নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিন মানুষের সাথে মেলে শতকার ৯৮ ভাগ

বানরই মানুষের পুর্ব পুরুষ

কিন্তু কি

লেজের আমি লেজের তুমি লেজ দিয়ে যায় চেনা

কিন্তু কি › বিস্তারিত পোস্টঃ

ঢাবির সাম্প্রতিক ঘটনায় খালেদা জিয়ার নির্দেশে টাকা বিতরণ করেছেন সাঈদ এস্কান্দার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০০

আমাদের সময় থেকে



ঢাবির সাম্প্রতিক ঘটনায় খালেদা জিয়ার নির্দেশে টাকা বিতরণ করেছেন সাঈদ এস্কান্দার





সঞ্চিতা সীতু: ঢাবির সাম্প্রতিক ঘটনায় সহিংসতা ছড়াতে খালেদা জিয়ার নির্দেশে টাকা বিতরণ করেছেন তার ভাই সাবেক সাংসদ মেজর অব. সাঈদ এস্কান্দার। রিমান্ডে থাকা ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে।

জিজ্ঞাসাবাদে হেলাল জানায়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদলের তার মোবাইলে কথা হয়। সে সময়ে খালেদা জিয়া হেলালকে রাগ করে বলেন, তুমি ভয়ে ইঁদুরের গর্তে ঢুকে আছো। সমস্ত নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখবে। তোমাদের ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তুমি মেজর (অব.) সাঈদ এস্কান্দারের সঙ্গে যোগাযোগ রাখবে এবং সে যেভাবে বলে সেভাবে সবাইকে কাজ করতে বলবে। আমি সাঈদ এস্কান্দারকে টেলিফোন করে বলেছি ভবিষ্যতে কোনও কাজের জন্য তোমাদের টাকা পয়সা লাগলে সে তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা চলাকালীন সময়ে মেজর (অবঃ) সাঈদ এস্কান্দারের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়। এভাবে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত হল নেতৃবৃন্দের সাথেও যোগাযোগ রক্ষা করেন মেজর (অবঃ) সাঈদ ইস্কান্দার এবং খালেদা জিয়ার নির্দেশে বা কথামত টাকা পয়সা সরবরাহ করেন।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে সফিউল কাদের জুয়েল, বিশ্ববিদ্যালয়ের নেতা মামুন, ফিরোজ, আকরাম, নাসির ও বিভিন্ন আবাসিক হলের নেতা, পাইলট ও এহতেশাম (মহসীন হলের ছাত্র নেতা) রেজা ও করিম (সূর্যসেন হল), শাওন (জিয়া হল), মনির (জসিম উদ্দিন হল), হুমায়ুন (জহুরুল হক হল), মামুন (শহিদুল্লাহ হল), বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে মার্কেটিং বিভাগের মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ডঃ আবুল কালাম আজাদ, ইংরেজী বিভাগের শিক্ষক ডঃ সদরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সমিতির নেতা মোখলেছুর রহমান, বিএনপি নেতা ননী তালুকদার প্রমুখ মেজর (অবঃ) সাঈদ ইস্কান্দারের সঙ্গে যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়ানোর জন্য টাকা নেন বলে হেলাল জানান।

আজিজুল বারী হেলাল গত ২৪ আগস্ট গ্রেফতার হওয়ার পর খালেদা জিয়া ফোনে হেলালের স্ত্রীকে সহানুভুতি জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা ঘটনার পর বোকার মত আজিজুল বারী হেলালের বাসায় অবস্থানের কারণে সে (হেলাল) গ্রেফতার হয়েছে বলে মন্তব্য করেন।



মন্তব্য ৫ টি রেটিং +১/-২

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪০

রামারাও সিদ্ধা বলেছেন: আমাদের সময় আর্মির পা চাটা লেজুর

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৯

শুভ্র বলেছেন: I think , Political comment is so easy. But we should think where we , all the Bangladeshi's fortune is going !!!!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮

অপূর্ব বলেছেন: যে বলবে টাকা দিয়ে ছাত্র আন্দোলন করা হয়েছিল তারা আসলে লুজার। আনেক দিনের চাপা ক্ষোভ ত্রই আন্দেরলনে রুপ দিয়েছিল।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৫

এস্কিমো বলেছেন: কিছু টাকা ডলার করে আমাকে দেওয়া যায় না!

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০

দলছুট বলেছেন: অপূর্ব.... সারা দেশ জানে ২য়দিন ছাত্ররা বিক্রি হয়ে যায়....... আন্দেরলনে রুপ কি নিরিহ মানুষের দোকান লুট, গাড়ি পোড়ান? রাজনৈতিক নেতা আর শিক্ষকদের পুতুল নাচের ভিকটিম তারা। ছাত্রদের বোঝা উচিত তারাও আইনের উপরে না......। আর যে শিক্ষকরা ঘোষনা করলো তারা "জিবন" দিয়ে ছাত্রদের রক্ষা করবে ....... তারা এখন কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.