নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'\'শেয়ারিং ইনফরমেশন ইম্প্রুভিং লাইভস (sharing information improving lives)\'\' পার্ট টু (পোংটা ভার্সন)

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭



মনিরাপু'র শেয়ারিং ইনফরমেশন ইম্প্রুভিং লাইভস (sharing information improving lives) পোষ্টখানি পড়ার সাথে সাথেই মাথায় টিং করে একটা ঘন্টি বাজলো। সামঞ্জস্যতা আছে কি নেই জানিনে তবে মন চাইলো তাই অভিজ্ঞতা শেয়ারিংকে পবিত্র জ্ঞাণে হড়বড় করে লিখেই ফেললুম অপরিপক্ক হাতে ইঁচড়েপাকার টেটনা কাহিনীঃ

আজ হতে অনেক অনেক দিন আগের কথা(আবার অত বেশি আগেরও না), মিরপুর সিদ্ধার্থ স্কুলের প্রাইমারি সেকশানে পড়ি। তখনকার মিরপুর এখনকার মতন নাগরিক বহুতল আকাশ ঢাকা জঞ্জালে গিজগিজ করতো না, চারপাশে খোলা আকাশ,খোলা মাঠ,স্কুলের পাশ দিয়ে বয়ে গেছে নদী............সবুজ আর সবুজ। সে এক সত্যি সত্যি স্বপ্নপুরী...........ডাইনিপু থুড়ি শায়মাপুর স্বকপোল মিছিমিছি কল্পনার পরীর দেশের চাইতে কয়েক ট্রিলিয়ন বেশি সুন্দর বললে কমেরও কম বলা হবে। টিফিন পিরিয়ডে রাজ্যের ফেরিওয়ালা/ওয়ালীরা স্বর্গীয় সব খাবারের পসরা নিয়ে বসতো; কটকটি,চানাচুর-মুড়িভাজা,শনপাপড়ি,চালতার আচার,আমড়া,মটকার আইসক্রীম,গজা-মুতাইয়াহ মুরালিধরন আরো কত্ত কি!!! (কারণ সে সময়ে ম্যাগডোনাল্ডস,হেলভেশিয়া,কেএফসি'র বাংলা ভার্সন প্রপাইটরদের যে বয়ঃস্বন্ধি কালও হয়নি)
আবার বিক্রীরও কত কায়দা মাইরি, শনপাপড়িওয়ালী লটারি করে মাল বিক্রী করতো। ক্যাসিনো বোর্ডের মতন কাঠের গোল একটা চাকা ছিলো। সেটি ঘুরালে শলাকা যে নাম্বারে থামতো সে-ই হতো ক্রেতার ভাগ্য। অর্থাৎ, ১ এ থামলে ১গুণ,২ এ থামলে যত টাকার কিনবে তার দ্বিগুণ পাবে। একদিন স্কুলের হাজার বছরের ইতিহাসে রেকর্ড গড়ে স্রষ্টার রহমত বরকত সব আমার উপড়ে ১০০০মিমি বর্ষনে ঝরে ঝরে পড়লো। আমার ভাগ্যে উঠলো চার!!! হৈ চৈ পড়ে গেলো অভাবনিয় এ ঘটনায়। আমার চারপাশে ভীড় জমে গেলো।পুলাপানের অভিনন্দনে আমি সিক্ত এবং আপ্লুত।দু'চারটে ফাওখোর জমে গেলেও তাদের তোয়াজে শ্লাঘা বোধ করছি। হিরোয়িক সে মূহুর্ত অলিম্পিক গোল্ডমেডেল গ্রহনের চেয়ে কোন অংশেই কম না।তাড়িয়ে উপভোগ করছি সে ক্ষন।আজ আমার দিন। আজকাল আমার ঘিলু ছবি স্তরের হলেও সেই আমলে শায়মাপুর মতন মহা টেটনা ছিলুম। তদজলদি লাট্টু কেনার সিদ্ধান্ত বাতিল করে সেই টাকাটাও থোক বরাদ্দ হিসেবে টিফিন বাজেটের সাথে এ্যাড করলুম তখন তখনি। সেই বয়েসেই এ সুযোগ জীবনে আর আসবেনা সে বুঝার প্রাজ্ঞতা এ শর্মার ছিলো। নায়কোচিত ঢঙে একটাকা আর জোড়া আধূলি বাড়িয়ে বললুম দু'টাকার শনপাপড়ি দ্যাও মাসী।টানটান উত্তেজনা...............ডজন ডজন কৌতুহলি চোখ ছানাবড়া হয়ে বিস্ময়ে চেয়ে আছে সে মহার্ঘ্য বিনিময়ের মহাক্ষনের প্রতীক্ষায়। অমা একি!! শায়মাপুর মতন খনখনা গলায় ছ্যানছ্যান করে উঠলো মাসী!!!
কিয়ের দুই টেকা?
অহন কইলে কি চলবো?
হারা জীবন লৈলা আটআনার আইজ সুযোগে বাহাদুর হৈয়া গ্যাছো?
এক টেকার বেশি দ্যাওন যাইবোনা...............
মৃদু গুঞ্জন উঠলো ভীড়ের মধ্যে, ফাওখোর কেউ বলে উঠলো ক্যান দিবানা?আমার দোস্ত দুইটেকার নিতেইতো আইছে,আইজ আমগোরে তার খাওয়ানির কথা,ঐ তরা কি কছ?
সাথে সাথে বাকীরাও বলে উঠলো হ হ ঠিকিতো, ঘটনার আকস্মিকতায় ক্ষনিকের কিংকর্তব্যবিমূঢ় আমিও খেই খুঁজে পেয়ে বললুম হ মাসী দ্যাহনা আইজ টিফিনে দুই টেকা আনছি,আগে কুনুদিন দ্যাখছো এত্ত টেকা আমার পকেটে?নিজের উপস্থিত বুদ্ধিতে আমি নিজেই মুগ্ধ।
আমারে ভোদাই পাইছনি?
আমার ঝি'র ঘরের নাতিও তোমগোর থে বড়।ত্যাক্ত কৈরোনা,এক টেকার লৈলে লও নাইলে ফুটো।
রাগে-অপমানে চোখে পানি আসার জোগাড়,পাছে কেউ দেখে তাই কোনমতে চেপে উল্টা স্ট্যান্ড নিয়ে কপট রাগ ঝেড়ে বললুম
যাও,খাইলাম না তোমার শনপাপড়ি............
এবার মাসীর টাসকি খাওয়ার পালা............অবিশ্বাসি দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে রইলো।
আবারো মৃদু গুঞ্জন উঠলো ভীড়ের মধ্যে, (কেউবা ফিক করে হেসে উঠলো,সে কালেও গেমুর মতন হিংসুটেরা জীবিত ছিলো)।
আমার সিংহদৃঢ় ব্যক্তিত্ব দেখে বিস্ময়ে হতবাক জনতা!! আর মেয়েরা মুগ্ধ।
ফাওখোর কেউ সাবাস বলে পিঠ চাপড়ালেও কেউ আবার একটাকারই নেয়ার পরামর্শ দিতে লাগলো।
কিন্তু এই বিরোচিত মোমেন্টাম হাতছাড়া করার মতন ছবি যথা বেউকুফ আমি না।কৃত্তিম রাগে মাটিতে পা ঝেড়ে ধূলো উড়িয়ে 'ঐ চল তোরা' বলে ফাউখোরদের সাথে নিয়ে নায়কোচিত প্রস্থান করলুম। পদক গ্রহনের চাইতেও পদক বর্জন যে কত্ত মহান ও বীরত্বের তা উপলদ্ধি এবং উপভোগ দুটোই করি অনেক অনেকদিন।প্রাইমারি শিক্ষা জীবনের বীরলোকগাঁথা সমগ্রে আমি এক অনন্য দৃষ্টান্ত হয়েই ছিলুম।আমার সামনে যখন কেউ আমার এই বীরত্ব অন্যদের শুনাতো অপূর্ব এক ভালো লাগা আবেশে চোখ মুদে আসতো,তবে বন্ধ করতাম না।ভাব দেখাতুম এ যেনো আমার জন্য কোন ব্যপারই না,অতি স্বাভাবিক এক ঘটনা।আমি আসলে এমনই,বর্ন গ্রেট। আরিবাবা ভাবপ্রদর্শনতো আর শায়মাপুর পৈত্রিক সম্পত্তি না....................
পরে যে অবশ্য না পাওয়ার আফসোস হয়নি মনে তা না,তবে অর্জিত গৌরবের কাছে সে কিছুই না।

এই ছিলো আমার ব্ল্যাকফ্রাইডে(!!!) সুপারসেল শপিংএর মিসড্‌ অপরচুনিটির গল্প।দেশের বাইরে যাবো কি ভুতের গল্লি আর চাংখারপুলের বাইরের দুনিয়া আজো দ্যাখা হয়নি আমার। আদৌ এর বাইরে কিছু আছে কিনা মাঝে মাঝে সন্দেহ হয়।

মনিরাপু চাইলেন বলেই ম্যাড়ম্যাড়ে এ উপাখ্যানের নিবেদন। নইলে মিছিমিছি গালি শুনবো অত্ত বোকাও নই বাপু।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

ব্লগ মাস্টার বলেছেন: সকাল সকাল আজাইরা না ঘুরাফিরা কইরা একটা ভালো কাজ করছাই্ন। ;)

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখতে গিয়া আইজকা শায়মাপুরে ইশকুলে দিয়া আইতে পারি নাই। কপালে কি কেয়ামত আছে খোদা জানে................. :(

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: হুম।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাসীও ঠিক এই এক্সপ্রেশান দিছিলো!!! #:-S

৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রসংশা করিলে তাহা
হইবে নিতান্তই অল্প
খুব ভালা হইছে আপনের
ব্ল্যাক ফ্রাইডে শপিং এর মিসড অপরচুনিটির গল্প।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভাগার বীরগাঁথা
এ জীবনে এটুকুই;
পোষ্টখানি মহা ফ্লপ
কাজে কৈ মুখ লুকোই। /:)

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: খুব ভালো লাগলো আপনার গল্পটি ।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাটি বীথিপু বল্লে ভাবতুম চোখে ভুল দেখছিনাতো?
কিন্তু কলিপু বলায় হৃদ বাগবাগ............... :)

৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

জাহিদ অনিক বলেছেন: কই! শুক্কুরবার কই!

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুক্কুরবারে কৈ'মাছ খাইছো?

৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

জাহিদ অনিক বলেছেন: এই শুক্কুরের আগের শুক্কুরবারে খাইছিলাম কৈ
তার আগের শুক্কুরবার তোম-খা কই!

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উমমম,,,কৈ জানি................
ওহহ মনে পড়ছে,
শায়মাপুর বাসায় খাইছিলাম কিম্ভুত সব রেসিপি, কাঁচা মরিচের হালুয়া আর কেঁচকি মাছের মোরব্বা লগে লাউয়ের খোসার চিকেন ফ্লেভার্ড লাসসি.................ভাইরে অহনো ফ্লাজিল আর অমিডনের উপ্রে আছি |-)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

রাবেয়া রাহীম বলেছেন: ছবি স্তরের বুদ্ধি আর শায়মাপুর টেটনাময় লেখায় লেখকের চালাকি ভালো লাগলো ।
দুইটা লেখা পড়ে মনে হইতেছে আমি খুব বাজে ক্রেতা । ব্ল্যাক ফ্রাইডের দিন নিয়ে তেমন আগ্রহ কখনো পাইনাই দীর্ঘ সময়ে। কারন পছন্দের জিনিশ কেনার পর পে করার জন্য যে বিরাট লাইনের পেছনে দাঁড়াতেই হয় সেটা খুব বেশী অপছন্দের । তাই ব্ল্যাক ফ্রাইডের শপিং সব সময় এড়িয়ে চলি। আমি সাধারন শুক্কুর বারে বিশ্বাসী । কালা শুক্কুরবার না =p~

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেই কইছি চাংখারপুল আর ভুতের গল্লিই আমার পৃথিবী...............এর বাইরে লিটন্দার সোনাগাজীও যাই নাই, ব্ল্যাক ফ্রাইডে পামু কৈ?জানুমই বা কেম্নে? তয় আগে বাংলামোটরে প্রতি শুক্কুরবারে সুপারসেলের মেলা বইতো। শৈশবের স্মৃতি বিজরিত হেই মেলাডা খুব মিস করি.................... :(

৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

বিষাদ সময় বলেছেন: কিছু না ভাবিয়া্‌ পাইয়াই যদি এমন চমৎকার লেখা বাহির হয়, তবে ভাবিয়া পাইলে যে কি হইতো তাহা আল্লাহ মালুম!!! :)

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এহেন প্রশংসার কি রিপ্লাই হৈতে পারে তাহা ভাবিয়াই দিশকুল হারালুম............... B:-)

৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

জাহিদ অনিক বলেছেন:

হায় হায়!
এখনো ফ্ল্যাজিল খাইতেছেন!
জলদি ডাক্তার দেখান!
রাবেয়া রাহিম হস্পিটাল আর ডা: সোহানী তো সেবার দরজা খুলে আপনার জন্যই!



২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেরা ডলার ছাড়া ভিজিট লয় না,
আমারতো ঐ খুচরা ১টাকা আর জোড়আধূলিই সম্বল।
সোহানীপুরে বাকীতে বুঝ দ্যাওন গেলেও রাবুবুরে নিয়া সংশয় আছে...............বিরাট খরুছ

১০| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

সোহানী বলেছেন: তুমিতো দেখি সেরাম ছিলা জীবনভর........ ভালো হইতে পয়সা লাগে না.......... শায়মা কই??? আশে পাশে এখনো দেখছি না....

জাহিদ ভাইজান, তুমিতো ডাক্তারের পরামর্শ দিলা কিন্তু সে যে তুমারে নেয়ার কথা বইলা ফাকিঁ দিয়া একাই কেঁচকি মাছের মোরব্বা খাইতে গেল শায়মার বাসায় সেটা নিয়া কিছুইতো দেখি কইলা না.................

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১ম কথা: দিনদিন সঙ্গদোষে আশংকাজনকভাবে মদন থেকে মদনতর হয়ে যাচ্ছি, টেকা-পয়সা দিয়েও কাজ হচ্ছেনা। :(
২য় কথা: ভাব ধরাই ইদানিং উনার ধ্যানজ্ঞ্যান................কত কি দ্যাহাইলো এই নারী !!!
৩য় কথা: আরো একখান রেসিপি সেদিন ছিলো করলার বিচি আর ছাগলের বট দিয়ে কি এক ধরনের ফালুদা যেনো................ক্যান খাইনাই জানোইতো,অনিক সোনা গেলে এখনো তা পেতে পারে অবশ্য যদি ডাকে আর কি!!!

১১| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে, আপনার ছোটবেলার স্মৃতিময় লেখাগুলো বেশ ভালো লাগলো।

আমি প্রথম ঢাকা যাই ১৯৯৪ সালে। তখন যা দেখেছিলাম, ২০০১ এ চাকরিক্ষেত্র ঢাকা থাকার সুবাদে ঘুরে বেড়িয়েছি, কিন্তু আগের মতো ফাকা ঢাকা আর পাই নি। গতপর্শু গিয়ে তো আরো অবাক! কোথাও ফাকা নেই, যে আশুলিয়া বেড়িবাঁধ দিয়ে গাড়ি যেতে ভয় পেতো দিনের বেলায়, এখন গাড়ির সঙ্গে গাড়ির বহর!! প্রায় দেড় ঘনটা লাগলো!!

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই এই অখাদ্য কষ্ট করে পড়ার জন্য................তারপরে আবার মন্তব্য!!!
ইয়াত্ব সুখ কৈ রাখি? কৃতজ্ঞতার শ্যাষ নাইগো গোঁসাই।:)

মোক্ষম বলেছেন, ৯৪তেও ঢাকা ব্যপক ফাঁকা ছিলো। আমি তখন তিতুমীর কলেজে পড়ি, মনে আছে মহাখালি জলখাবার মোড় থেকে গুলশান ১পর্যন্ত তখন একমাত্র বহুতল ভবন ছিলো ওয়ার্লেস রেলগেটের হোটেল জাকারিয়া।দুইপাশে ডোবা আর ডোবা............শুটিং ক্লাব থেকে ১নাম্বার পর্যন্ত তথৈবচ। ১নাম্বার থেকে ২নাম্বার মোড়েও প্রায় ফাঁকা মাঝখানে কেবল ওয়ান্ডারল্যান্ড। আর এখন গুলশানে আকাশ দেখা যায় না। কলেজে অধ্যয়নকালীন গুলশান-বনানীর চিপাচাপা না শুধু কোন বাড়ীর দেয়ালের কি রঙ চোখ বুজে বলে দিতে পারতুম।অথচ বিশ্বাস করুন আজকাল কিচ্ছু চিনি না।সব অচেনা!!! ৯৪এর ঢাকার এই হাল আর যে গল্পটা বলেছি তা ৮৭সালের.................তবেই বুঝুন!!!

১২| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদামির ভার্সন লিখছো নাকি। পইড়া শুনা্ও তো পড়ার সময় নাই

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টের পরতে পরতে তোমার নাম লিখা.................কসম সে

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চরম বিনোদিত হইলাম। :P

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাজী রবোটটা আবারো ঠাশ ঠাশ আওয়াজ করিলো................ :P

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

মানিজার বলেছেন: ফ ফ ফ

দই একটা শব্দ বুল্ড করা কিনু মাশাই । :>

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হশশশশশ...................
বুঝিয়া নিতে হৈবেক,

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

মানিজার বলেছেন: টেটনা পাকনা :>

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুটোই শায়মাপুর কুট্টিবেলার জন্য প্রযোজ্য..................

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাজী রবোটটাকে নিজের কাছ থেকে দূরে রাখতে হয়। :)

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমু ঠিক তাই করেছে, বেটার রবোটখানি দু'দিনের কথা বলে সেই যে আমার ঘরে ফেলে গেলো....................

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

শামচুল হক বলেছেন: গেমু শায়মাপু মনিরাপু ওরা যা ইচ্ছা তাই হোক তবে কাহিনীটা জব্বর হইছে।

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবির কথা বাদ দিলেন ক্যান? সে অত বদ না.................

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই এট্টু গা ঢাকা দেন, শায়মা , ছবি এদিকেই আসছে । একজনের হাতে খুন্তি, আরেকজনের হাতে বেলুন (আরে ওইসব নয়,রুটি বেলা বেলুন :-P )

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আঁই কিচ্ছি???
অবশ্য কিছু না করলেও ডর আছে...............দুইজনেরই স্ক্রু ঢিলা!!!

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: কইলাম আমার লেখার মন্তব্যে শেয়ার করতে আর তুই নিজেই পোষ্ট দিলি ?!!!!!!


এই ছিলো আমার ব্ল্যাকফ্রাইডে(!!!) সুপারসেল শপিংএর মিসড্‌ অপরচুনিটির গল্প।দেশের বাইরে যাবো কি ভুতের গল্লি আর চাংখারপুলের বাইরের দুনিয়া আজো দ্যাখা হয়নি আমার। আদৌ এর বাইরে কিছু আছে কিনা মাঝে মাঝে সন্দেহ হয়।

দুঃখ করিস না ভাই ,অপরচুনেটি তুই মিস করিস নাই ,তোরে মিস করলো অপরচুনেটি তোরে পাইলে সে ধন্য হইত ঈমান্সে কইতাছি ।

লেখা সেই মাপের হইছে সবসময়ের মতন ।

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেইতো কৈছি তোমার নির্দেশরে পবিত্র জ্ঞাণে পোষ্ট দিছি সক্কালে নাস্তা না খাইয়া, অফিসেও লেট..............আমিও ঈমান্সে কৈতাছি।

ইয়ে মানে ভালা কথা, 'ই'কারে তো নামটা মেয়ে মেয়ে লাগতাছে, তা তোমার ঐ অপরচুনেটি দেখতে কিমুন? আভিতাক মিস? ;)

২০| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার স্মৃতি কথন। আলোড়ন তোলার মত লেখা।

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলোড়ন তুলেছে বটে..............শায়মাপু নাকি খুন্তি হাতে আমায় খুঁজছে!!! B:-)

২১| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: প্রথম শব্দ মনিরাপুর মনে হচ্ছে কোন স্থান বা জায়গার নাম :P ;)

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থোড়া এডিট করলুম, দেখুনতো ঠিক আছে কিনা ভায়া?

তবে জায়গার নামতো বটেই সে, হৃদয়পুরের রাজধানীর নাম মনিরাপু..............আপুকূল শিরোমনি

২২| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

ধ্রুবক আলো বলেছেন: শেয়ারিং ইনফরমেশন খুব ভালো লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টা আরো বেশি ভালো লাগলো :)

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

জাহিদ অনিক বলেছেন:
হায় হায় !
ইপটিন সিপটিন ভিটামিন
ভিটামিনে পোকা
ডাক্তারবাবু বোক !

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানীপুওওওওও,,,দেইখ্যা যাও, অনিক বদটা তোমারে বেকুব কৈছে X(( X(

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অপ্‌সরা বলেছেন: ..



যত করো রং ঢং, ডাইনীর তুলনা
খনখনে গলা কিবা ছনছনে ছলনা।
মাফ নাই তোমাদের সে কথাটা সত্য
কোথায় কি বলে ফেলো অকথা অকথ্য!

সাতকূল পার করে আটকূলে গড়ালে
খেয়াল থাকে না কোথা কোন খাদে পড়লে
চোখ কান বাঁধা নাকি? চারিদিকে শত্তুর ...
পেলেই একটু খেদ ছুটে আসে তুর তুর!!

দিয়ে তালি হাতে খালি নাচে তানা ধিন তা
সাধ হয় গলা দিয়ে ভরে দেই খন্তা।
তোমাদের কম কিছু দোষটা কি থাকে হে
খেয়াল থাকে না আহা ফান পেলে বাকি হে।


যা আসে মনে তাহা বলে ফেলো ঘেউ ঘেউ
দূরে গিয়ে মরো তুমি, আমি তোমাদের নই কেউ! B:-/






২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দোষ কার,সাজা কার
এ কেমন অবিচার!
ইনসাফ জানোনা হে
কিসের তুমি টিচার?

কোথা আমি কৌশলে
কাটালুম ক্ষনটা;
উপকারই কাল হলো
শুনি টা টা ঘন্টা!!

মন না বিষের ঝুলি
ছি ছি সেকি কষটা;
দিলোনা ছিটেও দাম
যেনো অতি সস্তা। |-)

আসবে আশায় থেকে
বুকে জমে মরচা;
কমেন্টটা পেতে হলো
তিন পোষ্ট খরচা।

যেটুকুন কাঁদিয়েছো
যা ঝরেছে জল;
প্রতিদান ঠিকি পাবে
শাপি ছলোছল।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

অপ্‌সরা বলেছেন: যেটুকুন কাঁদিয়েছো
যা ঝরেছে জল;
প্রতিদান ঠিকি পাবে
শাপি ছলোছল। :P



হয়েছে হয়েছে এবা
ঢং ঢাং ছাড়ো
কেঁদে কেটে সকলের
মনখানা কাড়ো!

বলিবেক লোকে দেখ
অতিশয় ডাইনী
ভাই তার কত ভালো
দুস্কে সে খায়নি।

চেনে নাতো জানে না যে
তুমি কত ঘাঘু লোক
পেটে পেটে শয়তানী
উপরে দেখাও শোক! :-/

এই করে পটিয়েছো
শত শত পাঠী
মশা মেরে সেই খুনে
লিখেছো যে চিঠি!

কেঁদে কেটে বলেছো যে
এই দেখ জরিনা
তোর দুখে মরি মরি
আসলে তো মরি না।

এই সব জানা আছে
ধানাইং পানাইং
ভাই বলে বেঁচে গেলি
নেক্সট টাইম ক্ষমা নাইং!!!!!! X((









২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে কি দোষে হায়
পেনু এই শাস্তি;
মন চায় পোচে মরি
গলে ছুরি কাস্তি।

দোষ করে নিউখালি
ভোগে সাজা চাঁটগা;
রটাও ঘটনা ফেঁপে
আশেপাশে আট গাঁ।

পাবলিকে এইভাবে
আর কত পঁচাবে?
পুচকে ব্লগিং লাইফ
এভাবে কি ঘুচাবে?

ভালোবেসে এই শালা
দুনিয়ার জ্বালা;
সুজাটি পেয়েগো মোরে
কাটো ফালা ফালা।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখাটা পরেও গ্রেট গ্রেট মনে হচ্ছে এই সকালে | অর্জিত সব ভালোলাগা থেকে আপনাকে কিঞ্চিৎ ধন্যবাদ জানাচ্ছি | ব্ল্যাক ফ্রাইডে সুপার সেলে পাওয়া লেখার (ব্ল্যাক ফ্রাইডে না হলেতো এই লেখা হতো না ?) বেশিরভাগ ভালো লাগা আমার কাছে রেখে দিলাম |ধন্যবাদ |

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার মন্তব্যে চোখে প্রায় জল আসার জোগাড়,

এক্ষুনি সাজেস্ট করছি ডাইনিপুকে থুড়ি শায়মাপুকে..................

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
হায় হায়!
এখনো ফ্ল্যাজিল খাইতেছেন!
জলদি ডাক্তার দেখান!
রাবেয়া রাহিম হস্পিটাল আর ডা: সোহানী তো সেবার দরজা খুলে আপনার জন্যই!


হাসতেই আছি । ছুটির সকালটা আনন্দময় হয়ে উঠলো তোমাদের লেখায় ।

লেখক বলেছেন: হেরা ডলার ছাড়া ভিজিট লয় না,
আমারতো ঐ খুচরা ১টাকা আর জোড়আধূলিই সম্বল।
সোহানীপুরে বাকীতে বুঝ দ্যাওন গেলেও রাবুবুরে নিয়া সংশয় আছে...............বিরাট খরুছ


হা হা হা হা

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাত সমুদ্দুর তেরো নদীর এপাড়ে বসেই তোমার দাঁত কিড়মিড়ের আওয়াজ পাচ্ছি................... B:-)

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: গেমু, শায়মার- - - -- লাগছেন পিছে
কথাটা ভাই - - - -- নয় তো মিছে
রম্যটা ভাই - - -- - লাগল ভালো
তিন বেচারীর - - -- - মুখটি কালো
তারপরেতেও - -- - - ধন্য বলি
যার যার মত - - -- - ব্লগে চলি
করবেন না ভাই - - - -কাউকে হেলা
পাছে কিন্তু - -- - - খাবেন ঠেলা।

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেলা নয় প্রিয় বলে
সদা তারা পোষ্টে;
তারাও বুঝেন বলে
ভূগেন না কষ্টে। ;)

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

মানিজার বলেছেন: অরে বাপরে ব্লগে দেখি ছন্দের রাজারা বাস করছেন । কি ভালো ! আহাঃ কি ভালু ! B-)

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছুপা রুস্তম ঘাগু ছড়াকার যে সামুতে কত্ত সে কেবল আমিই জানি............. ;)

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। কী বাহাদুর =p~ (আর একবার শায়মার আম্মি কইলে কিন্তু খবর আছে X(( আগেই বলে দিলাম)

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাসীমা মিছেই রেগে
দিলো ঝাড়ি, ওমা'রি;
ঠিকাছে রাখবো চেপে
পরিচয় তোমারি। ;) :P :-B

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪৮

সোহানী বলেছেন: তুমি যতই অনিকরে আমার পিছনে লাগাও সে লাহবে না... ও কি তোমার মতো বদ :P

বদটা আমারে বেকুব বলে নাই ডাক্তারবাবুরে বলছে.... কারন তুমিতো রাবেয়া রাহিম হস্পিটাল গেছ ঠিকই কিন্তু ভিজিট দেয়ার ভয়ে পালায়ে পাড়ার হাতুরী ডাক্তারবাবুর কাছে গেছো.....

আর শায়মা ভালো বলে তোমারে শুধু হালকা পাতলা ধাতানি দিসে, বেশি দেয় নাই এখনো....

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক বলেছো, সে মোটেই আমার মতন বদ না.................সে মোর চাইতেও হাজার গুণ বড় বদ

কি সুন্দর শায়মাপুর মতন মিছিমিছি এক আষাঢ়ে ডাক্তারি কিসসা দাঁড় করালে!!! সে যে তা তোমাকে বলেছে তা তোমার ঐ আন্ধা ক্লিনিকের কানারাও বুঝে..................

আদতে শায়মা এক
মায়াবিনী ডাইনি;
বহুকাল মানুষের
মাংস সে খায়নি।

মূলো দাঁতে চিবে খায়
গোটা কাঁচা গোশত;
গোশতের খোঁজ পেতে
দুটো জীন পোশত।

আরো আছে কত কথা
সব কয়া মানা;
চাইনে অকালে হতে
তার কাঁচা খানা। #:-S

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘটনা এখানেনাগো
অতীত এক কাহিনী;
শায়মাপু হুদা টানে
হেথা ক'তে চাহিনি।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত ভালো গদ্য লিখতে পারেন, অথচ লেখেন না কেন?

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যখানি আমার পরবর্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রোজ কেয়ামততক শ্বেত পাথরে বাঁধাই করা থাকিবেক.....................
ইয়ে মানে ভালো কথা,,,মন থেকে বলেছেনতো???

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

অপ্‌সরা বলেছেন:


নিউকালি বেক্কল
সে কথাটা জানি
তুই কেনো সিদা তারে
প্রশ্রয় দিলি?

চিনিনা কি তোরে আমি
কোন পেঁচে ফেলিয়া
নিয়ে এলি নিউকালী
দিলি তারে গিলিয়া।

বোকা গাধা ফাঁদে পড়ে
গিলিলো যে বড়শী
সাথে সাথে তুমি ভালা
সাধু বাবা পড়শী!

আটগায়ে রটিয়েছি
ষোলো ঘায়ে বেঁচেছিস।
নেক্সট টাইম ফেঁসে যাবি
ফের যদি কেঁচেছিস!

শুধু ফালা ফালা করে
আমি তোরে কাটবো?
কাঁটা ঘায়ে নুন দিয়ে
জেলও নাই খাঁটবো।

তবু তোর মজাটারে
চাটনীতে দিয়ে জ্বাল
মেশাবো তাতেই এবা
টক নুন বিষ ঝাল!!!!! X((

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বাবা মানছিনে
অপবাদ মিছে;
হাত ধূয়ে লেগে গেলে
মিছে রটে পিছে।

মুছো তা কইতে দেরী
দিয়েছি সে মুছে;
তাও অবিরাম মোরে
খোটা দ্যাও খোঁচে।

গুণে গুণে তিনখানা
পোষ্টাই তোমারে;
ভাবেতে ভুলেও হেথা
গেলেনাকো ঢুঁ-মেরে।

বোবাটি রইলে সেজে
অটো নিঃশব্দা;
কি করে পারলে ভেবে
আজো খাই তব্দা!!!

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইয়ে মানে ভালো কথা,,,মন থেকে বলেছেনতো???


ভাই কি করি আজ ভেবে না পাই, আমার একটা অভ্যাস আছে। সেটা হলো ব্লগের কোন লেখা পড়ে ভালো না লাগলে আমি সেই পোস্টে কোন মন্তব্যই করি না। কারণ, খারাপ লেখাকে ভালো বললে মিথ্যে বলা হয়, আর লেখা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলে লেখক মনে আঘাত পান। দুটোর কোনটাই আমি করতে চাই না।
আপনার এই লেখাটি সম্পর্কে ৩২ নম্বরে আমি যে মন্তব্য করেছি, লক্ষ্য করলে দেখবেন সেটা আপনার লেখার গদ্যশৈলী সম্পর্কে। আমার অবশ্যই ভালো লেগেছে, যা অকপটে প্রকাশ করেছি। এখানে কোন ভান নাই ভাই। সেরকম হলে আমার স্বভাবগত কারণে কোন মন্তব্যই করতাম না। চুপচাপ পড়ে অন্য পোস্টে চলে যেতাম।

ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা বাপু চটো ক্যান
মজাটাও বুঝনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজনা।

যেই ক'লে ভালা মোরে
মাথা গেলো বিগড়ে;
মেঘ না চাইতে বান
স্বপ্ন না ঠিক রে?

ফাদার অফ রম্য যে
করে দিলো সার্টিফাই;
সে সুখেই দিশেহারা
করোনি তা নোটিফাই?

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অপ্‌সরা বলেছেন: আদতে শায়মা এক
মায়াবিনী ডাইনি;
বহুকাল মানুষের
মাংস সে খায়নি।

মূলো দাঁতে চিবে খায়
গোটা কাঁচা গোশত;
গোশতের খোঁজ পেতে
দুটো জীন পোশত।

আরো আছে কত কথা
সব কয়া মানা;
চাইনে অকালে হতে
তার কাঁচা খানা। #:-S




কাঁচা খাবো তোরে আমি
ওয়াক থু থু থু থুটা
শুনেই যে দূর থেকে
ভাসে ঘ্রান বোটকা! :-P

ছিলো মোর দুই জ্বীন
খুব প্রভু ভক্ত
তোর তরে মরলো যে
মুখে উঠে রক্ত! :(

কবো কি দুখেরও কথা
একদিন চুপে
বলেছিনু আন ধরে তোরে
এক কোপে!

শুনে তারা উড়লো যে
চাটগার পথে
আধা পথ না যেতেই
পথ গেলো রুধে।

ওরে বাবা তোর বাড়ি
দূর থেকে পেন্নাম
তোর গন্ধেই নাকি
পালায় ভুতের বাবার নাম।

আমার ভূতেরা তাই
অকালে প্রাণ হারালো
সেই দুখ স্মৃতিখানি
আজ মনে হানালো! :(

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মরেই যাবে এভাবে
কি করে তা বুঝবো?
জানিনে সয়না তাগো
মেশকের খুশবো!

সারা গায়ে সেন্ট মাখি
তেল আতর লোশনে;
গোটা পাড়া মৌ মৌ
সুগন্ধি ভূষনে।

পাড়া জুড়ে খ্যাতি মোর
পুলাটা কি ইসমার্ট;
মাইরা তসবি জপে
পেলে চান্স কিসমত।

বাড়ীতে সকাল সাঁঝে
আগরের গন্ধে;
না চিনেও কোন বাড়ী
কয়ে দেয় অন্ধে।

জ্বীনের সইবে কি তা
থাকে ডাইন সনে;
ঘ্রানে তার মশামাছি
ধায় দূর বনে।

ম্যানহোলে যাগো বাস
খুশবো না সইবে;
সে সত্য স্বীকারি কি
সাচ কভু কইবে?

কইলেতো কয়া যায়
কত তার বর্ণনা;
খাটাশিতে লাগে ঘিন
কইবো তা,ধূর না না।

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

অপ্‌সরা বলেছেন:



শুধু বোবা!
ভেবেছিনু এ জীবনে সাথে তোর
দেখা শোনা কথা বাতা হবে নাকো নো মোর!

রাগে ভাগে ফুলে গেলো চোখ মুখ কানটা
দেখিনি চোখেতে কিছু শুনিনিও গানটা
তিন কেনো তিনশো বা তিন কোটি পোস্টে
যাবে না যাবে না সেই রাগ অতি কষ্টে!

তারপর ভুলিলাম শত্তুরে দিয়ে ছাই
তুমি মোর সোনাচান কি যে করি পাগলা ভাই! :P
তবু ফের সাবধান, বিশ্বাস নাই তোর
আজে বাজে পোস্টুতে কথা কবো নো মোর!

ভুল ছিলো সেইখানে দেওয়া মোর বাণীটা
সেই থেকে বেড়ে গেলো বাড়াবাড়ি কানীটা!
যাইহোক শিক্ষা খুব হলো আমারও
তার পরের লাইন লিখলাম না আর :) :) :) মানে মিলালাম না!!!!!!! :P

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফুরোয়না দুখ ভরা
মোঘলিয়া রামায়ন;
বাবর-আকবর তিনি
আমি ঢিলে হুমায়ন।

খসাটি যাবেনা মোটে
পান থেকে চুন;
হিঁসহিঁসে তেড়ে আসে
প্রায় করে খুন!!

এতদিন পিএসি'র
নেই কোন মূল্য;
ভুলটা হতে যা দেরি
ব্যস,কীট তূল্য।

ছুড়ে ফেলে দিতে তার
সেকেন্ডও লাগেনা;
ভালোবেসে মরে যাই
তাও মায়া জাগেনা!!

আসলেই আদতে হে
তুমি এক ডাইনি;
এমন ডাইনি কভু
আর খুঁজে পাইনি।

পর দোষে দেয় সাজা
সোজা পেয়ে আমারে;
দূর্বলে রঙবাজি
করে স্রেফ চামারে।

আরো কত ডায়ালগ
হলো নাকি শিক্ষে?
পোষ্টে কমেন্ট তার
করুনার ভিক্ষে!!

কথার বিষেতে খুব
মারলো সে পিষে;
প্রতিটি হরফে তার
ঝাঁঝ-ঘৃনা মিশে।

ঠিকাছে ঠিকাছে দ্যাও
যত পারো খোটা;
যাবেনা যাবেনা বৃথা
মোরও আহি ফোটা।

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: তাইলে সব দুষ হইলো মনিরাপির!!!:)



হু!!!


বিশ্বাস করলুম!!:)

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুষ না হৈলেও দায়দায়িত্ব তার ঘাড়েই বর্তায় আমারে উস্কানি দ্যাওনের দুষে.................

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

অপ্‌সরা বলেছেন: ছুড়ে ফেলে দিতে তার
সেকেন্ডও লাগেনা;
ভালোবেসে মরে যাই
তাও মায়া জাগেনা!!

আসলেই আদতে হে
তুমি এক ডাইনি;
এমন ডাইনি কভু
আর খুঁজে পাইনি।




:P

বদনাম এ কথার শুনি নাকি প্রথম আজ?
ছুড়ে ফেলা মোর কাম ক্যাচ ধরা নহে কাজ।
ভালোবাসা নাম করে শয়তানী লেলিয়ে
মজা দেখো পিছে বসে হাসো দাঁত কেলিয়ে।

মনিরাপু না জানুক তোমারে কি চিনিনা?
উপরে সাধুটি সাজা ভেতরেতে মিনমিনা।
ডাইনীর যাদুটোনা দেখেছো কি কিছু তার?
পেটের কথাটি চেপে তুমি পাবে নাকো পার! :)


একদম বুঝে যাবো টরে টরে টক্কা
ডাইনীর মাথা কি আর থাকে নাকি ফক্কা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.