নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
'স্বাধীণতা' পেলো এ বছর কারা
টিভি'র স্ক্রলেতে নাম যায়;
আবু পাইয়াছে হাবুরও নাম আছে
আরও পেলো দেখি হামজায়!
কেনো পেলো তিনি প্রশ্নটা 'ফাউল'
অবদান যদি দ্যাখ তা;
ছড়ায় ছড়ায় ছড়াছড়ি সে কি
বইও নাকি আছে একটা!
আমরা বাঙ্গাল জোশের কাঙ্গাল
অযথা ভাসাই ট্রলে;
কমিটির চেয়ে বেশি বুঝো মিয়া
ওরা কি না বুঝে চলে?
ওদের মুরোদ নিয়ে না আমার
'ডাউট' নেই রতি-আনা;
মানী বুঝিবেক মানীর অবদান
প্রজ্ঞা মানীকে মানা।
আমার প্রশ্ন অতে-টতে নয়
গরীবের ছেলো আর্জি;
ইয়ে মানে যদি গোসতাখি মাফ
হালকা বলিবো স্যারজী-
দেখেছেন কত পদ্মা যমুনা
দেখেছেন কত গোমতি;
দেখেছেন কভু কবির দোয়ায়
পাঠকের তরে সুমতি?
দেখেছেন কত নন্টে-ফন্টে
দেখেছেন কত কেল্টো;
দেখেছেন কেউ কবিতা দিয়েও
হাডুডু ক্রিকেট খেলতো?
দেখেছেন কত শাবানা রোজিনা
দেখেছেন কত ববিতা;
দেখেছেন কারও অফিস আর ঘর
গাদা গাদা শুধু কবিতা?
যত বেশী বলি তত কম বলা
এমনই সে মহা কবি;
আমাদের অতি লাডলা ও প্রিয়
নাম তার কাজী ছবি।
কবিতায় ঘুম কবিতায় খাওয়া
ষোলআনা কবি ধাতটা;
গ্রন্থ কি তার এক-দুই মোটে
কম করে ছয়-সাতটা!
জানিনে বোঝাতে পেরেছি কি আমি
কবিতায় তার জোশটা;
হামজাও যদি 'স্বাধীণতা' পায়
ছবির কি তবে দোষটা?
ছবিঃ
ছবি ডেকে কয় 'ও জানেমান'
এই ছবিটাই দিও;
উস কি এডিট ক্যায় সে না দেই
ছবি মেরা অতি প্রিয়।
১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
জানতেম গুরু তুমিই বুঝবে
গুরুত্ব কি গভীর;
আদতে না শুধু কবিই বোঝে
রক্তক্ষরণ কবির।
২| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০৮
সোবুজ বলেছেন: এবার পায়নি আগের বার পাবে।পরে পুরস্কার দেয়ার লোকই খুঁজে পাওয়া যাবে না।
১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আগে আর পরে যেভাবে বোঝালে
পুরো হনু বিভ্রান্ত;
শায়মাই পারে এ গিঁট খুলতে
আমি এ বেলায় ক্ষান্ত।
৩| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:১৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মুজিব কিম্বা আওয়ামিলীগ নামে কি উনার বই আছে ? না থাকলে দেয়া হবে না , সাথে সাথে আপনার ছড়ায় তেলের পরিমানও কম ।
১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তাগাদা তো তাকে রোজই দেই ভায়া
ল্যাখ ছবি সোনা ল্যাখ;
যে যুগ পড়েছে ও নাম না নিলে
মেলে ফুঁটো কড়ি এক?
৪| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: কোনো দোষ নেই কোনো দোষ নেই
ছবি তোলা তার হবি
নেক্সট টাইমে ঠিক ঠাক পাবে
কাজী ছবি আপু কবি!!!
১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমারও কি কুনু হাউসটাউস নেই
পেতে কি করে না ইচ্ছে?
আবোলতাবোল লিখেও হাবু রা
একুশ-স্বাধীন নিচ্ছে!
তবে যদি বলো তোমার-আমার
সম্ভাবনা হে শূণ্য;
রাবেয়া ঠাম্মি পেলে পেতে পারে
তাহার ব্যপার অন্য।
আর যদি বলো 'রাজনীতি' ইস্যূ
কাকুর আছে পাওয়া হক্ব;
তোমার আর আমার হলো কি বলো তো
নেই কেনো অই শখ?
৫| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৪১
মুক্তা নীল বলেছেন:
ছবি আপার ছবিটা কি উনার অনুমতি নিয়ে দিয়েছেন?
কারণ ছবি আপা কখনো উনার ছবি ব্লগে দেন নাই
১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তুমি ভায়া মে বি নয়া
কতটুকই আর দেখছো;
ছবিপুর ছবি সামুতে আমি না
কমেও দিয়েছি একশো।
আরও কথা আছে শুনো
দিলে নয় কুনু ক্ষতি;
কিছু আছে অতি আপনা এমন
নেহি লাগে অনুমতি।
৬| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: আমি কোন দোষ দেখি না।
১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এসো এসো কবি সুলতান
এসো এসো শাহজাদা;
কবির কষ্ট কবি বুঝিবেক
বাকি বোঝে যাহা আধা।
৭| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীব্দ্দশায় হোক বা না হোক
মরনোত্তর যেন পায়,,
বুঝে গেছি মোরা জীবন থেকে
মরনে কবি গুরুত্ত পায়।
১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোবা তোবা যেনো অমন না হয়
থু থু থু বালাই ষাট,
ছবি পাক তার আঁচল ভরেই
মরনোত্তরে ঝাঁট।
অমন কি আর অসাধ্য সে হে
থোরা ঝোপ বোঝে নাচো;
যাগ্যে অসব, কতদিন পর-
ভায়া বলো কেমন আছো?
৮| ১৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৬
ঢাবিয়ান বলেছেন: স্বাধীনতার পদকপ্রাপ্ত আমির হামজা দুটি গ্রন্থ লিখেছেন। ২০১৭ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বাঘের থাবা’ প্রকাশিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ৩৫ টি কবিতা এবং ৩৬টি গান আছে। ২০২১ সালে প্রকাশিত হয় গীতিকাব্যগ্রন্থ ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’। গানগুলো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ।
ছবি আপিতো পদক পাওয়ার প্রশ্নই উঠে না। কারন তিনি বীপরিত ঘরানার। তবে এই ব্লগে কবি হামজার অনুসরনকারী বহু কবি/ লেখক আছে। আফসোস যে তারা লাইমলাইটে আসতে পারছে না
১৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
করেছো কি ভায়া গুগল-উইকি
ঘাঁটিয়া ঘুঁটিয়া ভেদিয়া;
তথ্য যা দিলে লাগছে তোমাকে
হামজা-সাইক্লোপেডিয়া!!
আমি না শুনেছি একই তার বই
ভীন নামে হলো দুই;
সংখ্যায় কি বা, মূল কথা হলো
তেলে তিনি থই থই।
'বিপরীত' বলে বোকা ছবিটার
মাথায় দিও না বাড়ি;
প্রমোশন তার শিকেয় উঠবে
চাকরীরও বলিহারি।
অসময়ে ভায়া নিয়মটি হলো
যত পারো স্রোতে ভাসবে;
চাকা আজীবন উপড়ে থাকে না
সঠিক সময় আসবে।
৯| ১৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৮
গেঁয়ো ভূত বলেছেন: মুগ্ধতা কবি
এযুগের ছন্দের জাদুকর,
পারিনা লিখিতে
আকিনা ছবি,
আমরা কি হবো পর?
১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তুমি না আদতে মিচকে পাঁজি হে
তুমি বদ তুমি ঠগ;
খাসা লেখো তুমি বেশ লেখো তুমি
ঘুরেছি তোমারই ব্লগ।
১০| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৯
শায়মা বলেছেন: কাকু ছাই পাবে একটা বাক্যে
একশোটা করে ভুল
সম্পাদকের দশাটা কি হবে
ভেবে হাসি কুলকুল।
তারপর নেই কোনো আট ঘাট
মনে যাহা আসে লিখে
ফাকা ময়দানে দিয়ে গেলো গোল
তির্যক বুলি শিখে!
মনে মনে ভাবি আহা যদি কাকু
আসিতো স্বর্ণ যুগে
কাকুরও কত যে বড় কাকু আছে
দেখিত তখন লোকে।
১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ যে বলেছো 'ফাঁকা ময়দান'
ওখানেই মোর ভেটো;
কে গুণেছে তারে কে পুছে তাহারে
কে হাঁটে ধূলির মেঠো?
মিছে তারে নিয়ে যত শোরগোল
মিছে সারেগা'র সাধা;
মিছে গাল ফুলে অপমানে ঢুলে
ছবিদের কেঁদে আধা!
বানের জলেতে শ্যাওলা ভেসেছে
বাতাসে উড়েছে ধূল;
বোকা ছবিদের হায় হায় রব
ভুল এ জীবন ভুল!
তাই বলি আপু ভাল্লাগেনা রে
উবেছে বাঁচার রুচী;
যেদিকে তাকাই গাধা-হাঁদা দিয়ে
গিজগিজ গলি-ঘুঁচি।
১১| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:০২
মোহামমদ কামরুজজামান বলেছেন: কার যে কি দোষ
ভেবে ভেবে হারাই হুশ।
যখন আসে হুশ
দেখি সব ঠুস (শেষ) ।
তবুও আবার ভাবি
ভেবে ভেবে বেহুশ - হামযার কি দোষ ?
কেন তাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা
দুনিয়ায় আর কি নাই কোন বিষয় ?
এত যুদ্ধ-ঢামাঢোল আর হইচইয়ের মাঝে,
কি এমন ক্ষতি হবে হামযায় যদি পায় সেই পদক?
১৭ ই মার্চ, ২০২২ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পদক-ফদক ফালতু জিনিস আমি যেথায় বসা
সেই জিনিসই পেয়ে আমার মুখ লুকানোর দশা!
পদক ছাড়া ব্যর্থ জীবন, বিষয় তেমন তো না!
সাহিত্য নয়, করছে লোকে ব্যক্তি আলোচনা।
তদবিরে যে পদক নিলি, কেমন হলো? শুনি!
জানল লোকে আমার কথা, শুনল আমি খুনি!
যাবজ্জীবন শাস্তি পাওয়া, দিন কেটেছে জেলে
শুনতে কেমন লাগছে রে তোর? ও গুণধর ছেলে!
(সহিষ্ণুতার এত্তো অভাব! কেমন করে চলে?
না হয় কদিন ছিলাম আমি ম্যাডাম জিয়ার দলে!
না হয় জিয়ার নামেও ছিল আমার মুখে ফেনা!
মুজিব মুজিব করেও আমার শোধ হবে না দেনা?)
১২| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০২
জুন বলেছেন: হা হা হা দারুণ দারুণ
ছবির আগে কি করিকে স্বাধীনতা পুরস্কার দেয়ার জন্য যথাস্থানে তদবির করিলাম
+ ও প্রিয়তে
১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
পাইনি বলে কি খিক খিক হাসি
হেসে তুমি গদোগদ!
পদক আমি এক পেতেই পারি হে
ক্যাটাগরী যদি 'বদ'।
ছোট মুখে আরও এটাই কই হে
'তুচ্ছ' যতোই বলো;
'স্বাধীণতা' একা তোমারই ভ্রমনে
ব্লগের মার্কো পলো।
ভালা কিছু আর হয় কি এ দেশে
ভালা মানুষের নাম যায়?
তাই বলি দুখে ছবিটাই পাক
যদি পায় কাকু হামজায়!
১৩| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হলাম কই আর মহাকবি
লিখি যা অখাদ্য,
পদক পাওয়ার আগে পাঠক
দেয় বাজিয়ে বাদ্য!
বস্তা পঁচা শব্দে লিখি
মানুষ বলে মন্দ,
লিখবো কী না ভাবছি বসে
মনে হাজার দ্বন্দ্ব।
কাব্যের বিছনায় ঘুমাই বাপু
কাব্যের ভাষায় বলি,
তবুও হায় পাই না পদক
অন্তর যে যায় জ্বলি।
দোষটা আমার কোথায় শুনি?
পাই না কেন পদক,
একটা পদক চাচ্ছি কাব্যে
ফাতেমা নিবেদক!
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২১
জুন বলেছেন: কেমন আছেন বর্তমানে কি করি ? শুনেছিলাম অসুস্থ। এখন কি একটু ভালো? জানাবেন প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০০
প্রামানিক বলেছেন: আহারে! কথাতো তো ঠিক বলেছেন ছবি আপার কোথায় দোষটা।