নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ঠাঁই নেই-মানুষের গান ঃ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

দস্যুর মুল্লুকে দাড়িয়ে,
আজ আমি বঞ্চিতের গীত শুনাতে এসেছি-
স্বদেশের অংশিদারিত্ব থেকে ছিটকে পড়া
ছিন্নমূল স্বজনের সীমাহীন বেদনার কথা বলতে এসেছি ,
স্বপ্নের আঁতুড় ঘরে আঁটকে পড়া এক আকাশ ইচ্ছের
আ-সমুদ্র দীর্ঘশ্বাসের কথা বলতে এসেছি।

আজ এইখানে দাড়িয়ে সমবেত স্বদেশকে শুনাতে চাই-
বিপন্ন মানবতার সকরুণ বিলাপের কথা,
ক্ষুধিত আত্মার অবিরাম অভিশাপে-
ক্ষয়ে যাওয়া সমতার-পুনরুজ্জীবিত উপেক্ষার কথা,
ঝলমলে আলোয় উদ্ভাসিত অট্টালিকার পাদদেশে,
মাথানিচু করেগড়ে উঠা ঘুটঘুটে আঁধারে-মিলিয়ে যাওয়া
অজস্র বস্তিবাসীর অনির্দিষ্ট স্বপ্নের-নিখোঁজের কথা,
সংক্রামক ফুসফুস নির্গত দূষিত ভবিষ্যতের কথা
কন্যাদায়গ্রস্ত পিতার-চিন্তার কপালের খাঁ-খাঁ প্রান্তরে
বিস্তীর্ণ এঁকে যাওয়া-নিরুপায় আর্তনাদের কথা।

আমাকে বলতে দাও-
সেই সব হেরে যাওয়া সকালের কথা-
সকরুণ কান্নার-নিঃশব্দ চিৎকারে ফুঁড়িয়ে যাওয়া সাধ্যের কথা ;
অগুন্তি অভুক্ত রাত্রির পেটে জন্ম নেয়া-বিষাক্ত হতাশার,
অগণন অবহেলায় পচে মরা জীবনের কথা।
আমাকে বলতে দাও- সেই সব ফুঁড়িয়ে যাওয়া সময়ের কথা
অনাহারের অনলে দাউ দাউ জ্বলে উঠা দুঃস্বপ্নের,কথা,
তার প্রতিটি শলতের উত্তাপে পুড়ে যাওয়া আগামীর কথা।

আমাকে বলতেই হবে-
ঘৃণার মতো অস্পৃশ্য-অভিশাপের মতো নিষ্ঠুর,
দুঃসহ সময়ে ঝলসে যাওয়া ঘরহীন নিরন্ন মানুষের-
নিষ্ঠুর বাস্তবতা্য সকরুণ টিকে থাকার কথা।
অনিশ্চিত কালো ধুঁয়ায় ধুসর,অগুন্তি দুঃস্বপ্নের
অবিরাম গন্তব্যহীন-নির্মম বেঁচে থাকার কথা।

আত্মার উনুনে মনন ঢেলে আমার কলম
অভুক্ত দুপুরের কথা-কাঁক ডাকা ক্ষুধিত ভোরের কথা
ঠাঁই হীন মানুষের বিনিদ্র জেগে থাকা-সেইসব রাত্রির কথা-বলবেই !
আমার চৈতন্যের তৃষ্ণার্ত অতলে-বঞ্চিত স্বদেশের মুখ-
চিৎকার ঢেউ-তুলবেই...
ঠাঁই নেই-মানুষের গান!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

রুদ্র জাহেদ বলেছেন: অদবদ্য।খুব ভালো লাগল

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞতা নিরন্তর, সতত শুভাশিস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.