নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ট্রিবিউট টু \'এবি\'

১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১১



'সেই তুমি' আর গাইবে না কেউ
সেই দরাজিয়া স্বরে;
'রুপালী গিটার' ঠিকি ফেলে আজ
চলে গেলে চিরতরে।

'শেষ চিঠি' শেষে শুনিয়েই গেলে
এই ঘুম ভাঙ্গা শহরে;
পালাতে চাইলে পালানো কি যায়
হৃদয়ে দাপটে রহো রে।

কষ্ট পেতেই ভালোবেসে শেষে
কাঁদিয়েই চলে গেলে;
ফেরারি মন সে ফেরারীই হলো
ঘর ছাড়া সুখী ছেলে।

সত্যিই কেউ বুঝেনি তোমারে
হাসতে গাইতে দেখে;
হারিয়ে বুঝেছি হারানোর দুখ
হারিয়েই লোকে শেখে।

কাঁটাতার ছিড়ে নেই কোথা বাকি
দুই বাংলার ভূমি;
বাঙ্গালি পাবে না গায়নি যে কভু
'সেই তুমি' 'সেই তুমি'।

রাজ করেছিলে সকল হৃদয়ে
আছে যা বাংলাভাষী;
ভুলবো না 'এবি' ভুলবো না কভু
ভালোবাসি ভালোবাসি।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া।

এবি এর জন্য শুভকামনা। ওপারে ভালো থাকুক।

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তুমি না যখন বলো
হয়তো কিছু হলো।

কাকুও ভাববে মে বি ;)
রেস্ট ইন পিস 'এবি'।

২| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



এই বিখ্যাত গায়ক, সুরকার ও গান লেখক সম্পর্কে ডিটেইলস লিখে জানালে অনেকেই পড়তেন; আপনার এসব ছড়া মড়া উনাকে তুলে ধরার জন্য যথেষ্ট নয়।

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তা যা বলেছো কাকু,
হাতজোড়ি আকুপাকু।

তোমার যথাই
লেখার অভিপ্রায় কত;
ধ্যত্তরি ছাই
হয়ই না তোমার মতো।

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আপনার এই ছড়া মড়া
বানিয়ে খাও ডাল বড়া,
কথা এখন কমু কড়া,
ভালো হইছে তোমার ছড়া

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
আমি ল্যাঙ খেলে
কত সুখ রাখো পুষি;
তবু তুমি এলে
আমি খুশি আমি খুশি। ;)

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: এবি'র এগিয়ে যাওয়ার পেছনে একজন নারীর অবদান ছিলো অনেকখানি। সেই নারীর নাম জানেন?

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
অনেক্ষন ভেবে কই,
শায়মা না নিশ্চয়ই।

যতদুর ভেবে দ্যাহি,
সোহানী হবে না নেহি।

ইতি বিজি ইন জব,
ছবিও অসম্ভব।

রাবেয়া রাহীমজী কি?
খুলে কও সত্য কি?

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন:



ছড়া তুমি ভালো ই লেখো
আমার ব্যপারটা একটু ভেবে দেখো।
যখন আমি এই পৃথিবীতে আর রইবো না
জানিও এমন ছড়া লিখবে কি-না?

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তোবা তোবা ষাট বালাই
মুঞ্চায় হিডি হালাই। X((

কিতা কও এডি ভাইয়ু?
যোগ হোক আমারও আয়ু।

প্রিয় কবি তুমি সেরা কবি হও
এভাবেই লিখে চর্চি;
গাফুরুল আজীম রাখুন তোমায়
সুঠাম ও শতবর্ষি।

৬| ১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:




প্রিয় এবি তার বলিষ্ঠ কণ্ঠ, অসাধারণ কম্পোজিশন আর গিটারের সুরে সুরে আমাদের হৃদয়ে ছিলো,
এখনও আছে, আগামীতেও থাকবে ।


কতদিন দেখিনি দুচোখ
নির্ঘুম চোখ
বন্ধু তোমায়
তুমি কি
এমন সময়
তাকিয়ে আকাশ
ভাবছো আমায় !






১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
এসছি বলে যেতেই হবে
বড্ড নিঠুর রীতি;
যাবার যে জন যাবেই চলে
পোড়ায় কেবল স্মৃতি।

৭| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঘুমন্ত শহরে তিনি জেগে আছেন।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
এবি আছে ক্যাম্পাসে
এবি কনসার্ট ভীড়ে;
এবি থাকবেই প্রথম প্রেমের
'সেই তুমি' স্ম্বতি ঘিরে।

৮| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৭

শায়মা বলেছেন: কাকু আর বাকু
করে গাকু গাকু
তাই নিয়ে ভাবনার
সময় আর নাকু।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
কত দেয়া যায় গালি?
জলেই সে ভাসা খালি!

লেঞ্জু কি হয় সোজা?
লেজ তার দশভূজা। :D

৯| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৮

শায়মা বলেছেন: কেনো কেনো কেনো হ্যোয়াই
ভুলে গেছো মনে নাই !
হ্যোয়ার ইজ ইওর গদা ?
করে দাও একবারে ছেদা। :)

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
গদারও আসে রে ক্লান্তি,
দিনে চোখ বোজে চাঁনটি।

এ চাঁদের নেই তন্দ্রা,
উল্টো কাহিল 'গন্দ্রা'।

ছেদায় ছেদায়
ফুটা ফুটা দেহ-বাহু;
মডু মন্ত্রের অমৃত পানে
চাঁদু আজ মহা রাহু।

যে ছেদাই করি
ফুটো দিয়ে যায় গলে;
মিছে শনি-গ্রাস
কি হবে অযথা বলে?

১০| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মিস করি তাঁকে।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
স্মৃতি তবু ঘোলা হয়,
'গুরু' বুঝি ভুলা হয়?

১১| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:১০

নেওয়াজ আলি বলেছেন: চট্টগ্রাম শহরে এবি গিটারের আদলে একটা ভাস্কর্য বানিয়েছে

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
শুনো বলি কানে কানে,
কেউ যেনো তা না শুনে।

চিটাইংগা নে তুঁই?
নিজামত য রে হই। B-)

১২| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: অনেক দিন পর পেলামরে ভাই
লেখাটাও খুব ভালো
পাঠ করার পর মুগ্ধ হলাম
জ্বললো মনে আলো।

কেমন আছেন কোথায় আছেন
জানতে ইচ্ছে হয়
কে যে কখন চলে যাবো
সেই নিয়ে হচ্ছে ভয়।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
অবাক করা কান্ড জানো
এই গতকাল ঠিক;
ভাবছি হঠাৎ কেমন আছেন
গুরু প্রামানিক?

কলই দেবো কিন্তু দুপুর
অফিসটফিস ক্ষন;
সাঁঝেই বরং বলবো কথা
কিন্তু ভুলো মন! |-)

এই তো গুরু যাচ্ছে কেটে
বেরুচ্ছে না রক্ত;
বেশ বলেছো হয়তো হলো
ফেরার মোদের অক্ত।

আমার কথা হলো,
এবার তোমার কথা বলো।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া ভালো হয়েছে, বরাবরের মতো। শুভেচ্ছা এজন্য।

আইয়ুব বাচ্চু একটা ক্রেজ। বলা যায়, বাংলাদেশের সব ধরনের গানশ্রোতাদের কাছেই তিনি পৌঁছেছিলেন।

আইয়ুব বাচ্চুর মূল্যায়ন আমার কাছে একজন বড়ো মাপের সুরকার হিসাবে, এবং অনেকেই হয়ত তার এই দিকটার কথা জানেন না। যারা গিটার বাজান, তাদের কাছে আইয়ুব বাচ্চু একজন অত্যন্ত উঁচু মানের গিটারিস্ট।

আইয়ুব বাচ্চুর সেরা কয়েকটা গান আমার ফটোমিক্স করা আছে। নীচে কয়েকটা লিংক দিলাম, আপনার জন্য, প্লাস যারা আগ্রহী, তাদের জন্য।

সেই তুমি - A Tribute to Ayub Bachchu by Sravanti Mazumder

সেই তুমি - আইয়ুব বাচ্চু - ফার্স্ট রেকর্ডিং, ১৯৯৩

সেই তুমি - আইয়ুব বাচ্চু - আনপ্লাগড লাইভ, ১৯৯৬

সেই তুমি - আইয়ুব বাচ্চু-১

রুপালি গিটার - আইয়ুব বাচ্চু, ১৯৯৩




১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
যা দিয়েছো ভাইয়া দিস ইজ,
রীতিমতো মহা থিসিস!

ভিন্ন তোমার কার্যধারা
ভিন্ন অভিজাত;
ধন্য তোমার উচ্চ রুচী
ক্যায়া বাত ক্যায়া বাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.