নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
'টিং টিঙা টিং' ফেবুর নোটিশ
হঠাৎ পেলেম,সে কি!
আজ ছড়ারাজ প্রামানিকের
জন্মদিনও দেখি!!
সামুর যখন ছন্দে খরা
এগিয়ে এলেন একই;
ছন্দে একাই ব্লগ মাতালেন
ঐ এক প্রামানকিই!
কে কি বলে থোড়াই কেয়ার
ছন্দ করেন ব্রত;
তার দেখানো পথটি ধরেই
আমরা আরো কত?
সবাই তো আর পথ হাঁটে না
পথ সে কারো গড়া;
পথিক জানুক এ পথ জুড়েই
প্রামানিকের ছড়া।
তার লেখণীর বলবো কিছু
নাই রে সে আস্পর্ধা;
আজ এ দিনে গুরুর তরে
কাঁচা হাতের শ্রদ্ধা।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
গুরু 'শুভ জন্মদিন'।
১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আনন্দ ও ভালোবাসা ঘিরে থাকুক ওনাকে আজীবন।
শুভকামনা নিরন্তর।
কবিদের অভিমানই
কবিদের ক্লান্তি;
কবিদের সবি ম্লান
কবিদেরই ভ্রান্তি।
কবিদের কত জল
কবিদেরই ক্ষয় চোখ;
কবিদের শত ছল
কবিদেরই জয় হোক।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
প্রামাণিক ভাইকে শুভ জন্মদিন। আর আপনার জন্য শুভকামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার জন্যও শুভকামনা,
অনেক অনেক ধন্যবাদ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩২
নীল আকাশ বলেছেন: আজকে তো দেখি ব্লগের সব মহারথীদের জন্মদিন!
প্রামানিকদা কে বেশ কিছুদিন ধরে ব্লগে দেখছি না। আশা করছি উনি সুস্থ এবং ভালো আছেন।
প্রামানিকদা'কে শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল।
আর তার সাথে আমার সুপ্রিয় ভাইটাকেও অসংখ্য ধন্যবাদ এই পোস্ট দিয়ে সবাইকে এটা মনে করিয়ে দেবার জন্য।
শুভ রাত্রী।
১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রমিদা যেখানে থাক
ভালো আছে নিশ্চয়;
আমাদের নীলও দেখি
মিঠে বেশ কথা কয়।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্ম দিন প্রামানিক দা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ জন্ম দিন প্রামানিক দা
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৫
মাআইপা বলেছেন: শুভ জন্ম বার্ষিকী “ছড়ারাজ প্রামানিক” ভাই।
১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা পৌঁছে দিলেম।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৮
চাঁদগাজী বলেছেন:
ভালো, আমাদের জনপ্রিয় ছড়াকারের জন্য শুভ জন্মদিন।
উনাকে কম দেখা যাচ্ছে ব্লগে, উনি কি চরে চাষবাস শুরু করেছেন?
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ কাকু
আমার দেখা অন্যতম একজন পরিচ্ছন্ন খাঁটি মানুষ তিনি।
চাষবাস করলে জাতিই বরং ভেজালমুক্ত আর ন্যায্য মূল্যের ফলন পেয়ে উপকৃত হবে।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫১
আকতার আর হোসাইন বলেছেন: ব্লাগার শিখা রহমান ও প্রামানিক সাহেবকে জানাই জন্মদিনের ফুলেল শুভেচ্ছা।
আগামীর পথ হোক শুভ্র সুন্দর... ভালোবাসায় ভরে যাক জীবন
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগামীর পথ হোক শুভ্র সুন্দর... ভালোবাসায় ভরে যাক জীবন
কি সুন্দর কথা,
চমৎকার শুভেচ্ছা মন্তব্যের জন্য একরাশ ভালোবাসা।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৩
কবীর হুমায়ূন বলেছেন: ছড়াকার প্রামাণিকের জন্মদিনকে উপলক্ষ্য করে লেখা ছড়াটি ভালো হয়েছে। একটি সুন্দর ছড়া উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ । ছড়াকার প্রামাণিকের জন্য রেখে গেলাম- জন্মদিনের শুভেচ্ছা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার সাথে আমার ২০১৭'এর বই মেলায় পরিচয় হয়েছিলো। সঙ্গে ছিলেন কবি অনিরুদ্ধ বুলবুল, কবি রাবেয়া রাহীম, কবি মিম মাশকুর, কবি ফয়েজ উল্লাহ এবং সম্ভবত কবি কাজী ফাতেমা ছবিও। ও হ্যাঁ, 'প্রিন্স অব রম্য' গিয়াস উদ্দীন লিটনও ছিলেন। আপনি ভীষন মিশুক আর প্রাণখোলা একজন মানুষ। সামুতে আপনাকে দেখে ভাল্লাগলো। ভালো আছেন নিশ্চয়ই।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
কিরমানী লিটন বলেছেন: শুভ জন্মদিন প্রিয় প্রামানিক ভাই। আপনার মতোই অন্তর্ধান থেকে ফিরে আসুক প্রিয় ছড়াকার- জন্মদিনে এই প্রত্যাশা....
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্ল্যাটফর্ম কতশত
ব্লগারেও গিজগিজ;
বলছি বলে ভেবো না
পেটাচ্ছি ঢেড়া নিজ।
সুদিনে পড়েছে ভাটা
মান আজ ভারি হ্রাস;
ছড়ার রথীরা আজো
সামুতেই করে বাস।
বিভাগ বাহারি,তবু
ছড়াতেই সামু সেরা;
তুমি আছো,ভরসায়
সাময়িক এ 'না ফেরা'।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভকামনা প্রামানিক ভাই এর জন্য!
অনেক শুভ হোক আগামী দিনগুলো!!
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে আরে এ যে দেখি
সামু 'লেডি বতুতা'!
কমেন্টে 'দিল খোশ'
মিস শুধু ফটো টা।
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: ছড়াকার প্রামানিকের জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন! একজন গুণী ব্যক্তির জন্মদিনকে স্মরণ করে নিজ গুণে ছড়া লিখে সবাইকে তার জন্মদিনের কথাটা জানিয়ে গেলেন, এজন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার উপস্থিতি সবসময়ই ভীষন উৎসাহব্যাঞ্জক আর মনোমুগ্ধকর তো বটেই।
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা...
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সবাই তো আর পথ হাঁটে না
পথ সে কারো গড়া;
পথিক জানুক এ পথ জুড়েই
প্রামানিকের ছড়া।
---- চমৎকার লিখেছেন। +++
---- শুভ জন্মদিন প্রামানিক ভাই। ইচ্ছের আকাশ ছুঁয়ে যাক।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তত্ত্বকথা ক'জন বুঝে
'চাই বুঝা' ঠিক তা না;
তুমিও সে 'পথ কারিগর'
কাব্য তোমার জানা।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন/।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুহৃদ,
আপনিও 'ভালো থাকুন, সুস্থ থাকুন'...
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন প্রামানিক দা
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা মন্তব্যের জন্য ধন্যবাদ
আপনার জন্যও 'শুভেচ্ছা এবং শুভকামনা'...
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Happy birthday to you
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার না একই দোষ
'ভীন বোল' সবই ক্লিশে;
খুলে তো কও রে বাপু-
কি কইলে 'ইংলিশে'?
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
অনেক অনেকদিন পরে
দেখি ব্লগের ঘরে
ছড়ার রাজাকে নিয়ে
সাজানো একখানি ছড়া,
একটি জন্মদিন নিয়ে
এতো ঘটা করে
"...কি করি" ছাড়া আর
ব্লগে কেউ দেয়নি ধরা।
"সুখে থাকুক প্রমানিক"
এই প্রার্থনা কাঁপিয়ে দিক
ব্লগের পাতা।
প্রতিবার এমনি করে
সবাইকে নিয়ে
"...কি করি" খুলে যাক তার
নতুন নতুন হালখাতা।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উস্তাদি খেইল শ্যাষে
হেথা যা না ঝাড়লে!
ডরেভয়ে ফুঁঃকি বুক
ভাতে বুঝি মারলে!!
তোমার ছন্দত্রাসে
আমি পুরো নস্যি;
দ্যাওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০১
হাবিব বলেছেন: প্রিয় ছড়াকার,
তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে শুভেচ্ছা তোমায়
আজ জন্মদিন তোমার........
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারও কম না বাপু
দখল হে ছন্দে;
কবিতায় ঠাঁটবাট-
কাব্যটা রন্ধ্রে।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
নুরহোসেন নুর বলেছেন: প্রমাণিকদার জন্মদিনে শুভেচ্ছা রইলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
তারেক_মাহমুদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা প্রামাণিক ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়ে কি ফুরোয় কও
প্রামানিক কেচ্ছা?
কমেন্টে হনু খোশ-
তোমাকে শুভেচ্ছা।
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: তুই বেঁচে থাক অনেকটা দিন মাথার চুলের সমান
হাসবি না তুই ঠিক বলেছি, রয়েছে হাজার প্রমাণ!
শুভেচ্ছা অফুরান।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও কই হাসবি নে তুই
না নয় আবোল-তাবোল;
আমি না এক কাঠিই সরেস-
'বাঁচো চুলের ডাবল'।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রামানিক ভাই কোথায়? তাঁকে বেশ অনেকদিন থেকে ব্লগে দেখি না। আশা করি তিনি সুস্থ ও কুশলে আছেন! জন্মদিনের শুভেচ্ছা তাঁকে পৌঁছে দিয়েন জেসন ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা প্রামানিক ভাই।
(প্রামানিক ভাই লম্বা ছুটিতে রংপুর আছেন। উনার সাথে আলাপ করে এই পোস্টের কথা জানালাম। উনি আনন্দিত। উল্যেখ্য যে উনি ব্লগডেতে আসছেন )
ছড়ারাজ খোশ হুয়া
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছড়া রাজের জন্মদিন যেনে গেছি আজি
কি আছে তার ভাগ্যে লেখা দেখতে খুলি পাঁজি!
মহা সুখে ঘর করিবে রানীকে তার নিয়ে.
নাতী পুতিঁর যাক যমকে দিয়ে দিবে বিয়ে।
আমরা খাব মান্ডা দধি কোন বারণ নাই,
অতিরিক্ত চাইলে কিছু বলতে পারো ভাই।
এমন দিনে দিলখোলা এই মানুষকে জানাই
সদা হাস্যে সব সময়ে পাশে যেন পাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি না খুব ইয়ে,
নাতী কেনো,কি হয় বাপু
তারেই দিলে বিয়ে?
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১
ইসিয়াক বলেছেন: প্রামাণিক ভাইকে শুভ জন্মদিন। আর আপনার জন্য শুভকামনা।
আপনি এতো কম লেখেন কেন?
আর আপনাকে আমি এতোদিন খুঁজে পাই নি কেন ?
যাক এখন থেকে নিয়মিত পড়বো আপনার কবিতা।
অনেক ভালো লাগা রেখে গেলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিএস'দা আর নুরু ভায়া
লিখছে যা না কোবতে;
ছড়ায় আমি দিলেম ছুটি-
'ক্ষেমাই দে মা' জপতে।
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
পদ্মপুকুর বলেছেন: এক প্রামাণিক (ছড়াকার) ব্লগান্তরে,
লক্ষ প্রামাণিক ব্লগে ব্লগে...
শুভ জন্মদিন স্যার।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোক্ষম কয়েছেন দাদা...
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভেচ্ছা শতত।
উনি ব্লগে অনেক দিন।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবং একক রাজত্ব তার......
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা প্রামানিক ভাই।
(প্রামানিক ভাই লম্বা ছুটিতে রংপুর আছেন। উনার সাথে আলাপ করে এই পোস্টের কথা জানালাম। উনি আনন্দিত। উল্যেখ্য যে উনি ব্লগডেতে আসছেন )
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কথা হয়েছিলো জানার জন্যেই কল দিয়েছিলাম কাউকে।
কে জানতো 'আবার এগেইন' হানিমুন চলছে সাগর পাড়ে!
শায়মাকন্ঠের খনখনা যান্ত্রিক হুমকি,
"দ্যঁ মোঁবাইল কাঁন্ট বিঁ রিচ এ্যাঁট দ্যাঁ মোঁমেন্ট, খঁবঁঁরঁদাঁরঁ জ্বাঁলাঁবিঁনেঁ মিঁনঁসেঁ........."
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০
এম ইসলাম বলেছেন: প্রামাণিক ভাইকে শুভেচ্ছা। তার জন্মদিনে উৎসর্গিত ছড়া ভালো হয়েছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টখানি
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।
২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮
অব্যক্ত কাব্য বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ছড়াকার
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় সুহৃদ
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
নূনের বাপ বলেছেন: বাহ !!
৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
জে.এস. সাব্বির বলেছেন: মিস করেছি জন্মদিন
মিস করেছি ব্লগ
মিস করেছি খুব করে
ভাবুক দার শ্লগ
প্রামানিকের জন্মদিনে
লক্ষ কোটি শুভেচ্ছা
ব্লগপাড়াতে চারিদিকে
প্রামানিকেরই কিচ্ছা
আর হেতা ভাবুক ভাই
কেমন আছেন জানতে চাই
আমায় কিবা মনে আছে
আমি যে আপকো ছোট্ট ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৮
শিখা রহমান বলেছেন: ছড়াকার প্রামাণিককে শুভ জন্মদিন।
আজকাল অবশ্য ওনার লেখা ব্লগে দেখিই না।
আশা করছি উনি আবারো ব্লগে সক্রিয় হবেন।
ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আনন্দ ও ভালোবাসা ঘিরে থাকুক ওনাকে আজীবন।
শুভকামনা নিরন্তর।