![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর ভাবতে ভাল লাগে না। তাই লাগাম ছেড়ে দিয়ে বসে থাকাই ভাল!
কি হবে ভেবে?
কি হবে বলে, লিখে, কয়ে!!!!!
দারুন উন্নাসিকতা নাকি ব্যর্থতা! তাতেই ডুবে থাকা এক জীবন।
কি করে সময় গুলো চলে যায়? ১১, ১২, ১৩....
একসময় মনে হত ব্লগে না এলে বুঝি ভাত হজম হবে না। অথচ আজ দিব্যি চলে যাচ্ছে জীবন!!!
একেবারে যে পোড়েনা তা নয়- পোষ্টে তালিকায় তাকিয়ে কেমন হুহু করে উঠল মন---- যেন সিড়ির ধাপের মতো- এক বছর পরপর এক একটা হাজিরা!!!
নিজেকেই প্রবোধ দেয়া! কিংবা কিছূইনা।
দেশের সামগ্রিকতায় আর কোটি আমজনতার একজন হয়েই আছি!! এর মাঝে এসেছে মাহে রমজান। আসবে ঈদ।
সবাইকে অগ্রীম রমজান এবং ঈদের শুভেচ্ছো!!!
কে জানে হয়তো আবার দেখা হবে বছর ঘুরে
ভাল থাকুন সকল ব্লগার গণ।।
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ।
আসলে কেউ নিঃসঙ্গ নয়
চাইলেও বুঝি হবার সুযগ নেই
ধণ্যবাদ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
বেলা শেষে বলেছেন: কিরিটি রায় Vhai, Assalamualikum, I am thinking how may i Studie all of your post !! a lot & tomuch- every one is very beautiful. I feel very proudiness for you. You are a good writer, beautiful writer, good decoreted- good organised, slow & slowly i am learning from you. Thenk you very much. Up to next time.
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
কিরিটি রায় বলেছেন: প্রায় ২ বছর পর আপনারে ভালবাসায় মাখা মন্তব্য দেখে আপ্লুত।
অনেক অনেক কৃতজ্ঞতা।
আসলে আপনাদের ভঅলবাসাই ছাইপাশ লেখায় । ভাবনাগুলৌ যখন কুড়ে কুড়ে খায় তখন আর নেপরেই সামান্য চেষ্টা করি!
আপনার জন্য অাবারো অণেক অনেক শূভকামনা। ভাল থঅকুন।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
কিরিটি রায় বলেছেন: কি করে সময় গুলো চলে যায়? ১১, ১২, ১৩....১৪...১৫
একসময় মনে হত ব্লগে না এলে বুঝি ভাত হজম হবে না। অথচ আজ দিব্যি চলে যাচ্ছে জীবন!!!
একেবারে যে পোড়েনা তা নয়- পোষ্টে তালিকায় তাকিয়ে কেমন হুহু করে উঠল মন---- যেন সিড়ির ধাপের মতো- এক বছর পরপর এক একটা হাজিরা!!!
হারিয়েছী নিজেই অনেক বেশী! তাই বুঝী আবার ঠোকর খেয়েও ফীরে ফীরে আসা
কত জ্ঞান, কত সমৃদ্ধ পোষ্ট কত গুনিজনের সাক্ষাৎ বঞ্চিত হয়েছি গত ২ বছরে কে জানে!!
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
কিরিটি রায় বলেছেন: তাই হারাতে গিয়ে হারাতে না পারা
সামুফোবিয়ায় আক্রান্ত
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
কাজিম কামাল বলেছেন: আমিও একি পথের পথিক