি হিসেবে জানতাম, কিন্তু .. এতবড় টেরর সে...!! বিশ্বাস হয় না!!
শেষমেশ শায়মাপুকে... ! ইস্!! রোবটটের বিরুদ্ধে মামলা করতে মন চাইতাছে, আচ্ছা ভাই, রোবটটির বাপের নাম কি? বাপের নাম ছাড়া মামলা নিবে না দারোগাবাবু ...!

তবে, এমন মেশিন থাকলে কিন্তু পৃথিবীতে মিথ্যাচার কমে যেত বলেই মনে হচ্ছে আমার!

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেশিনের ব্যপারটা গেমুই ভালো বলতে পারবে,তারই কেনা।
তবে অনিকরে অত বিশ্বাস কৈরেন্না বাপু, বিরাআআট মিচকা...............বিশ বছর আগেই ছোরার এত রঙ,পরে রঙবাজ হওন ছাড়া উপায় কি?

পৃথিবীতে এমন মেশিন থাকলে ঐ মেশিন আছর না করার মেশিন বাইর হৈয়া যাইবো দুদিনেই.................

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬

জাহিদ অনিক বলেছেন:

পুরো কাহিনী পড়ার পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না !
কি বলি আজ ভেবে না পাই !

এত এত কাহিনীর ভিড়ে জেসন ভাইরে দেখলাম না ! তিনি কই ? অবশ্য তিনি যে কে ! কইত্তে আসে আর কই যায় ! কেউ কিছু বুঝে না ! কয়দিন আগে তারে দেখা গিয়েগিয়েছিল পুলিশদের সাথে ! নিশ্চয়ই অকাম কুকাম করেছিল ! নইলে পুলিশে কাউরে ধরে!




ঘটনার মূলভাব হলোঃ গোড়ায় গণ্ডগোল।

সবথেকে ভালভাবে নামের সাথে ম্যাচিং করেছে রাবেয়া রাহীম হাতপাতাল আর ডাঃ সোহানী।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আস্তে কওনারে বাবা................পুলাপান কিচ্ছু ভুলেনা দ্যাহি!!!

৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

জাহিদ অনিক বলেছেন:

নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই,
আপনি ঠিক ধরেছেন। আমি ভালা পুলা।
বিড়ি সিগারেট আমি কোনটাই ছুঁই না, পারিনা চড়তে কোন গাছ !

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার সেই রবোটের ঠাশ ঠাশ আওয়াজ শুনিলাম................

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা............. লিটন ভাই, গেমু একা রামদা নিয়ে খুজেঁ না কি করিকে..সাথে অনেকেই খুজঁছে তাকে একমাত্র মনিরা ছাড়া..............

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্ট্যাবিং এর ধরনে বুঝা গেলো তুমি ডানহাতি ;)
মনিরাপু মানুষ চেনে............... :P

৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

সোহানী বলেছেন: ওও জাহিদ.. আমার সাথে ডা:.......হায় আল্লাহ, কেমনে ম্যাচিং B:-/

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবো কি এমনি লিখি
ভুলো মনে বেতালে?
ঠিকি মনে আছে,তুমি
আই হসপিটালে................. ;)

১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

জাহিদ অনিক বলেছেন:

সোহানী আপু, মানে শুনতে সুইট লাগছে !

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুইট লাগলেও আপুতেই থাইকো বাছা,,,পুলাপানের বিশ্বাস নাই B:-/

১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: কাহিনী শেষে বুঝলাম রামচর মারা রোবট টাই "কি করি আজ ভেবে না পাই বা পাজি জেসন " =p~

জাহিদ অনেক বলেছে--- ঘটনার মূলভাব হলোঃ গোড়ায় গণ্ডগোল।

সবথেকে ভালভাবে নামের সাথে ম্যাচিং করেছে রাবেয়া রাহীম হাতপাতাল আর ডাঃ সোহানী।



রাবেয়া রাহীম হাসপাতাল --হিহিহিহিহিহিহ --ইদানিং হাসপাতালে কয়েকবার যাইতে হইছে =p~



১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একটা নাটকের আইডিয়া দিয়াছিলেম.............মঞ্চায়ন হৈয়াছিলো কি?

১২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: জাহিদ অনিক বলেছেন:

পুরো কাহিনী পড়ার পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না !
কি বলি আজ ভেবে না পাই !

এত এত কাহিনীর ভিড়ে জেসন ভাইরে দেখলাম না ! তিনি কই ? অবশ্য তিনি যে কে ! কইত্তে আসে আর কই যায় ! কেউ কিছু বুঝে না ! কয়দিন আগে তারে দেখা গিয়েগিয়েছিল পুলিশদের সাথে ! নিশ্চয়ই অকাম কুকাম করেছিল ! নইলে পুলিশে কাউরে ধরে!
@জাহিদ অনিক ---আরে বুদ্ধু পাজি রোবটতাই তো বদের বদ জেসন =p~


১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টানা বারো বছর মিথ্যে না বললে নাকি অন্যের মিথ্যে ধরার বিদ্যে রপ্ত হয় বা ভেতরে এলেম আসে।আমারো সেই একি কেস..............ঠাশ ঠাশ ঠাশ..............ও খোদা বাঁচাও

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

জাহিদ অনিক বলেছেন:

! @জাহিদ অনিক ---আরে বুদ্ধু পাজি রোবটতাই তো বদের বদ জেসন =p~





ও বুবু !!!!!!!!!


আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও ! ঘিলু একটু বাড়ুক !


১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেতো গজাক.............পরে না বাড়ার কথা আসে

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

রাবেয়া রাহীম বলেছেন:

লও ভাই আশীর্বাদ করলাম----এলা কুখ্যাত মাস্তানি ছাইড়া সুখ্যাত মাস্তানি ধরো

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও অনিক,,,বুবুর হবু নাতনী চুমা দিছে.............মিষ্টি খাওয়াও

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মনিরা সুলতানা বলেছেন: :| :| :|

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তামাম ঘটনায় আমিও তোমার মতন তব্দা খাইছিগো আপু.................. B:-)

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে শায়মা/অপ্সরা বাদ দেন। গেমুর বউ এর কি হইবে সেই চিন্তাই করতাছি। =p~

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নে রাজী থাকলে চেষ্টা নিবার পারি...............;)

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রোহিংগা ক্যাম্পে পাঠায় দেন। :#)

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বর্ণবাদকে না বলুন.............

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা.............. জাহিদ অনিক বলেছেন: সোহানী আপু, মানে শুনতে সুইট লাগছে !

লেখক বলেছেন: সুইট লাগলেও আপুতেই থাইকো বাছা,,,পুলাপানের বিশ্বাস নাই B:-/

হায় আল্লাহ, বাবারে বলতে হবে উনার নাম করনের স্বার্থকতা................

জাহিদ কিন্তু ভালা পুলা আর আমি ও কিন্তু ভালা আপু............. বিশ্বাসের কুনুই সমস্যা নাই............

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হায় আল্লাহ, বাবারে বলতে হবে উনার নাম করনের স্বার্থকতা................

জাহিদ কিন্তু ভালা পুলা আর আমি ও কিন্তু ভালা আপু............. বিশ্বাসের কুনুই সমস্যা নাই............


আমিতো ভালা না পুলা
বুকে জাগে ঈর্ষে;
তোমারে ফ্লার্টিংএ সদা
র'তে চাই শীর্ষে। ;) :P :-B

১৯| ২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মিথ্যে বলা ভালো না; রোবটটা উচিত কাজ করেছে। জাতি সত্য পাঠ নিলো।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্য পাঠদানে জাতি উপকৃত হৈলেও দু'চারজন রবোট ভিকটিম আমায় ঠাশ ঠাশ দিয়েছে................ |-)

২০| ২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

রাবেয়া রাহীম বলেছেন: সাচ কা সামনা
কেন দেখাও বাহাদুরী ধার করে অন্যের ভাষা !

সত্যের মুখোমুখি
মায়ের ভাষায় আমি যে স্বর্গদপি গরীয়সী

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ককটেল জাতি মোরা
ভাষা বারো মিশালি;
মিছেই ধরলি খুট
তুই বড় বিষালী। B:-/ /:) :(

২১| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৬

রাবেয়া রাহীম বলেছেন: দিনভর বিজাতিয় ভাষায় মাথা বনবন
এখানে নিজ ভাষায় এসে শান্তি খুঁজে মন।

নিজের আছে যা কিছু তা যে অতি উত্তম
বুঝবা সেদিন যেদিন ত্যাগ করতে হয়
আপন দেশ স্বজন /:)

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার ক্ষেত্রে বাপু
পুরোপুরি উল্টা;
বিদেশি কইলে লাগে
খুব বাবু ফুলটা।

লোকজনও শুনে ভাবে
মাল বুঝি বিদেশি;
ভারি শ্লাঘা জাগে বুকে
ভাষা জেনে ত্রিদেশি।

ইংলিশে টুকটাক
হিন্দিতে চোস্ত;
ভুলভাল ফ্রেঞ্চও জেনে
আমি অতি খোশতো।

আম্রিকা রয়েও যে
থেকে গেলে বেকডেট;
লজ্জায় মাথা কাটা
ছি ছি তুই কি যে ক্ষেত!!

২২| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ব্যাটা সারাদিন কর কি
নেই কি কোন কম্ম
ব্লগে বসে লেখ কি সব
আজে-বাজে রম্য।

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার ভায়া ভালোই লাগে
লিখতে আজেবাজে;
করমুটা কি,লোক যে আমায়
নেয়না কোন কাজে? |-)

২৩| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

তারেক ফাহিম বলেছেন: ঠাস.. ঠাস.... ঠাস...
ওরি বাবারে মরে গেলামগো........
কী রম্যনা দিলেন মাইরি....... :-P

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে কি খোকার বাবা................

২৪| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

নয়ন বিন বাহার বলেছেন: হাসতে হাসতে জান শ্যাষ..............

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠাশ ঠাশ ঠাশ!!!
একি, রবোটটার আবার কি হলো???

২৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

গেম চেঞ্জার বলেছেন: :-/ B:-) X(( তবে রে!! হতভাগা! তোর নয়দিন কি আমার একদিন!!!!!

:-B (খবর আছে বলে দিলাম)

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যটা বলতে চাই নাইরে.................রবোটের ডরে বাইর হৈয়া গেলো
মাফ কৈরা দিস,,,

২৬| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

সামিয়া বলেছেন: হাহাহাহা মজা পেলাম পড়ে।।
লেখকের লেখা সার্থক , লেখার জন্য সে শ্রম দিয়েছেন সেটা উসুল।।
পাঠক কৃতজ্ঞ।।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না বাপু শ্রম নয়
সত্যে কি কষ্ট;
রবোটে না ডরেওগো
কথা কই পষ্ট। ;)

২৭| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

বিলিয়ার রহমান বলেছেন: আর এগগান নেই কাজ তো খই ভাজা পুষ্ট!!:)


তবুও বস বলে কথা!!:)

তাই ওউগ্গা লাইক মাইরা গেলাম!!!;)

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অত রিচ ফুড কৈ পামু কও?
আমি কি শায়মাপু যে ক্রেব খেবসা খাওয়ামু?
পপ কর্ণেই সন্তুষ্ট থাকো বাপ, নুন লাগলে কৈয়ো বাড়াইয়া-কমাইয়া দিমুনে...................

২৮| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




লেখা এবং মন্তব্য ও প্রতিমন্তব্যগুলো যে সুপার জোস হইছে হেইডা কইলে কি লেখক শুউধ্যা হগল মন্তব্যকারী কি ঠাস .. ঠাসের পাল্লায় পড়বে ???????? :P B-) #:-S

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আশংকাই সত্য হলো..................মাত্র দু'খান খেলুম :-<

২৯| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠাস ঠাস ঠাস
লগছে কুন পাছ
লিখা হইছে জোস
আপনি লিখায় হইছেন পাস। =p~

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি!!
আবারো ঠাশ ঠাশ শুনলেম যেনো............... B:-)

৩০| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

শামচুল হক বলেছেন: হি হি হি খালি মজা আর মজা।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা'পুরে মারলো আর আপ্নে পাইলেন মজা!!
আসুক আপু............. X((

৩১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: ওহ এতদিন পর দেখলাম কারণ তখন আমি রাগ করেছিলাম!!


যাইহোক এই মিথ্যা লেখার জন্য কি করি ভাইয়া ঠাস ঠাস খেয়ে দশ মাস হসপিটালে ছিলো! :(

এই যে রোবোটটা

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ, তিনি মিছে রাগ করবেন আর লোকে তিনটে করে পোষ্ট দেবে !
কুশন কভার যথা মোঘলাই কারবার মাইরি /:)

(ভিডিওতে তুমি কুন্টা ভাবছি...........একা একা গেমস খেলছিলো যে সে কি?)

৩২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৯

মলাসইলমুইনা বলেছেন: একি অবস্থা ! রোবটের চড় থাপ্পড়েতো দেখি প্রিয় ব্লগারদের জীবন জর্জরিত ! দেখেতো দুঃখে প্রাণ ফাডি ফাডি যাইতে চাইতেছে I কি যে করি ভেবে না পাই I

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাহলে মরাল অব দ্য স্টোরি হলো ব্লগে লাই ডিটেক্ট রবোট আনতে নেই :P

৩৩| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

শায়মা বলেছেন: আমি তো ভিডিও দেখছি...... তুমি বাবাটা ..... আর পিছে আমাদের ভাবী..... আর নালশি বুড়ি পিচ্চুটা আমাদের আদরের বেবি ভাতিজি!!!!! :)

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুহহহহ X((
ছিলে বলতে অত কি লাজ?

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চেই হইচে :D

২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যান্কু সোনা :D

৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: সোনা মোনা ক্যানো গো :P

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপা বুঝি?
আদর হে দুষ্টু বালক...

৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: রুপা .... এ্যা... রূপাই সই ;)
এই শীতে আদর নয় চাদর চাই B-))

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শীতেই রূপার আদর লাগেরে বাঁদর....

৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আর দুষ্টু বালক নয় বালিকা থুক্কু ষোড়শী চাই ;)

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু ডাকতে বুঝি?

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখক বলেছেন: শীতেই রূপার আদর লাগেরে বাঁদর....
সে আর বলতে ;)

লেখক বলেছেন: আপু ডাকতে বুঝি?
বুঝি নাই B-))

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সব বুঝার একটা বয়েস লাগে রে খোকা

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: এইবার বুঝলাম B-))
আপু নয় এই এই ঐটা বলতাম ;)

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যথাযথ সম্বোধন শিখতেও কমসে কম কৈশোর পেরুনো চাই

৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কিন্তু আমি যে এখনো শিশু ;)

৩১ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একদম
মন্ডল বাড়ীর ইয়ংগেস্ট মেম্বার ;)

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি মন্ডল বাড়ীর ইয়ংগেস্ট মেম্বার নই X(( X((

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'Own mango' এর বাংলা কি বলতো খোকা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.