![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে ওয়াশিংটনে এই চুক্তিতে সই করে দুই পক্ষ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ে এই চুক্তিতে সই করেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ও ডেপুটি ইউএসটিআর ওয়েন্ডি কাটলার।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আকরামুল কাদের, ইউএসটিআর রাষ্ট্রদূত মাইকেল ফ্রোম্যান ও যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়ালসহ দুদেশের শীর্ষ সরকারি কর্মকর্তারা।
ফ্রোম্যান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, টিকফার ফলে জিএসপি কর্মপরিকল্পনার মতো বাণিজ্য ও শ্রম বিষয়ে দুদেশের মধ্যে নিয়মিত আলোচনার সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশে শ্রম পরিবেশ ও শ্রমিকদের অধিকার নিয়ে এক সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলো।
গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের’ খসড়ায় এই অনুমাদন দেয়া হয়।
--
বাহ, বেশ বেশতো!!
দেশ জনতা গণতন্ত্র সংবিধঅন সব বাতকি বাত। কথার কথা। বাজারে বেচার পণ্য!!!
নইলে দেশৈর স্বার্থ বিরোধী চুক্তি করে কিভাবে???????
স্রেফ ক্ষমতায় টিকে থাকার জন্য!!!!!
হে জনতা! এখনো চেনোনি মুখোশের আড়ালে ওরা কারা????
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২
কিরিটি রায় বলেছেন: হায় উদাসী বাঙালী
অন্ধ হয়েই রইলি!!!!!!!!!!!!!!!!!!!!
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
মদন বলেছেন: ক্ষমতা বড়ই খারাপ নেশা
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
কিরিটি রায় বলেছেন: খালী খারাপ!!!
নেশায় তারা দেশটা পর্যন্ত বেইচা দেয়!!!!!!!!!!!!!!!!!!!!!
মারাত্বক খ্রাপ!!!!!
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ, বেশ বেশতো!!
দেশ জনতা গণতন্ত্র সংবিধঅন সব বাতকি বাত। কথার কথা। বাজারে বেচার পণ্য!!!
নইলে দেশৈর স্বার্থ বিরোধী চুক্তি করে কিভাবে???????
স্রেফ ক্ষমতায় টিকে থাকার জন্য!!!!!
হে জনতা! এখনো চেনোনি মুখোশের আড়ালে ওরা কারা????
সহমত।
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
কিরিটি রায় বলেছেন: তা নয়তো কি বলেন????
নিশা দেশাই ঘূরে গেল..
ক্ষমতার শেষ প্রহরে এবং বির্তকিত মন্ত্রী সভায় তফসিল ঘোষনার পরে সই করলো..
অংকতো সহজেই মিলৈ যায়। যায় না কি???
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০
জর্জিস বলেছেন: অনেক দিন পর ব্লগে দেখলাম আপনাকে......
++++
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
কিরিটি রায় বলেছেন: জীবনের টানাপোড়েন, কেটে নেয় সব শখ আহ্লাদ
লগইন করি কম!!!
পড়ি প্রায়ই!!!
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
বেলা শেষে বলেছেন: লেখক বলেছেন: খালী খারাপ!!!
নেশায় তারা দেশটা পর্যন্ত বেইচা দেয়!!!!!!!!!!!!!!!!!!!!!
মারাত্বক খ্রাপ!!!!! you are right brother.!!
[2:10]
তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।
আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।
মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে নিয়মিত হইবেন নাকি?
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩
কিরিটি রায় বলেছেন: মনেতো সব সময়েই সামু!!!
পুরানো অনেকেই দেখী নাই! আবার নতুন অনেক দারুন গুন ব্লগারের লেখা্ও পড়ছি ইদানিং! ভালই লাগছ েনতুন রুপে সামুকে!
আজকে ভুলে যাওয়া পাস্ওয়ার্ড যখন মনে পড়ে গেল- মনে হয় হইতেই হবে ধন্যবাদ আপনার অনুপ্রেরণায়!
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪
কিরিটি রায় বলেছেন: কেমনে কি?
প্রায় ৫ বছর পর এলাম! .....আগে কোনটা
ভাল লাগল পুরানো প্রেমে
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
nurul amin বলেছেন: এসব নিয়ে চিন্তা করে এখন আর লাভ নেই।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
কিরিটি রায় বলেছেন: হুম!
অলরেডি সে সময় পেরিয়ে এখন তারা পোক্ত অবস্থানে! আর আমজনতা নিরবে দেখে যাওয়া ছাড়া কিইবা করতে পারছে।
২ বছর পেরিয়ে গেছে! ভারতের খেলায় আমেরিকার ডাবল স্ট্যাডার্ডে বাংলাদেশ এখন স্বৈরাচারের কবলে!!!
বিরোধী দল শীতনিদ্রায়
আমজনতা অসহায়!!!
৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
দেশ চালানোর মত ৩য় দল দরকার।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২
কিরিটি রায় বলেছেন: পাবেন কোথায়?
১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: হায় উদাসী বাঙালী
অন্ধ হয়েই রইলি!!!!!!!!!!!!!!!!!!!!
যেদিন প্রলয় শুরু হবে সেদিন কেঁদে বুক ভাসাবে,
বড় আত্মবিসৃত ওজনহীন জাতি আমরা।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
কিরিটি রায় বলেছেন: যেদিন প্রলয় শুরু হবে সেদিন কেঁদে বুক ভাসাবে,
বড় আত্মবিসৃত ওজনহীন জাতি আমরা। /
এটা আপাত সত্য! আবার কেউ যদি একবার জাগিয়ে দিতে পার এরাই কিন্তু অপ্রতিরোধ্য!
নেতৃত্বের ব্যর্থতায় বাযালী ভোগে বেশী! আবার নিজেরা নেতা হবার বাসনাও তেমন নাই। পাললিক নরম মনের মানুষতো সহজেই ভক্তি আর বিশ্বাস করে বসে। আর দূর্জনেরা সেই সুযোগে তাদের ঘাড়েই কাঠাল ভেঙ্গে খায়!
১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
দেশ চালনার মত শিক্ষিত মানুষ বাংলাদেশে আছে।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
প্রামানিক বলেছেন: ক্ষমতার জন্য কারোই জনগণের কথা মনে থাকে না। সবাই ক্ষমতার নেশায় উন্মাদ হয়ে যায়।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বহুদিন পর পোস্টটা চোখে পড়লো। মনটাই খারাপ হয়ে গেলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
কিরিটি রায় বলেছেন: যাদের টিকফা নিয় দ্বীধা আছৈ...কষ্ট্র করে ক্লিক করুন..
টিকফা কী? কেন আমরা টিকফা চুক্তির বিরোধিতা করি? পিনাকী ভট্টাচার্য