নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আমি ভালো আছি-মা,তুমি ভালো থেকো...

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬



তোমার আকাশ স্নিগ্ধ হাওয়ায়-মুগ্ধ ছড়াক শত,
শরীর জুড়াক জোছনা তারার আঁধার আলোক যত।
মেঘের কোলে ঘুমিয়ে থেকো-শ্রাবন মেঘের মতো,
বৃষ্টি হয়ে শীতল করো-তপ্ত হাওয়া পথও।
স্বপ্ন যখন এসেই লুকায়-শুন্যে বসত ঠাই,
তখন তুমি লেপটে থাকো,তোমার ছেলের গায়।

চাঁদের বুকে তোমার ছায়া,রংধনুতেও তাই ;
আঁধার রাতে হারিয়ে তোমায়-পূর্ণিমাতে পাই।
কাজের ভিতর ডুবি যখন তোমায় ভুলে থেকে
তোমার শিখন মাথায় রাখি কাজের ছায়া এঁকে।
কঠিন মাঝে তোমায় স্মরণ সহজ মাঝেও তুমি,
তোমার মাঝেই দেশের হৃদয়,প্রাণের জন্মভুমি।

চোখের তাঁরায় সূর্য আঁকো,জোছনা মাখাও তার পায়
দুঃখের পায়ে শিকল বেঁধে,অমোঘ তাড়াও নীলের ছায়!
সহ্য করো কাল বৈশাখী ব্জ্র মেঘের হামলাও
ও-মা তুমি,একলা এতো-কেমন করে সামলাও?
এক আঁচলে স্বপ্ন দিনের,রাতের আঁধার আলোক চায়,
আঁধার ঝরে যে প্রান্তরে-পূর্ণিমা তার প্রান্তে ঠাঁই!
ভাবনা সকল যায় গুলিয়ে দুর্ভাবনা পায়না যুত,
তুমি মাগো-কেমনে একা,সকল কাজে হও নিখুঁত?
শক্তি করে মায়ের সোহাগ-বাঁধার পাহাড় উপড়াই
আঁধার ঠেলে আলোয় ছুবো,মায়ের স্নেহে শীর্ষে ঠাঁই।

স্বর্গ মাঝে আবাস গড়ুক,স্বপ্ন মায়ের-সুখের বাস,
তোর ছায়াতে পালাক দূরে-অসুর সকল সর্বনাশ।
ভুলের পথে পড়লে কদম,পিছন ফিরে ডেকো-
শুনো-মা,আমি ভালো আছি,তুমিও ভালোই থেকো।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগল।। ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

কিরমানী লিটন বলেছেন: একরাশ মুগ্ধতায় অতলের অকূল ভাসিয়ে দিলেন প্রিয় প্রামানিক ভাই,অনেক কৃতজ্ঞতা-আপনার আন্তরিক অনুপ্রাণ মতামতে ...

এখন থেকে পাশে নয়,সাথেই চাই- এভাবেই ...!!!
সতত শুভকামনা ...

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

গেম চেঞ্জার বলেছেন: ১ম প্লাস। লেখা ভাল লাগছে, লিটন ভাই।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

কিরমানী লিটন বলেছেন: তৃপ্তির মুগ্ধতা প্রান পেলো আপনার আন্তরিক মতামত জেনে ...

অনেক ভালোবাসা,আর সতত শুভাশিস ...

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সাহসী সন্তান বলেছেন: পৃথিবীতে যদি ভালবাসা পরিমাপ করা যন্ত্র থাকতো, আর তাতে যদি প্রত্যেকটা মানুষের ভালবাসা পরিমাপ করা যেত; তাহলে নিঃস্বন্দেহে আমাদের গর্ভধারিনী মায়ের ভালবাসাটা থাকতো সবার উপরে!

মা তখনও কাঁদে যখন সন্তান ভাত খায় না, আবার মা তখনও কাঁদে যখন সন্তান ভাত দেয় না!

মাকে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন ভাই! অনেক ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

কিরমানী লিটন বলেছেন: একদম সঠিক কথা- সকলের হৃদয়ের কথা,আপনাদের দেখেই অনুপ্রাণ পাই সতত,মায়ের ছায়ার মতই ঠাঁই দিয়েন আপনার হৃদয়ে,
পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা...
সাথেই চাই- এভাবেই...
সতত শুভকামনা ...

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবনি পেলো আমার কাব্যের তৃষ্ণা ,

সতত শুভাশিস ...

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: স্বর্গ মাঝে আবাস গড়ুক,স্বপ্ন মায়ের-সুখের বাস,
মায়ের ছায়ায় পালাক দূরে-অসুর সকল সর্বনাশ।
ভুলের পথে পড়লে কদম,পিছন ফিরে ডেকো,
শুনো-মা,আমি ভালো আছি,তুমিও ভালোই থেকো।
--- চমৎকার হয়েছে।

এসব লেখা পড়লে, অজানা এক কারণে মনটা ভারী হয়ে উঠে।

+।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,আপনার অনুপ্রাণের মনন মন্তব্যে,সশ্রদ্ধ ভালোবাসা আর অভিবাদন রইলো
নিরন্তর ভালো থাকার কামনা,
শুভাশিস সারাবেলা প্রিয়সুহৃদ, প্রিয় দাদার জন্য ...

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: " সহ্য করো কাল বৈশাখী ব্জ্র মেঘের হামলাও
ও-মা তুমি,একলা এতো-কেমনে এসব সামলাও?"

অসম্ভব সুন্দর কবিতা মাকে নিয়ে লেখা , অনেক ভালো লাগলো ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

কিরমানী লিটন বলেছেন: আপনাকে মিস করি ইদানিং...অপেক্ষাও করি আপনার মন্তব্যে,
অনেক অনুপ্রাণ পায় আমার কাব্যের তৃষ্ণা,আপনার মননের মতামতে
কৃতজ্ঞতা অমিনেশ
সতত শুভাশিস ...

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

বাজরঙ্গী ভাইজান বলেছেন: অনেক সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

কিরমানী লিটন বলেছেন: একরাশ মুগ্ধতা পেলাম,অনাবিল ভালোবাসা আর নিরন্তর শুভাশিস জানবেন...

৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বর্গ মাঝে আবাস গড়ুক,স্বপ্ন মায়ের-সুখের বাস,
মায়ের ছায়ায় পালাক দূরে-অসুর সকল সর্বনাশ।
ভুলের পথে পড়লে কদম,পিছন ফিরে ডেকো,
শুনো-মা,আমি ভালো আছি,তুমিও ভালোই থেকো।

ছন্দময় মাতৃ বন্দনা , সুন্দর লিখেছেন মিতা ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৬

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো,সুপ্রিয় মিতার জন্য
বরাবরের মতোই মুগ্ধ হলাম আপনার মননশীল আর আন্তরিক মতামতে ...

সতত শুভকামনা রইলো ...

৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা । ভাল লেগেছে বেশ ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৮

কিরমানী লিটন বলেছেন: ভীষণ অনুপ্রাণিত হই আপনার আন্তরিক মতামতে...
সতত সাথে চাই-এভাবেই...

নিরন্তর ভালোবাসা আর শুভকামনা ...

১০| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: "স্বপ্ন যখন এসেই লুকায়-শুন্যে বসত ঠাঁই,
তখন তুমি লেপটে থাকো,তোমার ছেলের গায়।"
"এক আঁচলে স্বপ্ন দিনের,রাতের আঁধার আলোক রয়,
আঁধার ঝরে যে প্রান্তরে-পূর্ণিমা সে প্রান্তে ঠাঁই!"
বিষয়বস্তু, বর্ণনা অসাধারণ । মুগ্ধ করেছে । অন্তঃমিলের দিকে অার একটু নজর দেবেন অার মাত্রাগুলো সমান হলে অারো ভালো লাগতো ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

কিরমানী লিটন বলেছেন: আসলে আবেগের কাছে মাত্রা অন্ত্যমিলের ব্যাকরণ শুদ্ধতা হারিয়ে গেছে,কবিতাটি যখন লিখছিলাম পোষ্ট করার জন্য,দুচোখের পাতা ঝাপসা হচ্ছিল ক্রমাগত,এমন সময় এক বন্ধুর আগমনে হঠাৎ ধ্যান ভেঙে যায়,রিভিশন না করেই দ্রুত পোষ্ট করে ফেললাম তখন,এখন রিভিশন করে কিছুটা পরিশুদ্ধ করেছি।বাকিটা আগামির জন্য রেখে দিলাম ...

আপনার মননশীল পরিশুদ্ধ আন্তরিক মতামতে অনেক অনুপ্রাণ পেলাম,সারাক্ষন পাশে চাই,এভাবেই ...
সশ্রদ্ধ ভালোবাসায় সতত শুভকামনা সুহৃদপ্রিয় ...

১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: মাকে নিয়ে দারুন কবিতা।বরাবরের মতোই অনবদ্য লিখনি।খুব ভালো লেগেছে কবি

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর উজ্জিবনি সুধায় মন ভরে দিলেন স্নেহের সুহৃদ, অনেক ভালোবাসা আপনার জন্য ...

সতত ভালো থাকবেন,শুভকামনা রইলো ...

১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "মা,আমি ভালো আছি,তুমিও ভালোই থেকো।"

অসম্ভব সুন্দর :)

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫২

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা অশেষ ভালোবাসা ...
ভালো থাকবেন,সতত শুভকামনা ...

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩

শামছুল ইসলাম বলেছেন: মাকে নিয়ে লেখা কবিতার আবেদন সবসময়ই একটু অন্য রকম আবেগ জাগায়।

খুব ভাল লেগেছে।

//স্বর্গ মাঝে আবাস গড়ুক,স্বপ্ন মায়ের-সুখের বাস,
তোর ছায়াতে পালাক দূরে-অসুর সকল সর্বনাশ।
ভুলের পথে পড়লে কদম,পিছন ফিরে ডেকো-
শুনো-মা,আমি ভালো আছি,তুমিও ভালোই থেকো।//

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪

কিরমানী লিটন বলেছেন: পৃথিবীর সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা ...
আপনাকেও অভিবাদন আর ভালোবাসার অঞ্জলি...
অনেক কৃতজ্ঞতা পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য,অনাবিল সুস্থতায় ভালো থাকুন নিরন্তর

সতত শুভকামনা ...

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১২

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



আবেগময় এই কবিতা পড়ার পরে শুধু এটুকুই বলা ----
মা,তুমি ভালো থেকো...

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা পৃথিবীর সকল মায়েদের প্রতি,আপনাকেও অনেক ধন্যবাদ পাশে থেকে নিয়ত উজ্জীবিত করার জন্য ...

ভালো থাকবেন,সতত শুভকামনা !!!

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:

প্রকৃতি এক যোগসুত্র গেঁথে দিয়েছে মায়ে সন্তানে

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম আপনার মন্তব্য পেয়ে
সাথে চাই,এভাবেই...

সতত শুভকামনা...

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: খুবই ভালোলাগলো। কেন যেন মাকে নিয়ে কোনদিন কিছু লেখা হয়নাই। কালকেই লিখবো ছাইপাশ হইলেও। পরশুদিন পর্যন্ত বাচি নাকি ঠিক নাই।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

কিরমানী লিটন বলেছেন: পৃথিবীর সব মায়েদের বিনম্র ভালোবাসা- নিরন্তর ভালোবাসা জানবেন,আপনার লিখার অপেক্ষায় থাকলাম

সতত শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.