![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যখন ঝাপিয়ে পড়ে-পদ্মপাতার জলে,
ইচ্ছেগুলো ভুলের পথে পালায় সদলবলে,
আপন হতে আমার কূলের দূরত্বটা জানি
অনুতাপে পুড়ে জীবন-পুড়ায় হৃদয়খানি।
দিনের আলোয় সত্য যখন স্পষ্ট হয়ে উঠে
মিথ্যেরা সব গোলাপ বকুল শাপলা হয়ে ফুটে,
মনের মলাট নোংরা কাঁদা,বিবেকমাখা শ্যাওলা
রক্ত ঋণের বাঁধন তখন-সময় স্রোতের ময়লা।
সাধ্যরা সব সুদূর পানে উপুড় হয়ে কাঁদে,
জীবন তখন একলা-একা,নিজের ভুলের ফাঁদে,
কাটলো ভুলে স্নিগ্ধ সকাল,ভুলের মায়ায় সাঁঝ
ভুলের ভুলে হারায় পথও- ফুড়ায় মনের লাজ।
ভুলের সুযোগ সস্তা বিলাই-ফতুর করে আস্থারে,
সহজ গুলো কঠিন ভাবি-বানাই দামী সস্তারে,
ভুলের ভিড়ে কলম বোধের-থাকুক সুদূর সযত্নে,
আবাদ ফলাক নিত্য-ন্যায়ের,স্বপ্ন ফিরুক প্রযত্নে।
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছন্দে একটি সুলিখিত কবিতা।
কাটলো ভুলে স্নিগ্ধ সকাল,ভুলের মায়ায় সাঁঝ
ভুলের ভুলে হারায় পথও- ফুড়ায় মনের লাজ -- সুন্দর অভিব্যক্তি!
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০
রুদ্র জাহেদ বলেছেন: শুভ্র-স্নিগ্ধ লিখনি