নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
কবিতার ধ্যানে হেথা
আছেন এক মশগুল;
উপমার রাজা তিনি
আমাদের নজরুল।
সামুর সে দুখুমিয়া
রচেন যা কাব্য;
দিশকুল যাই খুঁয়ে
যত তারে ভাববো।
সুগভীর বচনের
কাব্যের গাঁথুনি;
দাঁতভাঙ্গা উপমায়
হৃদে উঠে কাঁপুনি।
কবিদেরও কবি তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।
তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।
যে নামেই থাকো তুমি
মিম কিবা ভৃগু;
হৃদয়েতে করো রাজ
কয়ে দিচ্ছিগো।
যত লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।
শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের স্পর্ধা।
রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।
তাও এই শুভদিনে
ধরি মসি সাহসে;
পদধূলি যদি মেলে
অধমের পাপোষে।
বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''।
এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
মোরা সব পূজারি।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর দুখুমিয়াকে নিয়ে থোরা লিখাটাও এক বিরাট দুঃসাহস মাইরি...............
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮
শায়মা বলেছেন: হ্যাপী বার্থ ডে ভাইয়ামনিকে!!!
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে কানে কই শুনো
জরুরি সে জানাটা;
দিয়া নয় হিয়া আর
চাঁদু মুখী কানাডা।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: বিদ্রোহী ভৃগুকে শুভ জন্মদিনের অভিনন্দন! আপনাকেও এ সুন্দর শ্রদ্ধাঞ্জলির জন্য ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলেম
আপনাকেও শুভেচ্ছা।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
এই ছড়ার মতোই বাজুক বীণ, বাজুক ঢাক, বিদ্রোহী ভৃগুর জন্মবার্ষিকীর এই দিনটিতে ।
আর এই সুখবরটি দেয়াতে আপনাকে কী বলে ধন্যবাদ জানাবো, ভেবে পাচ্ছিনে !
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই ছড়ার মতোই বাজুক বীণ, বাজুক ঢাক, বিদ্রোহী ভৃগুর জন্মবার্ষিকীর এই দিনটিতে ।
বাজুক বাজুক বাজুক
আর এই সুখবরটি দেয়াতে আপনাকে কী বলে ধন্যবাদ জানাবো, ভেবে পাচ্ছিনে !
অধমের আগডুম লিখায় আপনার এই উতলাপন দেখে তাগদুম সুখে কি করবো আমি কি ছাই ভেবে পাই.................
৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ভৃগু ভাইয়ের জন্মদিনে অনেক শুভ কামনা।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও রাখিয়াছি স্মরণে। ক্রমশ্য...............
৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
আখেনাটেন বলেছেন: ওদিকে একটা শুভেচ্ছা বাণী দিয়ে অাসলুম। অারো কত জায়গাত যে বাণী দিতে হবে রে!!!!
জন্মদিনের শুভেচ্ছা ভৃগু দা'কে। সাথে 'কি করি'র জন্যও রহিল এক ডালি কদবেলের শুভেচ্ছা। বেলতলা দিয়ে যাওয়ার সময় মাথায় যেন না পড়ে তাই আগেই পেড়ে রেখেছিলুম। শায়মা'পুকেও দু পিস দিবেন।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'পিসে মানিবার সুবোধ কি তিনি?
তার'চে বরং মাথায় বেলপতন ঢের শ্রেয় ছিলো
৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা 'আপাজান'
৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কদবেল আমারও খুব পছন্দ, ব্লগার আখেনাটেন।
ভৃগু ভাইয়া আর জেসন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কদবেলের শরবৎ ট্রাই করে দেখেছেন কখনো? (সিরিয়াসলি)
৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১
স্বপ্ন কুহক বলেছেন:
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেকে আটখানি ফুলের কি কুনু মর্তবা আছে?
১০| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভৃগু ভাইয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা,
শুভেচ্ছা পৌঁছে দিলেম..............
১১| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
কদবেলের শরবৎ কভু ট্রাই করি নাই,
রেসিপি থাকলে, আমারে দিয়েন ভাই।
দেখতাম চেখে কেমন লাগে,
জল এসেছে জিভের আগে!
কদবেলের চাটনী খেয়েছি যবে,
শরবতে সে স্বাদ মিটবে কি তবে?
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা সেই একখানি
রেসিপি সে চাটনীর;
দিয়ে দাও মিক্সারে
ল্যাঠা নেই বাঁটনীর।
খেয়ালটি রাখা চাই
অনুপাতে মশলা;
আঁশ-দানা ঝেড়ে নিতে
থ্রেসারে তা ঘষলা।
থোরা তেতুলের টকে
স্বাদ আরো জমবে;
ব্লেন্ডও করোনা বেশি
আধা চাপে থামবে।
এভাবেই পাবে এক
টকঝাল য়াম্মি জুস;
স্বাদের তুলনা নেই
দিলখোশ দিলখোশ।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৮
সোহানী বলেছেন: সরি দেরিতে শুভেচ্ছা জানাতে আসলাম কারন তোমাদের সাথে রাতদিন ফারাক...........।
শুভ জন্মদিন প্রিয় কবি, লেখক, চমৎকার মন্তব্যকারী এবং সবচেয়ে বড় কথা অনেক বড় হ্রদয়ের অধিকারী প্রিয় ব্যাক্তিত্ব। অচেনা অদেখা ভার্চুয়াল জগতে সহজে আপন করে নিতে পারে যে কাউকে..............
আর তোমাকে ধন্যবাদ জন্মদিবস মনে করিয়ে দেবার জন্য। আর হাঁ এটা তোমার অলিখিত স্বেচ্ছায় দায়িত্বপ্রাপ্ত.........হাহাহাহাহাহা
১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহ, দু'লাইনে যে উস্তাদি মুন্সিয়ানায় ভৃগুদারে নিঁখুত ফুটিয়ে তুলেছ আমি ছাই দু'দিন ভেবেও তার রতি-ছিটে পারিনি।
লেখকেরা আসলে বর্নড, মেড না।
আই কুইট বাবা।
বাড্ডে ব্যাটনটা তোমার হাতে তুলে দিলেম নিশ্চিন্তে.................
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৪
স্বপ্ন কুহক বলেছেন: লেখক বলেছেন: কেকে আটখানি ফুলের কি কুনু মর্তবা আছে?
আমি খুব সেয়ানে
না করি কাম মরতবা বিনে
খুশিতে আটখানা বুঝাতে
ফুল ফুটলাম গুনে ।।
তুমিও বাপু কম নও হিসেবে
পুরো আটখানা নিয়েছ গুনে গুনে
১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখলাম মিসেস রাহীমা
দেখালে যা মহিমা;
মাল হে তুমি টেটনা
ছন্দ লিখায়ও লেট না।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৩
শিখা রহমান বলেছেন: ব্লগের বিদ্রোহী কবিকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি প্রিয় কবি ছাড়াও প্রিয় মন্তব্যকারীদের একজন। আপনার অনেকগুলো মন্তব্যই আমি মনের দেয়ালে সোনালী ফ্রেমে বাঁধাই করে রেখেছি। সবসময় পাশে থাকার জন্য আর প্রিয় সামু ব্লগকে প্রাণবন্ত করে রাখার জন্য অনেক শুভকামনা ও ধন্যবাদ বিদ্রোহী। আরো অনেক অনেক বছর ব্লগের আর জীবনের পথে আপনার যাত্রা আনন্দময় হোক।
আর ওপরের সোহানী আপুর সাথে সুর মিলিয়ে বলছি ধন্যবাদ ছড়ায় ছন্দে সব প্রিয় লেখক-কবি-ব্লগারদের জন্মদিন মনে করিয়ে দেওয়ার জন্য ও তাদের শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেবার জন্য।
১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক'লাইনে যা ক'লে তারে
হবেই শুনে বাকবাকুম;
কইবে সে-ও ফ্রেমেই বেঁধে
কইলে যা সব মনে রাখুম।
ছুঁ মারি এক টানেই নিলু
ব্যাটনখানি কাঁড়ি;
সোহানী'পুর ব্যাটনখানি
আজ হতে তোমারি।
১৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: প্রি য় বিদ্রোহী ভৃগু ভাইয়ার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, উনার সুন্দর ও গঠনমুলক মন্তব্য ব্লগের নতুনদের জন্য অনুপ্রেরণা।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উনার সুন্দর ও গঠনমুলক মন্তব্য ব্লগের নতুনদের জন্য অনুপ্রেরণা।
একদম,
শুভেচ্ছা পৌঁছে দিলেম
সুন্দর মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
১৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪
নীল আকাশ বলেছেন: বিদ্রোহী ভৃগুকে শুভ জন্মদিনের অভিনন্দন! আপনাকেও এ সুন্দর শ্রদ্ধাঞ্জলির জন্য ধন্যবাদ ।
শুভ কামনা রইল।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও প্রীতি এবং শুভেচ্ছা।
ধন্যবাদ।
১৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাজুক সুখের বীণ
আজ কবির জন্ম দিন।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাজুক সুখের বীণ
আজ কবির জন্ম দিন।
বাহহ, ছন্দে মুগ্ধতা
১৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫
নতুন নকিব বলেছেন:
বিদ্রোহীকে স্মরন করায়,
হৃদয় গেল ভরে।
ভালবাসা আর শুভাশীষ,
দু'জনেরই তরে।
ছড়ায় ছন্দে এমনি করেই,
কাটুক শুভ দিন।
হোক না জীবন পূন্য প্রেমে,
ধন্য ও রঙিন।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নকীব ভায়ার ছন্দে পাঁচুর
পিলেই যে চমকালো;
গাঁথলে যা সে পাঁচুর চেয়ে
হাজার গুণের ভালো।
১৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
তানপুরা দোতারা
বাজে রিনরিন,
শুভ শুভ শুভ হোক
Your জন্মদিন।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তানপুরা দোতারা
বাজে রিনরিন,
শুভ শুভ শুভ হোক
Your জন্মদিন।
সাধু সাধু,
এরপরে আর যুক্তি নেই ভ্রাতা
২০| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
এ.এস বাশার বলেছেন: বিদ্রোহী ভৃগুকে শুভ জন্মদিনের অভিনন্দন! আপনাকেও এ সুন্দর শ্রদ্ধাঞ্জলির জন্য ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
শুভেচ্ছা পৌঁছে গেছে.............
২১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
মলাসইলমুইনা বলেছেন: নহে চাই নবজন্মের করুন ক্রন্দন
চাই বিদ্রোহী ভিগুর নব স্পন্দন
মহা বিদ্রোহী হয়ো না ক্লান্ত
ভালোবাসার কবিতায় থাকো অভ্রান্ত
ব্লগ পাতা করো ভালোবাসায় বিলীন
শুভ হোক বিদ্রোহী জন্মদিন !
ভেবে না পেলেও কাজ কি আছে জানেনই তো ....হাতে হাতে বা মেইলে যেভাবেই হোক বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা পাঠাবার বন্দোবস্ত করুন I আমার বিরুদ্ধেই আবার বিদ্রোহ না করে বসে সেই চিন্তায় অস্থির আছি মশাই ! হারি আপ ম্যান !!!
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিদ্রোহী কুম্ভকে জাগিয়ে দু'কানে চোঙ্গা ঠেসে শুনিয়ে এলুম।
ইউ আর সেফ দাদা। কংগ্রাটস।
পুরো কানের পাশ দিয়ে গেলো, বেঁচে গেছেন এ'বেলায়
ভাগ্যও মাইরি..............
২২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ জন্মদিন, সুন্দর ছড়া কবিতায় জন্মদিনের শুভেচ্ছা দেখে মুগ্ধ, সুন্দর লিখেছেন এবারেরটা মনোযোগ বেশি ছিল মনে হচ্ছে
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক, এ'বেলায় আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার নই
২৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫
আকিব হাসান জাভেদ বলেছেন: আহা কি মু্গ্ধ ছড়া । ছড়ার উপমায় জন্মদিন কাটুক আনন্দ আর হাসিতে । জন্মদিনের শুভেচ্ছা রহিলো ছড়ার নায়কের । শুভ জন্মদিন ।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাহ, সহজ কথায় কি চমৎকার মন্তব্য!
ভালো লাগা, ভীষন ভালো লাগা
২৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সু্প্রিয় কবি। ভালো থাকুন সবসময়। কি করিকেও অভিনন্দন বিদ্রোহী ভৃগুকে নিয়ে লেখার জন্য।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা প্রিয় কবি।
২৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
বিষাদ সময় বলেছেন: সবটাতে বিদ্রোহ
এই শুধু ভয়টা,
বল আজ দেব তারে
মোমবাতি কয়টা?
তার তরে শুভ জন্মদিন, আপনার জন্য শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো সে একি কথা
দ্রোহ আর দ্রোহ তার;
কি কথায় রেগে পরে
দেবে করে ছারখার।
সেই ভালো মোম থাক
বড়জোর পচিশে;
খুশি হবে ভেবে চাঁদু
আজো তথা কচি সে।
২৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দিনশেষে উঠে মন হেসে
পেয়ে সেরাটা। দিলে ভালবেসে,
সকল দুখ: গেল ধূয়ে
কবিতার নৈবদ্য পেয়ে!
ভায়াটা ভালবাসে
বড় বেশি আমায়
তাই বুঝি বেগুনেও
গুন খুজে পায়!
রথি মহারথিরা সব
আকাশেরই তারা
আমরা আমজনতা
খুজি দিশা, হয়ে হারা!
এত এত ভালবাসায়
বাড়িয়েছ ঋণ
শুধিব কেমনে ভাবি
ছোট এ জীবন!
ভালবাসা দিতে পারি
আছে বুক জুড়ে
ভালবেসে নিও তারে
আপন করে!
হ্যাটস অফ অভিবাদন
করকমলে তোমার
প্রতিদানে রইল দোয়া
হে পরওয়ার -
রাখো তারে সদা সূখে
সকল ভুবনে
দু:খ না ছোঁয় তারে
কোন কারণে!
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা সনে বাপু মোর
ছন্দটা হয় না;
জেল্লাতে তোমার ঐ
লাগেগো যা ভয় না।
তোমার গুণের কাছে
আমি অতি তুচ্ছ;
লাগে যেনো অগা এক
সারমেয় পুচ্ছ।
নয়া আর কবো কি হে
লোকে জানে সবি;
বস সদা বসই রয়
যাব যাঁহা জো ভি।
শরমের হলো ঘাট
ক্ষমো গুরু ক্ষমো হে;
পদধূলি নিয়ে কই
ভজনিয়া নমঃ হে।
২৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলের করকমলে হ্যাটস অফ অভিবাদন
শুভেচ্ছা জানিয়ে শুভকামনায় আর নিত্য ভালবাসায় সকলেই ঋনি করেছেন!
সকলের জন্য রইল হৃদয়ের গহন থেকে দোয়া, শুভকামনা আর শুভেচ্ছা
জীবনের খেরোখাতায় এইটুকুই খুঁজে পাই
সকলের ভালবাসা যেন সঞ্জীবনি সুধায় -
রাখে বাঁচিয়ে স্মরনের পাতাতে
দেহাতীত হলেও রয় তাই
সব জীবন পাতে!
এভাবেই ভালবাসা
পাই যেন সদা, বড্ড লোভি
শুধু পেতে নয় দিতেও সদাই উন্মুখ-
ভালবাসাতেই পাই জীবনের সব সূখ তাই
সকলের জন্য রইল হৃদয়ের গহন থেকে দোয়া।
শুভকামনা আর শুভেচ্ছা
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙে ঢঙে মিছে মোরে
খুব দ্যাও ঠেশটা;
আমারওতো আছে মন
কুরে খায় রেষটা।
হয়ে থাকি মনমরা
ফেটে যায় বুকটা;
কেঁদে হই জারজার
উবে যায় সুখটা।
নয় লিখি অগাবগা
মানহীন সস্তা;
কে না জানে লোক আমি
বেগুণের বস্তা।
তাও থাকো লেগে পিছে
নেবে বুঝি জানটা;
না না বাবা মাফি মাফি
মলে দাও কানটা।
২৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসাইলেন ভাই, রাজনৈতিক প্রতিহিংসা থাকবে কেন?
দেশটাতো সবারই, আপনিও নিশ্চয়ই আমার চেয়ে বেশি ভালোবাসেন দেশকে, আপনি যার হাতে দেশের উন্নতি দেখবেন তাকেই তো সাপোর্ট করবেন।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি না না, আমিতো পাকি এজেন্ট। দেশ বিরুধী বিশেষ এজেন্ডা বাস্তবায়নে রত। মনে নেই বিলুর সেই পোষ্টে কত কান্ড। আপনিও রসিয়ে খুব মজা নিয়েছিলেন মশাই। হুহহহ
২৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: ভৃগু ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। তবে মাঝে মাঝে আসলেই দাঁতভাঙার উপক্রম হয় !!!
* কোন ফাউ কথা হইবে না..............
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আই সয়্যার
আরেকখানা পোষ্টে আপনার স্রেফ লাইক দেখে যেই গাল ফুলিয়ে মাত্র ভাবছিলেম আরেকখানা অমর 'ফাউ' ছড়া রচিব করদা'র কর কমলে, সাথে সাথে এ্যাই কমেন্টা দেখলুম !!
আপনি বেঁচে গেলেন। ভাগ্যও মাইরি
না চাইলেই দ্যাখলেন ফাউ কথা হয়েই যায়
কথার নাম লুৎফুন্নাহার লতা.............
৩০| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাই বিদ্রোহী ভৃণ্ডের প্রতি। আর আপনার জন্য অসংখ্য শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলি ট্যান্কের সামনে কি ভৃগুদা স্বয়ং!!!
তেমনিইতো লাগছে, ঠিক অমন সাদা শার্ট আর কালো প্যান্ট তার আছে................
৩১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যারা ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করে পাকিস্তানকে মিত্ত প্রমাণ করতে চায় ছলেবলে কৌশলে, তাদের সম্পর্কে আমার ধারণা আপনি যেমনটা বললেন সেরকমই বরাবর।
যাক সেসব কথা। বিলি ভাইকে ব্লগে আনছেন না কেন? তার কি দোষ ছিল? কেন তার প্রতি ব্লগবাসীর এমন উদাসীনতা!!!
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে-ই রিএ্যাকশনেইতো বিলু ভাগলপুর স্টেশনে ওয়েটিং............
তা আমায় কি সাজা দেবেন?
৩২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভৃগু'দা আপনার জন্মদিনে
অনেক অনেক শুভেচ্ছা।
পোস্টদাতাকে ধন্যবাদ
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা হে সুহৃদ
৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে কেন সাজা দিবো ভাই! আমরা তো কেউ চেষ্টাই করলাম না তাকে ব্লগে ফিরে আনতে!
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,
পাকি এজেন্ট, বিম্পির দালালদের এমনি এমনি ছেড়ে দেবেন !!!
৩৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
তারেক ফাহিম বলেছেন: ভৃণ্ড ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনেকটা লেট হলো।
ছন্দাকারের মন্তব্যগুলো পড়তে পড়তে কোন কোন কাজ চলে আসে।
আবার পড়ি আবার আসে ভুলেই গেলুম জন্মদিনতো শেষ হয়ে গেলো।
তবুও শুভেচ্ছা জানাবেন প্রিয়।
ছন্দে মুগ্ধ জনাব।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাহ মোটে নয়
শুভেচ্ছা অমলিন
উৎসবের মেয়াদ বরঞ্চ বাড়লো
আন্তরিক মন্তব্যেও মুগ্ধতা ভ্রাতা
৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনি আজ দু'দিন মাস্তিতেই আছেন
৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
এস এম ইসমাঈল বলেছেন: খুশীর বাদ্য বাজুক এবার
আনো ভালো ভালো খাবার
বিদ্রোহি ভৃগুর জন্মদিনে
কেক কাটবো সবাই মিলে
ওলো তোরা আয়
ঐ দেখা যায়
বিদ্রোহির বাড়ি,
সবাই মিলে চল দেখি
ভাংবো হাটে হাঁড়ি
শুভ জন্ম দিন বিদ্রোহি কবি।
আর শুভেচ্ছা প্রিয় পোষ্ট দাতাকে, কবিতার ছন্দে মনে করিয়ে দেবার জন্য।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আফসোস,
কবিতা নয়, মন গলে তার নুপুর ছন্দে যা আপনার আমার কারো নেই
৩৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০
এস এম ইসমাঈল বলেছেন: পুনসচ - আমার ভাগের কদবেল না পেলে, তোদের সবার মাাথা ফাটাবো, বলে দিলাম।হাহা হাহ
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি আশ্চর্য!!
শায়মাপুর একার দোষে সবাই কেনো ভোগবে?
এইডা কিমুন বিচার?
৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
করুণাধারা বলেছেন: নানা ঝামেলায় এসে পৌঁছাতে দেরি হয়ে গেল, তাই দেরি করেই জানাই জন্মদিনের শুভেচ্ছা!
আগামী দিনগুলো শুভ হোক, ভৃগু। কি করির জন্যও রইল অশেষ শুভকামনা।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোই বাত নেহি
শুভেচ্ছা ভালোবাসা থেকেই উৎসারিত আর অমূল্য সে ভালোবাসা
এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হবে পারে, ধন্য ভৃগুদা।
আপনাকেও অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
সনেট কবি বলেছেন: প্রিয় কবিকে নিয়ে চমৎকার লিখেছেন।