নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ভুলবো না প্রিয় \'কাজীদা\'

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯



আমরা বেড়েছি আজব সময়ে আজকের হিসেবে আঁধার,
ল্যাপটপ নেই মুঠোফোনও নেই টিভি ছিলো কালো সাদার।

আমরা বেড়েছি এমন সময়ে 'গুগল' ছিলো না হাতে,
ছিলো না জাদুর অন্তর্জালে সমাধানও সাথে সাথে।

আমরা খেয়েছি টিফিনেও বাসি ভাজি-ডালে রুটি ভিজা,
আমাদের পাতে ফ্রাইসও ছিলো না দেখিনি আমরা পিজা।

এই যে বাড়িনি স্মার্টফোনে, দেখিনি থ্রী-জি'র কিছু-
এই যে ডুবিনি ওয়াইফাই সুখে ছুটিনি নেটেরও পিছু-

তবে কি আমরা পিছিয়ে ছিলাম? হেসে কই মোটে তা না-
আমার ভুবন ঝলমলে ছিলো, ছিলো 'সেবা' ছিলো 'রানা'।

আমরা চিনেছি দ্যুমা-পার্ল বাক, গোর্কির শ্লেষ হাসি কে,
মার্ক টোয়েন আর হেমিংওয়ে বুঝি সেবার কিশোর ক্লাসিকে।

ক্রুসো হয়ে দ্বীপে একলা ঘুরেছি জুলভার্ন পড়ে চাঁদে,
বিশ্বকে আমি জানালায় দেখি প্রাঞ্জল অনুবাদে।

রানা সেজে একা মিশনে বেড়াই তেলআবিব থেকে হিথ্রো
গুলিয়ে খেয়েছি সেই কুটিকালে পৃথিবীরই মানচিত্র।

বইয়ের ভাঁজেও বই গুঁজে পড়ে কত মা'র বকা শুনি,
আমার প্রথম নেশাটা থামেনি প্রিয় 'সেবা প্রকাশনী'।

এভাবে আমরা হয়েছি রঙীন এভাবেই বেড়ে উঠি,
টিফিন বাঁচানো পয়সায় কেনা আমাদের গড়া খুঁটি।

এভাবেই ঠিক তিন প্রজন্ম একই ভাব হৃদে পোষেন,
বুকে চির আঁকা আমার কাজীদা,কাজী আনোয়ার হোসেন।

ভুলবো না কভু কাজীদা তোমাকে ভুলবো না এই ঋণ,
ঘুমাও কাজীদা শান্তিতে তুমি বুকে বেঁচে অমলিন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)

মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাসুদ রানা সিরিজের কয়েকটা বইয়ের সত্ত্ব নিয়ে কাজী আনোয়ার হোসেন আর আরেকজন লেখক শেখ আব্দুল হাকিমের মধ্যে আইনি লড়াই চলছিল। ২ মাস আগে পত্রিকায় পড়লাম শেখ আব্দুল হাকিম ইন্তেকাল করেছেন। আজ শুনলাম কাজী আনোয়ার হোসেনও ইন্তেকাল করেছেন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বৃথাই তক্কো কাজীদাকে নিয়ে
কে বড়? কার কি ওজন?
আজ দোয়াতেই ঋণ শোধি চলো
শান্তিতে থাক দুজন।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: ভাইয়া এমন কোনো মানুষ নেই মনে হয় বাংলাদেশে বিশেষ করে ছেলেরা যার হিরো উনি নন।


উনিও এক যাদুকর ছিলেন।

অনেক অনেক শ্রদ্ধা আর দুয়া রইলো এই গুণীজনের জন্য।


তুমিও ভালো থাকো অনেক অনেক।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দ প্রায় ভুলতে বসেছি, লিখতেও ইচ্ছে করে না।

তবু কাজীদা নেই শুনতেই কেমন ছন্দ ছমছমিয়ে উঠলো! আজ বুঝেছি লিখতেও দম লাগে। কত কথা আর মধুর কিছু স্ম্বতি মনে, কিন্তু কিছুতেই লিখতে পারছি না। কেমন আড়ষ্ট হয়ে গেছি আজকাল। কাজীদা কি দেখি তোমায় বোঝাতে পারি কিনা,

বিচিত্রায় একবার 'কাভার স্টোরি' এক্সক্লুসিভ ফিচারের সাক্ষাতকারে কাজীদা মাসুদ রানার সহজ সংঙ্জায়ন করেছিলেন এভাবে, 'আমি যা হতে পারিনি তা-ই মাসুদ রানা'।

ওটাই আজও আমার কথা। বুঝে নিও রানা কি? কাজীদা কি?

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একদিন আগে চলে গেলেন নারায়ণ দেবনাথ; 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদা ভোঁদা', 'নন্টে ফন্টে' এর স্রষ্টা। আজ চলে গেলেন 'মাসুদ রানা', 'কুয়াশা' র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। কয়েকটা প্রজন্মের শৈশব-কৈশোর-তারুণ্যের স্বপ্ন জগতের স্রষ্টা দুজন মানুষ এক দিনের ব্যবধানে হারিয়ে গেলেন চিরতরে। :(

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গতকাল খুব লিখতে ইচ্ছে করেছিলো কিছু কিন্তু শরীরে কুলোয়নি। আজ আর না লিখে কিছুতেই পারলাম না। আমাদের শৈশব রাঙানো জাদুর তুলি দুটি চির ধুসর হয়ে গেলো। /:)

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০১

সাজিদ! বলেছেন: মফস্বলের ছেলেদের পৃথিবী ঘুরিয়ে এনেছেন যে মানুষটি! যে কাজী আনোয়ার হোসেনের হাত ধরে গড়ে উঠেছে কয়েকটি পাঠক প্রজন্ম! তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাংলা সাহিত্যে পাঠক তৈরী করেছেন দুটি মানুষ। কাজী আনোয়ার হোসেন আর তার হাত ধরে হুমায়ুন আহমেদ। দুই বাংলায় সর্বপ্রথম পেপারব্যাক কাভারে বই প্রকাশ করে সুলভমূল্যে মধ্যবিত্তের হাতে পৌছে যে পাঠক প্রজন্ম তিনি তৈরী করেছেন সেজন্য কবার তাকে একুশে আর স্বাধীণতা পদকে সম্মানিত করা উচিৎ? আর বোকা জাতি আমরা 'আব্দুল হাকিমের মামলা' নিয়ে তার সমালোচনা করি!!

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন,,,

মানুষটা হতে পারতেন দুই বাংলার শ্রেষ্ঠ লেখক এবং অন্যতম শীর্ষ ধনী প্রকাশনা মোঘল। কেবল আমাদের সময়কে রাঙাতে তিনি তার লেখক সত্বাকে সেক্রিফাইস করে দুটি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন অক্লান্ত পরিশ্রমে। যতদিন বাংলা সাহিত্য থাকবে ততদিন কাজীদা বেঁচে থাকবেন স্বআলোকে, স্বঠমকে।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৩

সাজিদ! বলেছেন: কাজী আনোয়ার হোসেনের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন

৭| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৪

ইসিয়াক বলেছেন: চমৎকার সব বই ছিল সেসব।শৈশব পরবর্তী সময়ে দারুণ এক সখ্যতা গড়ে উঠেছিলো সেবা প্রকাশনী আর কাজী আনোয়ার হোসেনর সাথে।
তেমন কিছু বলতে ইচ্ছে করছে না। খুব মন খারাপ। গতকাল চলে গেলেন হাঁদাভোদা, বাটুল দ্য গ্রেট কার্টুনের স্রষ্টা নারায়ণ দেবনাথ। আজ প্রিয় কাজীদা।

বিনম্র শ্রদ্ধা রইলো।

২০ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একদম মনের কথাটি বলেছেন কবি,

তেমন কিছু বলতে ইচ্ছে করছে না। খুব মন খারাপ। গতকাল চলে গেলেন হাঁদাভোদা, বাটুল দ্য গ্রেট কার্টুনের স্রষ্টা নারায়ণ দেবনাথ। আজ প্রিয় কাজীদা।... |-)

আজ মন খারাপের দিন
আজ শব্দ ভুলার দিন,
এক কাজীদার কাছেই মোদের
এক জনমের ঋণ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২৮

কুশন বলেছেন:


উনি জীবিত থাকাকালীন কোন পোষ্ট দিয়েছিলেন?

২০ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেয়া উচিৎ ছিলো কি?

৯| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯

ইমরান আশফাক বলেছেন: উনার প্রকাশনীর বই পড়ে বাড়ীতে বসেই বিশ্বের আনাচে কানাচে কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি, নতুন নতুন ধরনের খাবারের সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন ক্যালচারের সাথে পরিচিত হয়েছি (বিশেষত পাশ্চাত্য ক্যালচারের সাথে), বিভিন্ন অস্ত্রের সাথে পরিচিত হয়েছি তার ইয়ত্ত্বা নেই।

২০ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইন্টারেস্টিং কি জানেন?
কোন এক সাক্ষাতকারে কাজীদা বলেছিলেন তার একমাত্র বিদেশ ভ্রমন কিংবা দুর ভ্রমনের অভিজ্ঞতা হলো ছোটবেলায় বাবার সঙ্গে জলপাইগুড়ি কিংবা শিলংএ বেড়াতে যাওয়া!!

১০| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

কালাচাঁদ আজিজ বলেছেন:

উনার শান্তি প্রার্থনা করছি, আমিন।

গ্রামে ছেলে আমি, তবুও মাসুদ রানা সিরিজের কিছু বই পড়া হয়েছিল।
শেষ দিকে উনার আর আবদুল হাকিম সাহেবের যে আইনী লড়াই চলছিল তা সুখকর ছিল না।

খ্যাতিমান সাহিত্যিকদের সন্তান হিসাবে আরো দায়িত্বশীল হলে ভাল হত।

২০ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গ্রামের অনেকের বাড়ীতে আমি 'মাসুদ রানা' ও সেবা'র বইয়ের স্তুপ দেখেছি। মফস্বলের মধ্যবিত্তের ড্রইং রুমের শোভা ছিলো বাঁশের বুক সেল্ফে থরে থরে সাজানো সেবার বই। এমনকি সেবা'র বই বানিজ্যকে কেন্দ্র করে একটা সময় ঢাকা কিংবা চট্টগ্রামের এমন কোন যাত্রী ছাউনি ছিলো না যেখানে বুক লাইব্রেরী গড়ে উঠেনি। যে কোন দুর যাত্রায় ভ্রমনের সবচেয়ে উপাদেয় সঙ্গী ছিলো 'রহস্য পত্রিকা'। অনেকেই জানেন না সে সময়ে 'রহস্য পত্রিকা' ছিলো দেশের সর্ববহুল বিক্রীত জনপ্রিয় ম্যাগাজিন।
এই যে বাঙ্গালী মধ্যবিত্ত সমাজে বই পাঠের জোয়ার সৃষ্টি, কাজীদার এই অবিস্মরণীয় অবদানের যোগ্য মূল্যায়ন কি আমরা করতে পেরেছি? শোক প্রকাশ করতে করতেই আপনি অজান্তেই বলে ফেললেন,

খ্যাতিমান সাহিত্যিকদের সন্তান হিসাবে আরো দায়িত্বশীল হলে ভাল হত !!!

এই চিনেছি আমরা তাকে...আফসোস

১১| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:১৯

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা কাজীদাকে। আল্লাহ যেনো উনাকে জান্নাতবাসি করে।

২০ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন...

১২| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৪

নীল আকাশ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে উনার দোষ ত্রুটি মাফ করে দিয়ে বেহেস্ত নসীব করুন, আমিন।
কালজয়ী মানুষের কখনো মৃত্যু হয় না, ঊনি রয়ে যাবেন আমাদের হৃদয়ের অন্তঃপুরে।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন,,,

যথার্থই বলেছেন,
কালজয়ী মানুষের কখনো মৃত্যু হয় না, ঊনি রয়ে যাবেন আমাদের হৃদয়ের অন্তঃপুরে...

১৩| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনার গুনাহ মাফ করে জান্নাত নসীব করুন

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন,,,

১৪| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনার কাব্যটা অসাধারণ হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আল্লাহ রাব্বুল ইজ্জত অগুনতি পাঠকের হৃদয় নিংড়ানো দ্বো'আ কবুল করুন।

১৫| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০২

মোস্তফা সোহেল বলেছেন: ছড়াটা দারুন লিখেছেন।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আল্লাহপাকের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

১৬| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

জগতারন বলেছেন:
কাজী দাদা'কে নিয়ে সুন্দর কবিতা পড়ে মুগদ্ধ আমি।
কাজী দাদা'র প্রতি শ্রদ্ধা, আপনার প্রতি সুভেচ্ছা ও অভিন্দন কবি ভাই।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাজীদার রুহের মাগফেরাত কামনা করি মহান আরশিল আজীমের দরবারে।

১৭| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দাদা কবিতায় প্রকাশ করেই দিলেন তার লেখার মাধুর্য ---
খুব মিস করব কাজীদা কে।সত্যিই তিনি ছিলেন অসাধারন!

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ঐ আকাশ নিয়ে কতটুকু বলো লেখা যায়,
মোহিত নয়নে নির্বাক শুধু দেখা যায়।

১৮| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৫

ঢাবিয়ান বলেছেন: আমাদের কৈশর, তারুন্য, যৌবন এমনকি এই পড়ন্ত বেলায়ও সেবা প্রকাশনী আমাদের জীবনে জড়িয়ে আছে এক গুরুত্বপুর্ন অঙ্গ হিসেবে। আমাকে বই এর পোকা বানিয়েছে সেবা। একজন ভাল পাঠক বানিয়েছে সেবা। বই এর জগতে হারিয়ে অন্য ভুবনে বিচরন করতে শিখিয়েছে সেবা। সময় কাটানোর শ্রেষ্ঠ উপায় হিসেবে বউ পড়াকে বেছে নেয়া শিখিয়েছে সেবা। সেবার কাছে চীর ঋনী আমি।

সেবা প্রকাশনীর জন্মদাতা কাজীদার রুহের মাগফেরাত কামনা করছি। সেবার সাথে ছিলাম, এখনো আছি এবং থাকব আজীবন।

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেবল বাঙালী মধ্যবিত্ত পাঠক সৃষ্টির অবদানের জন্যই বলুন তো তাঁকে কটা 'একূশে' আর 'স্বাধীণতা' পদক দেয়া চাই? আর আমরা বাঙাল পোষা গোস্ট রাইটারের কপিরাইট স্বত্বের অযাচিত অনৈতিক মামলা নিয়ে তাঁর সম্বন্ধে সমালোচনার তুবড়ি ছুটাই!!

হারিয়ে বুক চাপড়ানোর শোকই এ হতভাগা জাতির প্রাপ্য :(

১৯| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

ঢাবিয়ান বলেছেন: সরি বই পড়া ----

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোই হলো, বলা হয়নি...

আশির দশকে শিশুর জগৎ পাঁচিলঘেরা উঠানের মতো। তার বিচরণ বাড়ি থেকে স্কুলে, খেলার মাঠে, কদাচিৎ এর-ওর বাড়িতে নিরানন্দ দায়সারা দাওয়াতে... আর হয়তো বছরে দু'তিনবার রেলভ্রমণ, চিড়িয়াখানা বা বিপণিতে ইতস্তত ঘুরপাক?

কাজী আনোয়ার হোসেন ছিলেন সেই পাঁচিলের ওপর পা-ঝুলিয়ে-বসা বন্ধু প্রেত। প্রায় প্রতিদিন তিনি বিনা তর্কে একটা হাত বাড়িয়ে দিতেন, সেটা ধরে হাঁচড়েপাঁচড়ে ঐ পাঁচিলের ওপর উঠে ওপারে এক বিরাট বিশাল অচেনা পৃথিবী দেখতে পেতাম। নিরাপদে, নিশ্চিন্তে।

বিদায়, কাজীদা। আপনি আমাদের শৈশবের প্রমিথিউস।

( বিশেষ এবং অবশ্য দ্রষ্টব্যঃ মন্তব্যখানি ধার করা )

২০| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: কাজী দা মরে গেলেও তার সৃষ্টি থেকে যাবে কেয়ামত পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.