নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'২১\' রে মোর

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৭


সালাম ভাবেন আজবতো
ভাষার উপড় জোর-জবর !!
মানিনে তা মানবোনে
তারচে' বরং খোড় কবর।


বরকতেরো মেজাজ গরম
বলতে মানা মায়ের বুলি !!
শ্লোগানে তার গগন কাঁপে
মাররে তোরা শেল আর গুলি।



রফিক কহেন কেমন কথা ?
কেমন তাদের আক্কেল !!
জুলুমেরও নেই কি সীমা !!
ঐ সবে চল মেডিকেল।



শফির মাথায় খুন চেপেছে
জ্বলছে বুকে দ্রোহের আগুন;
মিছিলে তার প্রলয় নাচন
তারিখটা ঠিক ৮ই ফাগুন।



জব্বারও আজ ফোঁসছে রাগে
কিসের তোদের রংবাজি?
কাঁড়বি মোদের মায়ের ভাষা !!
জীবন দিতে ঠিক রাজী !!



ধুম ধুম ঠা ঠা বুকের কি পাটা
রাজপথ খুনে রাঙালো;
গর্জে উঠে বীর বাঙালী
মরন যে ঘুম ভাঙালো।



বাংলা মায়ের দামাল ছেলে
মরন সনে সখ্যরে;
লিখা হলো ইতিহাস
মায়ের ভাষার অক্ষরে।

শেষ কথাঃ
তারিখটা মনে রেখে
সবে মিলে ঘটা করে;
শহীদ মিনারে যাই
ফুলে ফুলে যায় ভরে।

ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ।

ইংলিশ ছাড়া যেনো
কথা মুখে রুচেনা;
হৃদয়ের দৈন্যতা
জাতির আজো ঘুচেনা !!!

কখনও কি ভেবেছি
শহীদেরা বড় দুখি;
বলিদান বৃথা যেনো
জাতি আজ ভীন মুখি।

হয়েছে কি তোমাদের !!!
এত কেনো উদাসীন !!!
শোধবেনা কভু বুঝি ???
শহীদের সেই ঋণ ???

মিনারেতে ফুল দেয়া
মোটে নয় ঋণ শোধ;
চেতনায় জেগে উঠো
মননে বাঙালী বোধ।


(রিপোষ্ট)

মন্তব্য ১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। ছড়াটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা.....

আপনার বাংলাসাহিত্য ও ব্লগপ্রীতি আমাকে সবসময়েই মুগ্ধ করে। নিজের সময়ের দীর্ঘ একটি অংশ আপনি ব্লগের পেছনে ব্যয় করেন, যত্ন নিয়ে পাঠ করেন এবং সুবিবেচিত মন্তব্য দেন যা কিনা সত্যিই ভীষন অনুপ্রেরনাদায়ি এবং শিক্ষণীয়ও বটে। স্ব-লেখায় বিশেষ যে ক'জনার মন্তব্যের প্রতীক্ষায় থাকি তার মধ্যে আপনি অন্যতম। এবারো প্রথম মন্তব্যেই আপনাকে পেয়ে আপ্লুত হয়েছি।
আপনার জন্যেও ভালোবাসা এবং শুভেচ্ছা।
মন্তব্যে ভালোলাগা।
পাঠে কৃতজ্ঞতা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর ছড়া। ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করছি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেহেদী, আপনি ব্লগে নতুন তবে আপনার ব্লগিং বৈচিত্র বলে দেয় আসলেই আপনি বিচিত্র এবং ইন্টারেস্টিং ব্যক্তিত্বের অধিকারি। মাত্র পাঁচমাসে হাজারের উপড় মন্তব্য যে সে ব্যপার না বাপু। এছাড়া পোষ্ট লেখাতেও আপনি বেশ যত্নবান এবং ভালো পাঠকও বটে। একজন ভালো ব্লগার হবার আদর্শ গুণাবলি বেশ সুস্পষ্ট এখনব্দি। এছাড়া ছড়া পড়েন এবং বুঝেন জেনে আরো আরো ভালো লাগা।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
হ্যাপী ব্লগিং...

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

মুই বাংলায় গান গাই,
বেঁচে আছেন কবি ভাই?
ছড়া হয়েছে দারুন খাসা
শহীদদের জন্য রইলো ভালোবাসা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে আরে দুষ্টু খোকা
আজ যে ভারি মিষ্টি;
অত্ত ভালা তুমি না রে
ভাবছি বসে কেসটি।

তবে ছানা বাঁধলে যা না
অল্প কথায় ছন্দ;
তোমাতে হে বেশ পেয়েছি
জাত ছড়াকার গন্ধ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহহহ
রাজীবদা যে,,,
যাননি প্রভাত ফেরি তে?

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

আখেনাটেন বলেছেন: উঁচু শ্রেণির কাছে বাংলা ভাষা এখন চাষাভূষার ভাষা। যারা শহীদ মিনারে চকচকে জুতা মাড়িয়ে, কোট-টাই পরে লোক দেখানো ফুল দিচ্ছে এদের কয়জন ছেলেমেয়ে বাংলাভাষাটা আদৌ জানে সে নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে।

বাংলা ভাষাও এখন গরীবের সুন্দরী বউয়ের মতো গরীবের ঘরেই খেয়ে না-খেয়ে টিকে থাকবে মনে হচ্ছে। শহরগুলোতে ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুলের বাড় বাড়ন্ত ও গ্রামের স্কুলের প্রতি বিমাতাসুলভ আচরণ তাই মনে হয়।

একটি দেশের শিক্ষা-সংস্কৃতিতে উদ্ভাবনী সঞ্জীবনী না থাকলে সেটা যে আখেরে মুখ থুবড়ে পড়বে সেটাই স্বাভাবিক। আমাদের শিক্ষাবিদ-নীতিনির্ধাকেরা কি এগুলো নিয়ে ভাবছেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীতি-নির্ধারককূল নিয়েই যত ফ্যাকরা মশাই।
কি 'পাখীর ভাষা'! কি হালের ইংমি এর 'ব্যাঙ্গলি' পাঠ! সবই কিন্তু পাল-সেনযুগ হতে আজতক ঐ কূলীন নীতি-নির্ধারককূলই নির্ধারণ করে যাচ্ছেন। আবার ইদানিং অতি ভাষাপ্রীতির নয়া নয়া সব ফেনোমিনা দেখা যাচ্ছে কতিপয় অভিজাতকূলে। মূল লক্ষ্য চেতনার মূলো বেচে বানিজ্যিকিকরণ। কাটতিও বেশ। মাঝখান থেকে ঐ গরীবের বউ 'বাংলা' বেচারি বাদ বাকির ভাবি কি শালী হয়ে শ্লীলতাহানীকে কপালের লিখন ভেবেই আঁচল সামলাতে হিমশিম মাইরি।

আমি-আপনার মতন হাড় হাভাতে ম্লেচ্ছ যবনের ঘরেই বেচারি মুখ গুজে পড়ে আছে। থাকবে আবার হয়তো বা না.........

আমাদের শিক্ষাবিদ-নীতিনির্ধাকেরা কি এগুলো নিয়ে ভাবছেন?
কি যাতনা বিষে গো দাদা? ঠ্যাকা টা কি?

'অন্য কোন পাড়ের' কুলীন আসরের মনোরঞ্জনের রক্ষিতা হতেই শ্লাঘাসুখ যত্ত।

আপনিও মশাই ভারি ইয়ে,, উন্নয়নের মহাকালে কি সব আবোল-তাবোল !!
আসুন দেশ গড়ি চেতনায়.........


৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জানু,


সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ।


বাঁকি দুজনকে নিয়ে ছন্দ লিখে ফেলুন দেখি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আউয়াল ভাবে সাওয়াল নয় আর
রুখবার এলো অক্ত;
পাগলা একি! করলো সেকি!!
রক্ত !! শুধু রক্ত!!

আজিব ভারি সেদিনটারি
হল্লা কেবল হল্লাহ;
শেল মর্টারি নিলো কাঁড়ি
শহীদ অহিউল্লাহ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার নৈবদ্য !

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৮

সোহানী বলেছেন: অসাধারন, অনেকদিন পর আসলা তোমার নিজস্ব স্টাইলে। অনেক ভালোলাগলো।

কানাডায় এসে একটা বিষয়ে প্রায় বিড়ম্বনার স্বীকার হই। সেটা হলো আমরা বাংলাদেশীদের হিন্দি বা উর্দূতে কথা বলা, বিশেষ করে মাঝ বয়সী মহিলাদের। তারা অবলীলায় কোন ভারতীয় বা পাকিস্তানীদের সাথে হিন্দিতে কথা বলে। কিন্তু অপর দিকে ওরা কিন্তু বাংলা বলে না। আমি খুব হতবাক হয়ে জানতে চাইলাম কেন তারা এমন করে? তুমি ইংলিশ বলো নতুবা নিজের ভাষায় বলো। যদি তারা সেটা না বুঝে সেটা তাদের সমস্যা। তুমি কেন হিন্দি বলো। যাহোক উত্তরটা কিন্তু আমি জানি। এক, এদের বেশীর ভাগই ইংলিশ ভালো বলে না। দুই, আর হিন্দি সিরিয়াল দেখে আমরা এতো বেশী অভ্যস্থ যে ওটাই প্রায় সেকেন্ড ভাষা হয়ে গেছে দেশের বড় একটা অংশের। যাহোক, যা বলছিলাম। এরকম কোন আড্ডায় যখন আমি একমাত্র ইংলিশ বলি তখন ওরা প্রশ্ন করে, তোমার দেশের ওরাতো হিন্দি বলে তুমি কেন বলো না। তখন আমি পাল্টা প্রশ্ন করি, তোমার দেশেরইতো একটা অংশ বাংলা বলে তাহলে তোমরা কেন বলতে পারো না।

ভাষা দিবসে একটাই আবেদন, হিন্দি চ্যানেল বন্ধ হোক। বাংলাভাষা হোক আমাদের গর্বের ভাষা।

ভালো থাকো সবসময়।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ দুটি ছড়া পড়ার সুযোগ দানে কৃতজ্ঞতা রাখছি, গ্রেট।



বাঙালি বোধ জেগে উঠুক প্রতিটি প্রাণে প্রাণে

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছড়া
হল যে পড়া,
ছোট ছোট ছন্দে
কথাগুলো কড়া।

ব্লগার সোহানী'র মন্তব্যটি ভাববার মত। আমি নিজে ভারত ভ্রমণ এ গেলে হিন্দিতে কথা বলি। আগামীতে চেষ্টা থাকবে যতটুকু পারা যায় ইংলিশ দিয়ে কাজ চালাতে; একান্ত বাধ্য না হলে হিন্দিতে কথা বলা এভয়ড করবো। যদিও ভারত ভ্রমণ এ গিয়ে হিন্দি বলাটা কিছুটা মেনে নেয়া যায়; কিন্তু অন্য কোন স্থানে এই ছাড়টুকুও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। তবে হিন্দির এই আগ্রাসন কিন্তু ভারতের ভেতরেও প্রকট। দক্ষিণ পূর্বের রাজ্যগুলো হিন্দি ভাষা খুব একটা ব্যবহার করে না।

বাংগালীয়ানা একটা চর্চার বিষয়, সেই জিনিসটা আমরা ধীরে ধীরে ভুলে যেতে বসেছি।

১১| ০১ লা মে, ২০১৯ রাত ৯:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ জন্মদিন B-))

১২| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছড়া লিখেছেন। প্রথম তিনটে প্রতিমন্তব্য ভাল লেগেছে।
আখেনাটেন, সোহানী এবং বোকা মানুষ বলতে চায় এর মন্তব্যগুলো ভাল লেগেছে।
আপনি এখন কোথায় আছেন? কেমন আছেন? সেদিনের বই মেলায় দেখা হলো, কিন্তু হঠাৎ করে কোথায় যেন চলে গেলেন, আসার সময় আর দেখা হলো না, কিছু বলাও হলো না!
ভাল থাকুন, শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.