নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

নীল শুধু বেদনাই নয়, কখনও তা- সুখের আল্পনা...

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২





হিসাব বিজ্ঞানের ছাত্র বলে
মায়া তাকে অ্যাপ্লাইড কেরানীর স্টুডেন্ট বলে ডাকতো।
মৃত্তিকা বলত ইতিহাস কোন সাবজেক্ট হলো নাকি !
ইহারা ইহারা যুদ্ধ করিয়া,তাহারা তাহারা মারা গেলো,
ইহারা আর তাহারার জায়গায় নামগুলি লিখলেই সেকেন্ড ক্লাশ
আর ঠিকমতো সন তারিখ লিখলেতো ওভার বাউন্ডারি,
এক্কেবারে প্রথম শ্রেনিতে প্রথম। ব্যাস,
মায়া হামলে পড়তো- মৃত্তিকার দুই কান ডলে মুচরে রক্ত লাল করে দিতে,
মৃত্তিকাও তার স্পর্শের উষ্ণতা পাওয়ার আশায়
হামেশাই এই কাজটা করতো।


নীল নামের যে ছেলেটি- সারাক্ষণ মায়ার সাথে লেপটে থাকতো-
সুদর্শন স্মার্ট অভিজাত হলেও, সে ছিল মৃত্তিকার চোখে বিষ,
নীল জামা, নীলশাড়ি, নীল সানগ্লাস, নীল জুতো,
এমন কি নীল চোখও সে সহ্য করতে পারতো না!!
অন্যদিকে একই বিভাগের হওয়ায়, নানাকারনে মায়া তাকে এড়িয়ে চলতে পারেনা।
এ নিয়ে দুজনের মধ্যে ফাউল, লাল কার্ড, হলুদ কার্ড চলতেই থাকতো।
বিস্ফোরক সময়সীমা কখনও কখনও অতিরিক্ত সময় গড়িয়ে
সাডেন ডেথে গিয়ে ঠেকতো ...!!


ফাইনাল পরীক্ষার পর দ্রুতই মায়া বিসিএসে টিকে,
সরকারী চাকুরীতে যোগ দেয়,মৃত্তিকা অপেক্ষা করতে থাকে
চাকুরীর প্রার্থনায়, চিঠি বিনিময় হয়, দেখা সাক্ষাতও হয় কাল ভদ্রে...
এক দুপুরে জরুরী টেলিগ্রাম পায় মৃত্তিকা,মায়া পাঠিয়েছে-
"বিশেষ বাক্তিগত কারনে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হচ্ছে,
কাল বিয়ে, ভুলে যেও- পারলে ক্ষমা করো ।"
সেই থেকে মুছে গেছে মৃত্তিকার মায়া...!!


আজ ১৫ বছর পর, মৃত্তিকা অফিস শেষে বই মেলার পথ ধরে হাঁটছে,
ঘণ্টা খানেক সময় কাটিয়ে বাসায় ফিরবে- এমন ইচ্ছায়…
মেলার গেটে পৌছতেই সে দেখে
নীল মার্সিডিসের পেট ফুঁড়ে বেড়িয়ে আসছে একজোড়া নীল,
নীল পাঞ্জাবি আর নীল শাড়ি পড়ে
মায়া আর নীল হাত ধরা-ধরি করে নামছে।
মৃত্তিকা আর দাড়িয়ে থাকতে পারছিলনা,
হতাশা ক্ষোভ আর দহনের শিখায় ফেরার পথ ধরল
পা চলছিল না তবুও হাঁটে আর ভাবে-
নীল শুধু বেদনাই নয়, কখনও তা- সুখের আল্পনা !!!

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ ভাই কিরমানী লিটন।

১ম হইছি চা দেন

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

কিরমানী লিটন বলেছেন: প্রামানিক ভাই, আপনি আমার সারাজীবনের প্রথম... :) এই নেন চা,



সতত শুভকামনা জানবেন...

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

সুমন কর বলেছেন: কবিতায় কবিতায় কাহিনী--বেশ লাগল।

+।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা অশেষ প্রিয় দাদাভাই সুমন কর, মুগ্ধ শুভকামনা জানবেন...।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্তিকার জন্য তো শুধু অনলই রয়ে গেল । তাকে কিছু দিতেন । হা হা

ভাল লেগেছে কাহিণী নির্ভর কাব্য ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

কিরমানী লিটন বলেছেন: মৃত্তিকার জন্য শুধু অনলই নয়- বোধের সূর্যোদয়ও ঘটালাম, " নীল শুধু বেদনাই নয়, কখনও তা- সুখের আল্পনা!!! " =p~

ভালো থাকবেন, সারাক্ষণ- সারাবেলা, নিরন্তর ভালোবাসার শুভাশিস প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া ...।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

ডরোথি গোমেজ বলেছেন: মায়া হামলে পড়ত-মৃত্তিকার দুই কান ডলে মুচরে রক্ত লাল করে দিতে,
মিত্তিকাও তার স্পর্শের উষ্ণতা পাওয়ার আশায়
হামেশাই এই কাজটা করতো।
বুঝতে একটু কষ্টই হচ্ছিল।

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

কিরমানী লিটন বলেছেন: মৃত্তিকার স্থলে মিত্তিকা হয়েছিল, সংশোধন করলাম :)
অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর শুভিকামনা প্রিয় ডরোথি গোমেজ দাদাভাই...

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কাহিনী কাব্য।মৃত্তিকা পেলনা বুঝি কোন মায়া
+++

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় রুদ্র, আপনার মতামতে বরাবরই উজ্জীবিত হই- স্নিগ্ধ তৃপ্তিতে, অশেষ শুভকামনা ...।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ নিরন্তর আর কৃতজ্ঞ ভালোবাসা রইলো প্রিয় শুভ্র বিকেল, সতত শুভকামনা ...

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার কাব্য কথা
অনেক শুভ কামনা প্রিয় কবি লিটন ভাই।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা নিরন্তর প্রিয় কল্লোল পথিক ভাই- নান্দনিক শুভকামনা আর অশেষ কৃতজ্ঞতা, শুভকামনা, সারাক্ষণ- সারাবেলা ...।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো কাব্য কথা । ধন্যবাদ লিটন ভাই

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার পরিতৃপ্তি, অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় শাহরিয়ার কবীর ভাই- সতত শুভকামনা ...।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: সুখের কল্পনা আকাশি নীল নয় ৷

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় দেবজ্যোতিকাজল দাদাভাই, অনেক শুভকামনা রইলো- সুখের কল্পনা আকাশি নীল নয়, এটাই প্রচলিত সত্য- তার বিপরীতটা, আশ্চর্য ব্যতিক্রম। কখনও তা কারো কাছে সুখের উল্লাস। অনেক শুভকামনা রইলো ...

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



কবিতার গঠন, প্রকাশ সাবলীল গতিশীল; কিন্তু বিষয়টি মনে রাখার মতো দাগ কাটেনি। নাকি আমি বুঝতে পারিনি?

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: নিরন্তর কৃতজ্ঞতা প্রিয় গাজী ভাইকে, পাঠ আর গঠনমূলক মতামতে। ঘটনাটাই এমন বাস্তবতা- সবা মনে দাগ না-ও কাটতে পারে... । ভবিষ্যতে এদিকটায় আরও যত্নবান হবো। আন্তরিক সমালোচনার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক শুভকামনা ...

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

নীলসাধু বলেছেন: বাহ।
আমার কাছে বেশ ভাল লেগেছে। ধন্যবাদ ভাই!

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় নীলসাধু ভাইয়া- আপনার ভালোলাগা আমার মুগ্ধ হৃদয়ে তৃপ্তির ঢেউ খেলে গেলো। নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন ... ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

আলীমূল রাজী বলেছেন: মারাত্মক

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় আলীমূল রাজী ভাইয়া ... ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

অগ্নি সারথি বলেছেন: আচ্ছা এটাকে কি বলে কবি? গল্পকাব্য/কাহিনী কাব্য।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

কিরমানী লিটন বলেছেন: কি বলে তা আমি নিজেও জানি না। আমি শুধু জানি- প্রতিটা কবিতার পিছনেই একটা গল্প থাকে। আমি যেটা করেছি, গল্পটা পিছনে না দিয়ে সামনে জুড়ে দিয়েছি- পরীক্ষামূলক । বেমানান হয়েছে কি খুব ? B:-)

অনেক শুভকামনা প্রিয় অগ্নি সারথি ...।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

জুন বলেছেন: কবিতায় করুন কাব্য কথন। অনেক ভালোলাগলো কিরমানী লিটন।
+

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম আপনার উজ্জীবিত অনুপ্রেরণায়, অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন, সতত শুভকামনা ...

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভয় গল্প্র ভ্রমণ। ভালো লেগেছে।

কিন্তু মায়া মৃত্তিকা নীল তিনটি চরিত্রের মায়া মৃত্তিকা কি হলো।
এক দুপুরে জরুরী টেলিগ্রাম পায় মৃত্তিকা,মায়া পাঠিয়েছে-
"বিশেষ বাক্তিগত কারনে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হচ্ছে,
কাল বিয়ে, ভুলে যেও- পারলে ক্ষমা করো ।"
সেই থেকে মুছে গেছে মৃত্তিকার মায়া...!!

মায়ার বিয়েতে মৃত্তিকা কেনো ভুলে যাবে ভাই। :-/ দুইটাই তো মেয়েদের নাম জানি। নাকি ভুল জানি। নাকি ভুল বুঝছি। বুঝান তো!!!

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

কিরমানী লিটন বলেছেন: মায়া আর নীল একই ডিপার্টমেন্টে " ইতিহাসে" পড়তো। নীল ছিল মায়ার প্রতি ভীষণ দুর্বল। কিন্তু মায়া নীলকে পাত্তা দিত না একদম, প্রেম করতো হিসাব বিজ্ঞানে পড়া মৃত্তিকার সাথে। পড়ালেখা শেষে মায়া দ্রুত বি সি এসে চান্স পেলেও মৃত্তিকা প্রতিষ্ঠিত হতে সময় লেগেছিল দেড়িতে কর্মসংস্থান হওয়ায় । কিন্তু মায়া সে সময় মৃত্তিকাকে না দিয়ে বড়লোক বাবার ছেলে নীল, যাকে ভার্সিটিতে পড়াকালীন সময় প্রচণ্ড অপছন্দ করতো। আর হ্যাঁ মৃত্তিকা এখানে পুরুষ... :) :(

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

ধমনী বলেছেন: বিস্ফোরক সময়সীমা কখনও কখনও অতিরিক্ত সময় গড়িয়ে
সাডেন ডেথে গিয়ে ঠেকতো ...!!
-- ইংরেজীর মিশেল ভালোই!! উপায় কী ;)

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় ধমনী ...।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটাই কথা। মৃত্তিকা যে পুরুষ তা বুঝতে পারি নাই। /:)

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

কিরমানী লিটন বলেছেন: :) :) :)

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: বেশি ভালো লাগে নাই কবি। বেশিরভাগ লাইনই খুব ফ্ল্যাট।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা প্রিয় হাসান মাহবুব ভাই। অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা সতত পাশে থেকে উজ্জীবিত করার জন্য , নিরন্তর ভালোবাসা জানবেন ... ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাব্যে কাব্যে গল্পও পেয়ে গেলাম। বেশ লাগলো ।+

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা- আমার মুগ্ধ অনুপ্রেরণা, অনেক কৃতজ্ঞতা আর সতত ভালো থাকার কামনায় নিরন্তর শুভেচ্ছা জানবেন প্রিয় রেজওয়ানা আলী তনিমা আপুমনি ...।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ কবিতা +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.