নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অরণ্যের মৃত্যু ঃ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৯




অথর্ব প্রজন্ম,বিকলাঙ্গ জাতীয় বিবেক,অস্থির সময়,প্রতিহিংসাপরায়ন-অযোগ্য নেতৃত্ব,স্বার্থপর সুশীল,দুধের মাছি মিডিয়ার বাণিজ্যিক আচরন,দেশপ্রেম বিবর্জিত রাজনীতি-দিনদিন যখন,আমাদের অটিস্টিক জাতীতে পরিণত করছে।তখন আমার মতো অযোগ্য,অখ্যাত সাধারণ থেকেও নগণ্য এক মানুষের বলগা-হরিণ ইচ্ছের সাধ হলো- somewhere in...blog পরিবারের শেষ বেঞ্চে ঠাঁই পাবার প্রত্যাশায়...

আমি লেখক নই।সাহিত্যের জটিল সমিকরন,জ্যামিতি-ভূগোল-ব্যাকরণ-পাটীগণিত-বীজগণিতে আমি একেবারেই অজ্ঞ।কবিতাকে ভালবাসি।কবিতার জ্যামিতি ভূগোল পাটীগণিত স্বপ্নগুলো আন্দোলিত করে চৈতন্যের অতল গভীরে।কবিতার দর্পণে খুঁজে ফিরি-আত্মার বিশুদ্ধ ছায়া।সত্য কখনও কঠিন আর দুর্বোধ্য।তখন সস্তার আড়ালে লুকিয়েই তার শান্তনা!নইলে কল্পনার রঙও সাদা-কালোয় হারিয়ে যেতো...তাই কাব্যের আড়ালে সত্যকে,অতলের বেদনায় দুর্বোধ্যের আবরণে ঢেকে রাখি 'চিন্তার আঁচলে'।তাকেই কবিতা,গল্প বা বিচ্ছিন্ন ভাবনা ভেবে তৃপ্তির ঢেঁকুর তুলার অপচেষ্টায় নিমগ্ন হই।গুণী আর সৃষ্টিশীল চিন্তার স্নিগ্ধ পদচারনায় পাঠক নন্দিত somewhere in...blog-এ, সেই চিন্তার প্রশ্রয়ে ৫০টি ভিন্নরকম ভাবনার ধারাবাহিক প্রকাশের প্রচেষ্টার নাম দিলাম "অরণ্যের মৃত্যু"।

এ পথে আমি নতুন।এবং একেবারেই নতুন।ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন-আশাকরি।আপনাদের ভালোবাসা পেলেই কেবল,এ পথে টিকে থাকা সম্ভব।আমি তা মন প্রাণ দিয়েই চাই।কবিতা,গল্প অথবা বাস্তব চিন্তার মোড়কে মোড়ানো,আমার প্রচেষ্টাগুলো যদি আপনাদের হৃদয়ের নাগাল পায় তবেই সার্থক-আমার লেখক হতে চাওয়ার ইচ্ছেটা।আপনাদের ভালবাসার মাঝেই বেঁচে থাকতে চাই।আশাকরি সে সুযোগটা আপনারা আমাকে দিবেন।ভালো থাকবেন,অনেক ভালো।সুন্দর সত্যের মতো,কাউকে বাদ দিয়ে নয় ...

-কিরমানী লিটন ।
১.
আমায় ভুলে সুখেই আছো-
ভালোই থেকো,
অন্য ঊষার নতুন আলোয়
শরীর মাখো।

অলস বিকেল একলা কাঁদুক
সাঁজের মায়ায়,
ভুলের চাদর জড়িয়ে রাখুক
স্মৃতির পাতায়।

চোখের নদী প্লাবন ডাকুক
আমার আকাশ,
হৃদয় পুঁড়ার গন্ধ মাখুক
ভোরের বাতাস।

মাতাল জলে মরুক ডুবে
বাঁচার আশা,
শিকড় বিহীন সুখরা বুঝুক
দুঃখের ভাষা।

ভালোই আছি-ভীষণ ভালো
তোমায় ছাড়া,
আঁধার আমার আপন এখন
দেয় পাহারা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৪

চ্যাং বলেছেন: আপনাকে শুভাশীষ জানাই একই সাথে ভাল থাকার আশীর্বাদ করি ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩১

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ সালাম আপনাকে,অনেক উজ্জীবিত হলাম আপনার শুভাশিস পেয়ে।নান্দনিক ভালোবাসা জানবেন প্রিয়সুহৃদ ...

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

গেম চেঞ্জার বলেছেন: সুন্দর গোছানো কাব্য । চালিয়ে যান । অবশ্য আরো জটিলতা/অলংকার দিলে আরো আকর্ষণ করত । যাকগে সেটা আমার মত । চালায়া যান । ভালো হইছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫০

কিরমানী লিটন বলেছেন: "সত্য কখনও কঠিন আর দুর্বোধ্য।তখন সস্তার আড়ালে লুকিয়েই তার শান্তনা!"তাই সহজিয়া সস্তায় শুরু করতে চেয়েছি।তাছাড়া শুরুতে দীর্ঘ বর্ণনা দিয়ে ফেলেছি-তাই কবিতায় জটিলতার প্রলেপ দেইনি... অনেক অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে,পাশেই খুঁজবো,এভাবেই ...সতত শুভকামনা ...

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।
মানুষের কথা লিখুন; জাতির কস্টের দিকগুলোর উপর লিখুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬

কিরমানী লিটন বলেছেন: হাঁটতে হাঁটতে দৌড়াতে চাই, পড়ে যেতে যেতে দাঁড়াতে,আশকরি পাশেই পাবো,এভাবেই- নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন ...

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫২

সাঈদ জামিল বলেছেন: কি প্রতিভা, ভাল।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫০

কিরমানী লিটন বলেছেন: প্রিয়সুহৃদ অনেক কৃতজ্ঞতা জানবেন,পাশেই থাকতে চাই আপনাদের স্বপ্নের সারথি হয়ে,সাথেই চাই-এভাাবেই... শুভাশিস নিরন্তর ...

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: Somewherein blog এ স্বাগতম ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সুহৃদপ্রিয় অন্ধকারের আলোর দিশারী,নিরন্তর শুভেচ্ছা জানবেন...

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

ময়না বঙ্গাল বলেছেন: আপনার সার্পনেসের উত্তরোত্তর বরকত হোক

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৩

কিরমানী লিটন বলেছেন: আপনার মুখে ফুল-চন্দন ফুটুক ...

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



যিনি এই কথাগুলো লিখেছেন শুরুতেই --------অথর্ব প্রজন্ম,বিকলাঙ্গ জাতীয় বিবেক,অস্থির সময়,প্রতিহিংসাপরায়ন-অযোগ্য নেতৃত্ব,স্বার্থপর সুশীল,দুধের মাছি মিডিয়ার ----------------------সাধ হলো- somewhere in...blog পরিবারের শেষ বেঞ্চে ঠাঁই পাবার প্রত্যাশায়.

তার কি একথা বলা সাজে , "তাই কাব্যের আড়ালে সত্যকে,অতলের বেদনায় দুর্বোধ্যের আবরণে ঢেকে রাখি--------- " ?
না, সাজার কথা নয় ! একজন কবি সমাজদ্রষ্টাও বটে । সমাজের - মানুষের অসংগতিকে সংগত, অস্থিরতাকে সুস্থির , অমানবিকতাকে মানবিক করে তুলতে পারেন তো কবিরাই । তিনি দ্রষ্টা , তিনিই স্রষ্টা ।

আশা করি নৈরাশ্যের কবি নয়, হয়ে উঠুন আলো ছড়ানোর মোমকবি ।

শুভেচ্ছান্তে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

কিরমানী লিটন বলেছেন: প্রিয় অগ্রজ
আহমেদ জী এস ভাইয়া,
সশ্রদ্ধ অভিবাদন।জানি,উপর দিকে থুতু দিলে নিজের মুখেই থুতু পড়ে...তাই-আমি শুধু উপরের চিত্রটা দেখাতে চেয়েছি। তাই হয়তো নিরাশার প্রান্ত থেকে শুরু করেছি-গন্তব্য আশার বন্দর।যে পথে আলো ছড়াতে আপনাদের শ্রম-ঘাম ঝরেছে। এ পথে চলতে আপনার মূল্যবান উপদেশ আমার পাথেয় হয়ে রইবে...

অনেক কৃতজ্ঞতা আমাকে উজ্জীবিত করার জন্য।ভুলগুলি ধরিয়ে দিলে,আরও অনুপ্রানিত হবো।আশাকরি আপনার চৈতন্যের বিশুদ্ধ কামরায় - ঠাই চাই।নিরন্তর ভালোবাসা জানবেন-অনাবিল শুভকামনা...

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো ...

৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ছন্দে ছন্দে

১০| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩২

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.