নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
এই বুবু,সোনা বুবু
কোথা গেলি চলে?
মিস করে মরে যাই
বুক যায় জ্বলে।
দেশে এলি,চলে গেলি
ঠিক যেনো ঝটকায়;
চোখের পলকে ক্ষন
কি নিমিষে সটকায়!!
বই বের করা নিয়ে
কত লবডংকা;
হবে কি হবেনা ছাপা
মনে কত শংকা।
অবশেষে এলো'খন
এলি বই মেলাতে;
সাথে ছিলো গুরু ভৃগু
আর আমি চেলাতে।
কি যে মধু আহা আহা
ভুলবোনা ক্ষনটা;
মা'র স্নেহে কেঁড়ে নিলি
বাদরের মনটা।
দেখা হলো আরো কত
খাওয়ালিও কম না;
স্টারে কাবাব আর
চাইনিজে রমনা।
ভৃগুতো জানেনা সব
পেটে তার হিংসে;
সব যদি খুলে কই
বেটা যাবে চিমসে।
সবি আজ স্মৃতি হায়
তুই কত দুরে;
স্মৃতি রবে অমলিন
এ হৃদয় জুড়ে।
আজো মোর কানে বাজে
ফোনে তার কান্না;
আর বাকি সবে যথা
লৌকিক ভান না।
মিতা সখা কতশত
চারিপাশে কিলবিল;
প্রিয় হয় ক'জনায়
কে হামেশা করে 'ফিল'?
লিস্টিতে আছে কত
ধণী জ্ঞাণী প্রাজ্ঞ;
তাও ক'বো প্রিয় মেলা
জনমেরি ভাগ্য।
সবে খুঁজে গুড় যেনো
ভনভনে মাছি;
প্রকৃততো সে-ই,ক'বে
সুখে দুখে আছি।
এই বেশ আছি বুবু
আধো প্রাণে লড়ছি;
কতদিন দেখিনারে
মিস করে মরছি।
এভাবে যায়না টেকা
হয়তোবা ক'টা দিন;
স্বপ্নরা মরে গেছে
বুকে সদা চিনচিন।
স্বেচ্ছায় দুরে থেকে
একা দিন গুনছি;
যতই গড়ায় বেলা
ডাক গাঢ় শুনছি।
দুরে থাকি যথা থাকি
শূণ্য বা নির্জনে;
ভালোবাসি বুবু মোর
আছো বুকে প্রতি'খনে।
ভুলি নাই এইদিন
বুবু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
বুবু,শুভ জন্মদিন।
(রি-পোষ্ট)
২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম,
ধন্যবাদ মায়াপু
২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫০
রাফা বলেছেন: মচৎকার হইছে ছড়া...কবিতা।
রাবেয়া দিদি’কে জন্মক্ষণের শুভ কামনা,উণার কবিতা আমি ভালো পাই।
সাথে আপনাকেও একটা বিশাল ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ২বছর পর রাফামনিকে দেখছি !!!
এদ্দিন কৈ? ক্যান? কিভাবে?
৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: দারুন! বাক্যিক গঠনে ছন্দের মিল অসাধারণ। কবিতার প্রেক্ষাপটও জুতসই। সব মিলিয়ে চমৎকার।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ
আপনার কাব্যিক মন্তব্যে আমি পুরাই বাগবাগ
৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সহজ-সরল উইশ দিলাম জন্মদিনের তরে
হাসিখুশি আর সুখ-শান্তিতে জীবন উঠুক ভরে।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা পৌছে দিলেম...............
৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
রাবেয়া রাহিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নো ঝাড়ি ঝামটা !!!
এও কি সম্ভব
কাকুর শরীর ভালো তো?
কাকুর ঝাড়িকে আমি জীবনের পরম নিয়তিই ধরে নিয়েছি
৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন বুবু।।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে গেছে,
আপনাকেও ধন্যবাদ প্রিয় সুহৃদ
৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪০
সোহানী বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া।
যাক্ সত্যের বিড়াল তাহলে বের হলো.............. হাহাহাহাহাাহা
ছড়ায় বরারবরের মতই +++++++++
কাকু ভালো আছে কিন্তু মন খারাপ মনে হচ্ছে!!!!
২০ শে মার্চ, ২০১৮ রাত ২:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ,,,ভৃগুদারে কিচ্ছু কয়া যাবে না
অতি হিংসুটে মাল।
কাকুর বাড্ডেটা যে কবে যদি জানতুম আহা
ভালো কথা সে আয়নার খবর কি? আজ কি বল্লো?
৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বাজে ঢাক বাজে বীণ
বুকে উঠে রিন রিন
নিরন্তর শুভকামনা বুবু
শুভ জন্মদিন ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ২:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনারটা কবে দাদা?
৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ২৫ মে
২০ শে মার্চ, ২০১৮ রাত ২:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিকাছে ঠিকাছে ভায়া
রাখলুম টুকে;
মন যদি থাকে ভালা
দেবো পোষ্ট,অকে?
১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ২:৪৫
কানিজ রিনা বলেছেন: রাবেয়া জন্য দোয়া ভালবাসা ও শুভ কামনা।
ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপু
১১| ২০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩০
মলাসইলমুইনা বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
কি করি আজ ভেবে না পাই মানে? মনেইতো হচ্ছে অনেক ভেবেছেন কবিতায় শ্রদ্ধাঞ্জলি দিতে | প্রিয় কবি আর গল্পকারের জন্মদিনে চমৎকার কবিতার নৈবদ্যে সাবাসি দিলাম |
প্রিয় গল্পকার ও কবি রাবেয়া রাহিম,
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর সেই সাথে তাড়াতাড়ি আরেকটা নতুন লেখার আশা !
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যে বাকবাকুম
একই দাবী আমিও পেশ করিলেম কবিতরে.............
অবশ্য জানি কুনু লাভ নাই, অতিশয় গোঁয়ার-গোবিন্দ কূমারী। বুঝের বাইরে এক ঠ্যাং নহে............আফসোস
১২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৬
রাবেয়া রাহীম বলেছেন: প্রিয় সামুর প্রায় সকল ব্লগার কে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই । অনেকখানি তোমার কারনেই এই ব্লগটিকে খুব আপনার আপন মনে হয়। আত্মীয়তার এ বাঁধন অটুট থাকুক এই প্রত্যাশায় কৃতজ্ঞতা জানাই সামু পরিবাররের সকলকে।
যারা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ।
ভালবাসা রইল পাগলা ভাইটির জন্য এত সুন্দর ছড়ার নিবেদনের জন্য ।
২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙটারে তুমি শিল্প বানাইছোগো বুব
১৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৭
রাবেয়া রাহীম বলেছেন: রাফা বলেছেন: মচৎকার হইছে ছড়া...কবিতা।
রাবেয়া দিদি’কে জন্মক্ষণের শুভ কামনা,উণার কবিতা আমি ভালো পাই।
সাথে আপনাকেও একটা বিশাল ধন্যবাদ।
ধন্যবাদ রাফা । অনেক ভাল থাকবেন।
২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোরার ঝাঁঝ আছে মাইরি.............
১৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৮
রাবেয়া রাহীম বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
কি করি আজ ভেবে না পাই মানে? মনেইতো হচ্ছে অনেক ভেবেছেন কবিতায় শ্রদ্ধাঞ্জলি দিতে | প্রিয় কবি আর গল্পকারের জন্মদিনে চমৎকার কবিতার নৈবদ্যে সাবাসি দিলাম |
প্রিয় গল্পকার ও কবি রাবেয়া রাহিম,
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর সেই সাথে তাড়াতাড়ি আরেকটা নতুন লেখার আশা !
অনেক ধন্যবাদ আপনাকে।
২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রটোকল ব্রেক করে মলাসইলমুইনা'র নাম সিরিয়ালে আগে এনেছো, এ তোমার অতি স্বজনপ্রীতি বাপু.............
১৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৯
রাবেয়া রাহীম বলেছেন: সম্রাট ইজ বেস্ট বলেছেন: সহজ-সরল উইশ দিলাম জন্মদিনের তরে
হাসিখুশি আর সুখ-শান্তিতে জীবন উঠুক ভরে।
অনেক ধন্যবাদ আপনাকে।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহজ সরল উয়িশেও কেমন জানি বাদশাহী ব্যপারস্যপার আছে মাইরি
১৬| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১০
রাবেয়া রাহীম বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন বুবু।।
অনেক ধন্যবাদ ভাই। খুব ভাল থাকবেন।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনি আমারো অতি সজ্জন
১৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১১
রাবেয়া রাহীম বলেছেন:
সোহানী বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া।
যাক্ সত্যের বিড়াল তাহলে বের হলো.............. হাহাহাহাহাাহা
ছড়ায় বরারবরের মতই +++++++++
কাকু ভালো আছে কিন্তু মন খারাপ মনে হচ্ছে!!!!
অনেক ধন্যবাদ সোহানী ।
সবার মন ভাল থাকুক এই প্রত্যাশা
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানীপু'র কিসে এত ব্যস্ততা কও দিনি?
১৮| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১১
রাবেয়া রাহীম বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: বাজে ঢাক বাজে বীণ
বুকে উঠে রিন রিন
নিরন্তর শুভকামনা বুবু
শুভ জন্মদিন ।
অনেক ধন্যবাদ প্রিয়
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখি তোমার সাধারণ গিয়ান, কওতো সেলিম ভাইয়ের জন্মদিন কবে?
১৯| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১২
রাবেয়া রাহীম বলেছেন: কানিজ রিনা বলেছেন: রাবেয়া জন্য দোয়া ভালবাসা ও শুভ কামনা।
ধন্যবাদ।
ধন্যবাদ আপা ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানিজাপু সো সুইটিং কিউটিং
২০| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি কিছু জানিনি
তোমাদের ভালবাসায়
তাই ভাগ বসাইনি
নীল চোখে ভুবন নীল জানি
কিছু মনে করিনি;
অনেক অনেক শুভেচ্ছা
শুভ জন্মদিনে শুভক্ষনে
শুভকামনা রয় চিরদিনই মনে
ইহ-পর কল্যান প্রর্থনা তার সনে।।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক বাপু এ বেলায়
করোনাকো ঢঙ আর;
প্রেসক্লাবে সেদিনতো
প্রায় প্রাণ সংহার !!
ক্রোধে রোষে ফেটে সেথা
ছিলেনা যা বেভুলা;
হায়াতটা ছিলো বলে
বাঁচে যাই সে বেলা।
চোখে ছিলো আক্রোশ
হাতে ছোরা-ডান্ডা;
খুঁচিয়ে খাবলে নেবে
অধমের জানডা।
ডরে কাঁপে হাত-পাও
প্যান্ট যায় ভিজিয়া;
মহিলা পুলিশ দেখে
দেই দৌড় খিঁচিয়া।
মা-মাসি ডাকি তাগো
আঁচলেতে যাই লুকি;
তুমিও আবছা চোখে
খুঁজিতেছ উঁকিঝুকি।
হোকনা পুলিশ তারা
থাক যত ক্ষমতা;
হাজার হোক নারীইতো
জাগে তরে মমতা।
আদরে জড়িয়ে ক'লো
ডরিওনা খোকাগো;
আছি মোরা ভয়টা কি
খোকাটা কি বোকাগো।
কথা সে সত্য বটে
গেলে তুমি পিছলে;
সামলে নিলে সে রাগ
মাল তুমি ফিচলে।
ধরি মাছ ছুঁই পানি
চামে গেলে কাটিয়া;
নেক্সট টাইম নো-মার্সি
এই প্ল্যান আঁটিয়া।
আমিও বাঁচিয়া চামে
চির ছাড়ি ঢাকারে;
'ঢাকা' নয়,জরুরাত
সালামতে থাকারে।
এভাবেই ডরেভয়ে
কাঁধে নিয়া হুলিয়া;
তোমারে লুকিয়া বাঁচি
জান হাতে তুলিয়া।
২১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯
মোস্তফা সোহেল বলেছেন: যে ভালবাসে সে শুধু
বাড়ায় ঋন
খুব খুব শুভ হোক
রাবেয়াপুর জন্মদিন।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিনদিন ছন্দে হে
বাড়ছে যা দক্ষতা;
দিন বুঝি শেষ মোর
দুরুদুরু বক্ষটা।
২২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া আপু.........
লাইনগুলো পড়ে মনে হলো রি-পোস্ট, লিখে দেবার জন্য ধন্যবাদ। সুন্দর লিখেছেন।
শুভ সকাল।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসো এসো পামরাজ
তোমারই যে কমতি;
তুমি ছাড়া পোষ্ট মোর
কাভি নেহি জমতি।
২৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেঁচে থাকো আপু তোমার
যতদিন ইচ্ছা
জন্ম দিনে জানাই তোমায়
অনেক অনেক শুভেচ্ছা।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেঁচে থাকো আপু তোমার
যতদিন ইচ্ছা
একি তোমা হলোটা কি
কথাখানি শিরকি;
নাস্তিকই হলে বুঝি
ভেবে যাই ভড়কি।
আরি আরি চেতো ক্যান
মজাটাও বুঝোনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজো না।
২৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: সহব্লগারের প্রতি এই সৌজন্য ও সহৃদয়তায় মুগ্ধ ও আনন্দিত হ'লাম!
এবারে আমার দুটো করে লাইনঃ
শুভ জন্মদিন, কবি রাবেয়া রাহীম!
আনন্দে কাটুক আজ সারাটা দিন!
'কি করি আজ ভেবে না পাই',
ভাবনার কোন প্রয়োজন নাই!
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবনার প্রয়োজন
এবেলায়ই গেলো বেড়ে;
ছন্দের ঝাঁঝে বাপু
ভাবি দেই দৌড় ঝেড়ে।
সহজিয়া অনায়াসে
ছন্দ যা বাঁধলো;
ফুরলো ফুরলো দিন
ভায়া ভাতে মারলো।
২৫| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জম্মদিন রাবেয়া আপির সাথে আপনাকেও ধন্যবাদ সুন্দর ছন্দময় ছড়ির জন্য
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ হে মামুজান
২৬| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার! শুভ জন্মদিন রাবেয়া।
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ, শুভ কামনা
২৭| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৩
ব্লগ মাস্টার বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া বুবুর ।
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ মাস্টারমশাই
২৮| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
কাছের-মানুষ বলেছেন: শুভ জন্মদিন কবিকে।
আপনার ছড়াটাও কিন্তু বেশ ভাল হয়েছে। অভিনন্দন আপনাকেও।
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টখানি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট, তবু
হৃদে দাগ কাটলো।
২৯| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪
সামিয়া বলেছেন: শুভ জম্মদিন প্রিয় আপু।। পার্টি দিতে হবে কিন্তু
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোক আর পাওনা হে
বৃথা চাও পার্টি;
চুষেও ফেলেনা কভু
আম খোসা-আঁটি।
৩০| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭
তারেক ফাহিম বলেছেন: রাবেয়াপুকে জন্মদিনের শুভেচ্ছা।
সহ ব্লগারদের প্রতি বেশ অন্তরিকতা দেখে মুগ্ধতা ছড়াকার ভাই
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুচকুচে গাত্রবর্ণ লৈয়াও লাজে রাঙা হৈলুম
৩১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায়! কি কলি কাল
ধরলে একি ভোল!
নিনু বুকে জড়িয়ে
ভুলে গেলে কলরোল?
কিযে খুশি পেয়ে তোমা
আহা! চকোরে যেন চন্দ্রমা!
তুমি কিনা মিছে এয়ে
কর ফান যা খুশি কয়ে!!!
নাটকেও শেষে গিয়ে
পুলিশও ধরলে নারী
আর কত খেমা দাও
নারী সনে বাড়াবাড়ি
৩২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া আপুনি।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে গেছে,
অনেক ধন্যবাদ
৩৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ পড়লে হিংসে হয়
২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অ-ছন্দ কু-ছন্দেই হিংসে!!
তাইলে ফটোগ্রাফি দেখে আমার কি হাল বুঝুন একবার.................
৩৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন:
২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়ে মানে দুধ চিনি বাড়াইয়া এক কাপ দ্যাওন যায় না?
৩৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা জানাই , রাবেয়া রহিম
কি করি আজ ভেবেনা পাই, কাটে সারাদিন।
এমনদিনের তরে, আমরাও ভাই,
নেচে গেয়ে কাটাই ব্লগে ব্লগে পাড়ায়।
ধন্যবাদ,ভাল থাকুন।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাত্র দেড়মাসে ৯টি পোষ্ট এবং ২২২টি মন্তব্য................আপনার ব্লগিং স্পিরিটে মুগ্ধতা
৩৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০
নূর-ই-হাফসা বলেছেন: শুভ জন্মদিন ।
জীবনের প্রতিটি দিন হাসি আর আনন্দে কাটুক।
অনেক অনেক শুভকামনা।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ হে প্রিয় সুহৃদ
৩৭| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: আপিকে জন্ম দিনের শুভেচ্ছা!
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থোড়া জলদি হয়ে গেছেগো বিলুসোনা, আরো ৩৬৩দিন বাকী !!!
৩৮| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ২:৩০
মনিরা সুলতানা বলেছেন: কবি বু !!
জন্মদিনের অনেক ভালোবাসা -
রেখো চীরদিন অতটাই আদরে আহ্লাদে।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষ নিবেদন রইলো মোরও অন্যজনার তরে................
৩৯| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
দুঃখিত, একজন সহব্লগারের জন্মদিনটির ঘন্টাধ্বনি শুনতে বড্ড দেরী করে ফেলেছি ।
রাবেয়া রাহীম একজন নিবেদিত ব্লগারই নন , ভালো একজন কবিও বটে । তাঁর জন্মদিনের এই শুভক্ষনটি কবিতার
সব ছন্দ নিয়ে বয়ে যাক আরও হাযার বছর ধরে ।
শুভেচ্ছা আপনাদের দু'জনকেই ।
২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এদিকে আপনার পদধ্বনি শুনতে পেয়ে ঐ প্রবাসি কবি খুশীতে কতটা গার্ডেন গার্ডেন তা এই এখানে বসেই টের পাচ্ছি মাইরি..............
অনেক অনেক ধন্যবাদ হে অগ্রজ
পাঠে কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩১
এডওয়ার্ড মায়া বলেছেন: শুভ জম্মদিন বুবু-জীবন সুন্দর হোক ।
সুন্থ্য এবং সুন্দর থাকুন।
পোষ্টের জন্য ধন্যবাদ জেসন দা -বন্ধন অটুট থাকুক ভাইয়ামনি