নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রাণের স্বদেশ থাকুক বেঁচে,অযুত-নিযুত প্রার্থনা...

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭



বোনের ত্যাগে আঁধার তাড়াই-মায়ের দুঃখের রেশ
ত্রিশ লাখ প্রান নগদ দাম-পেলাম তোমায় দেশ।
তোমার কোলে জীবন শুরু-তোমার মাঝেই শেষ,
তোমার হিয়ায় আমায় খুঁজি- প্রানের বাংলাদেশ!!!

তোমার ছায়ায় স্বপ্ন জুড়াই-সাঁজের মায়ায় তুই,
রাতের বেলায় এক কাপ চা,সকাল বিকেল দুই।
পায়ের তলায় মেঘের ছায়া-আকাশ হাতেই ছুঁই,
চোখের তাঁরায় জোছনা মাখি-চাঁদের কোলেই শুই।


হাজার নদীর বয়ে চলা-পাহাড় বনের মায়া,
তপ্ত বুকও শীতল কর,রোদের তাপে ছায়া।
সুখের সুবাশ নিত্য ছড়াও-ব্যাথায় ছোঁয়াও শান্তনা,
বিপদ বেলা সাহস যোগাও-ভুলে থাকি বঞ্চনা।

ধনীর মুখে সুখের ঢেকুর-টানপোড়নে যাতনা,
আঁধার মাঝে তুমিই আলো-দুঃখ সুখে কামনা।
তোমার চরণ যোগাক আবাস,জনম দুঃখীর ঠিকানা,
প্রাণের স্বদেশ থাকুক বেঁচে-'অযুত নিযুত প্রার্থনা'!!!


মন্তব্য ৬১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

বাংলার ফেসবুক বলেছেন: ধনীর মুখে সুখের ঢেকুর-টানপোড়নে যাতনা
আঁধার মাঝে তুমিই আলো-দুঃখ সুখে কামনা।
দেশের চরণ যোগাক আলয়,জনম দুঃখীর ঠিকানা
প্রাণের স্বদেশ থাকুক বেঁচে-'অযুত নিযুত প্রার্থনা'।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোবাসায় আমার জীর্ণ ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম,অনেক শ্রদ্ধায়- কৃতজ্ঞতায়!!!
শুভকামনা জানবেন...

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

কল্লোল পথিক বলেছেন: দেশের জন্য চমৎকার কবিতা।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামত আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রিয় কল্লোল পথিক ভাইয়া,শুভকামনা অনেক ...

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আরণ্যক রাখাল ভাই,আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,
সতত শুভকামনা জানবেন...

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: ধনীর মুখে সুখের ঢেকুর-টানপোড়নে যাতনা,
আঁধার মাঝে তুমিই আলো-দুঃখ সুখে কামনা।
তোমার চরণ যোগাক আবাস,জনম দুঃখীর ঠিকানা,
প্রাণের স্বদেশ থাকুক বেঁচে-'অযুত নিযুত প্রার্থনা'!!!


এই প্রার্থনা হোক সবার।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কিরমানী লিটন বলেছেন: আমার ব্লগে আপনার আগমনে আমার কবিতার শব্দের প্রতিটি বর্ণমালা আরও উজ্জীবিত হোক-শুদ্ধতায়, অনুপ্রেরণায়-সুস্বাগতম প্রিয় ফেরদৌসা রুহী,সশ্রদ্ধ সালাম আর অনেক শুভকামনা রইলো..।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: দেশাত্মবোধক কবিতা অসাধারণ লিখেছেন!!
অনেক অনেক শুভেচ্ছা!!!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধতার তৃপ্তিতে মন ভরে গেল-কানায় কানায়, অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয় আপু'নি কামরুন নাহার বীথি ,আমার ব্লগের জীর্ণ বারান্দায়,পাশে চাই- এভাবেই...

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

ফুলফোটে বলেছেন: প্রানের দেশ নিয়ে লিখা সুন্দর কবিতা'র জন্য ...
কবি কে ধন্যবাদ না দিয়ে পারলাম না...

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হল হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামত আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা, সাহস আর শক্তি হয়ে পাশে থেকে,আত্মার গভীরে-প্রেরণার উন্নত বীজ-বুনে যাওয়ার জন্য-
ভালোবাসা নিরন্তর,অনেক শুভকামনা আপনাকে প্রিয় ফুলফোটে

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২০

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হল হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামত আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা, সাহস আর শক্তি হয়ে পাশে থেকে,আত্মার গভীরে-প্রেরণার উন্নত বীজ-বুনে যাওয়ার জন্য-
ভালোবাসা নিরন্তর,অনেক শুভকামনা আপনাকে প্রিয় ফুলফোটে

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


১ নং লাইক।

শুভকামনা সব সময়ের জন্য ভ্রাতা।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

কিরমানী লিটন বলেছেন: এই নাও,ছুয়েছি হৃদয়, নব-ধারায় পান কর, তৃষ্ণার জল ...
অনেক শুভকামনা প্রিয় কান্ডারি...

৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫২

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাই ,
ভালো লেগেছে কবিতা ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

কিরমানী লিটন বলেছেন: Click This Link
অনেক শুভকামনা প্রিয় আজাদ মোল্লা ভাই ...

১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর উপহার , ধন্যবাদ আপনাকে লিটন ভাই ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১২

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ...

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: চেতনা আর বোধ এইটুকু যদি সবার মাঝে ঠিক থাকে তাহলে আমাদের এগিয়ে যাবার স্বপ্ন কেউ কোনদিন থামতে পারবেনা।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

কিরমানী লিটন বলেছেন: সেই অদেখা আগামীর প্রত্যাশা-প্রিয় মাহবুবুল আজাদ ভাই, অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন,শুভকামনা ...

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

অগ্নি সারথি বলেছেন: শতত প্রনাম হে দেশ মাতৃকা।
কবিতা ভাল হয়েছে কবি।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সারথি,শুভকামনা নিরন্তর...

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

জুন বলেছেন: দেশের প্রতি ভালোবাসাময় কবিতায় প্লাস।
+

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ প্রিয় জুন আপুর জন্য,দারুণ উৎসাহ পেলাম আপনার মন্তব্যে,নিরন্তর শুভকামনা জানবেন...

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

প্রামানিক বলেছেন: দেশাত্মবোধক কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক... প্রিয় প্রামানিক ভাই,
সতত শুভকামনা !!!

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

নীলসাধু বলেছেন: চমৎকার লিখেছেন।
ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় নীলসাধু ভাই,আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,
সতত শুভকামনা জানবেন...

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আরজু পনি বলেছেন:
দেশের প্রতি দারুণ ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ ।
ভালো লাগলো পড়তে ।
অনেক শুভকামনা রইল, কিরমানী...।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম,উৎসাহ পেলাম আপনার মতামতে।ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আরজুপনি-অনেক শুভকামনা...

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম,উৎসাহ পেলাম আপনার মতামতে।ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আরজুপনি-অনেক শুভকামনা...

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ও আমার দেশের মাটি
তোমার কোলে ঠেকাই মাথা....


দারুন বলেছেন..
প্রাণের স্বদেশ থাকুক বেঁচে-'অযুত নিযুত প্রার্থনা'!!! +++

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ...
সতত শুভকামনা প্রিয় বিদ্রোহী ভৃগু ...

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !! +

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১

কিরমানী লিটন বলেছেন: এই কমপ্লিমেন্টের অপেক্ষায় থাকি- প্রতিটি পোষ্টেই - মুগ্ধ কৃতজ্ঞতা,চেতনার গভীর থেকে ভালোবাসা প্রিয় দাদাভাই,সুমন করের জন্য-শ্রদ্ধার, ভক্তির...
শুভকামনা রইলো অ নে ক ...

২০| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

কাবিল বলেছেন: চমৎকার, কবিতায় ভাল লাগা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

কিরমানী লিটন বলেছেন: ...যেন একমুঠো রোদ্দুর .. ' সত্যিই আমার কবিতা আপনার মনোযোগের দেখা পেয়ে একমুঠো রোদ্দুরের মিষ্টি ছোঁয়া পেল।
আপনার আন্তরিক মন্তব্য জেনে-উৎসাহ পেলাম অ নে ক,-সাহসও... সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...সুহৃদপ্রিয় কাবিল ভাই

২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

অভ্রনীল হৃদয় বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা,ভালবাসাও...
ধন্যবাদ প্রিয় অভ্রনীল হৃদয়,আপনার আন্তরিক মতামতের জন্য।অজস্র শুভকামনা জানবেন...

২২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো প্রিয় হাসান মাহবুব ভাই।পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: দেশপ্রেম অটুট থাকুক। কবিতায় প্লাস প্রিয় ব্লগার

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম,আপনার প্রজ্ঞার মতামতে।কৃতজ্ঞ ভালোবাসায় মন ভরে গেল-সত্যিই ..।

ভীষণ সাহস ও শক্তি পেলো-আমার কবিতার শব্দেরা আপনার আন্তরিক মন্তব্যে।দোয়া করবেন,যেন এই শিকড়েই জড়িয়ে থাকি-আমৃত্যু। ভালো ও সুন্দর থাকুন,সজীব স্নিগ্ধতার মতোই ...
নিরন্তর শুভাশিস প্রিয়-নেক্সাস ভাইয়ার জন্য ..

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

আত্মবিশ্বাসী লেখক বলেছেন: ভাল লাগলো।তবে আরেকটু রুচিশীল হলে ভালো হতো।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আত্মবিশ্বাসী লেখক,পাঠে - মতামতে...
সত্যিকথা বলতে কি,আমি কিন্তু এ কবিতায়-রুচিহীন,কুরুচিপূর্ণ কোন বাক্য- শব্দমালা-কোনকিছুতেই খুঁজে পেলাম না।কোথায় রুচির ঘাটতি দেখলেন দয়াকরে দেখিয়ে দিলে-আমি আরও সচেতন হবো-আশাকরি এই উপকারটুকু করবেন,প্রিয় সুহৃদ,অনেক শুভকামনা রইলো ...

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আত্মবিশ্বাসী লেখক,পাঠে - মতামতে...
সত্যিকথা বলতে কি,আমি কিন্তু এ কবিতায়-রুচিহীন,কুরুচিপূর্ণ কোন বাক্য- শব্দমালা-কোনকিছুতেই খুঁজে পেলাম না।কোথায় রুচির ঘাটতি দেখলেন দয়াকরে দেখিয়ে দিলে-আমি আরও সচেতন হবো-আশাকরি এই উপকারটুকু করবেন,প্রিয় সুহৃদ,অনেক শুভকামনা রইলো ...

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: "তোমার চরণ যোগাক আবাস, জনম দুঃখীর ঠিকানা,
প্রাণের স্বদেশ থাকুক বেঁচে-'অযুত নিযুত প্রার্থনা'!!!" এই কামনাই করি ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

কিরমানী লিটন বলেছেন: যেভাবেই তুমি সকাল দেখো - সূর্য কিন্তু একটাই...
ঠিক বলেছেন,এমন কামনাই সকলের,
অনেক শুভকামনা ...

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

সুলতানা রহমান বলেছেন: বাহ্! সুন্দর দেশের কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা সুপ্রিয় sultana rahman আপুকে ...
শুভকামনা জানবেন ...

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ দেশের কবিতা । ভাল লেগেছে খুব ।

বিজয়ের শুভেচ্ছা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধুতার পরশে রুপ পাক,আপনার বিশুদ্ধ প্রেরণা,কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা,বিজয়ের বিজয়ের শুভেচ্ছা আপনাকেও প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া,সতত শুভাশিস ...

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় দৃষ্টিসীমানা , নিরন্তর শুভকামনা ...

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

দর্পণ বলেছেন: অদ্ভুত । বড় ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর অফুরান ভালোবাসা রইলো প্রিয় দর্পণ ভাইয়া ...

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯

উল্টা দূরবীন বলেছেন: তোমার ছায়ায় স্বপ্ন জুড়াই-সাঁজের মায়ায় তুই,
রাতের বেলায় এক কাপ চা,সকাল বিকেল দুই।
পায়ের তলায় মেঘের ছায়া-আকাশ হাতেই ছুঁই,
চোখের তাঁরায় জোছনা মাখি-চাঁদের কোলেই শুই

একেবারে মন ছুঁয়ে গেছে। সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা,ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা প্রিয় উল্টা দূরবীন...

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার দেশাত্মবোধক কবিতা! খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার আন্তরিক মতামতে,নিরন্তর ভালোবাসা আর অগুন্তি শুভকামনা প্রিয় অভ্রনীল হৃদয়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.