![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোর পালালে পুলিশ হাজির
মেঘ পালালে রোদ,
ন্যায়ের নদে বৃষ্টি বিহীন
হারায় গতির স্রোত।
দিন ঘুমালে রাত্রি আসে
আলোর ঘুমে ঘোর,
বিপদ শেষে বুদ্ধি আসে
রাতের শেষে ভোর।
সাধের ঘুড়ি সেটুক উড়ে
নাটাই যেটুক চায়,
সাধ্যে সুতো দেয়না সুযোগ
উড়তে স্বাধীনতায়।
স্বপ্নের গায়ে শ্যাওলা আবাদ
বিবেক বধির রুদ্ধ,
বিকার- মুখোশ প্রলয় কাঁপায়
সত্যেরা- দুর্বোধ্য !
হোঁচট খেয়ে জীবন শিখে
পড়ে পড়ে হাঁটা,
সুবাস পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা...!!!
ছবিঃ নেট থেকে...।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
কিরমানী লিটন বলেছেন: চায়ের থেকে, টা- ই বড় হয়ে গেল, বাঁশের চেয়ে কঞ্চি আর কি!!!
অনেক ভালোবাসা জানবেন প্রিয় প্রামানিক ভাই, শুভেচ্ছা অফুরান...
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
কিরমানী লিটন বলেছেন: [im g|http://s3.amazonaws.com/somewherein/pictures/kirmaniliton/kirmaniliton-1452603544-233cfde_xlarge.jpg]
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
চারু মান্নান বলেছেন: বাহ দারুন কবি,,,,,,,,,,,
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় চারু মান্নান ভাই, নিরন্তর শুভকামনা...
৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
ব্যাক ট্রেইল বলেছেন: পুরোটাই সুন্দর! তবে তিন স্তবক থেকে পরের অংশ বেশি ভাল।+
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্যাক ট্রেইল ভাইয়া, আপনার উপস্থিতি আমার ব্লগ বাড়ীর কবিতার বারিন্দা আরও প্রসারিত হয়। সতত শুভকামনা রইলো ...
৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: লিটন ভাই মনে হয় নিচের প্রবাদটা ভুলে গেছেন
"বাঘে ছুলে আঠারো ঘাঁ,পুলিশ ছুলে ছতত্রিশ ঘাঁ"
সুনলাম পুলিশে নাকি আপনার জন্য পার্বত্য চট্রগ্রাম থাইকা বাঁশের অর্ডার দিছে ডলা দিবার লাইগা
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
কিরমানী লিটন বলেছেন: ভাই মোস্তফা কামাল পলাশ এটা অবশ্যই খুব ভাবনার বিষয়, ভয়েরও
আনুক বাঁশ, আমি সেটা দিয়ে বাঁশি বানাবো- বিষের বাঁশি
নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন...
৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
কল্লোল পথিক বলেছেন: চমৎমকার হয়েছে
অনেক ভাললাগা রইল প্রিয় কবি।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় অনেক শুভকামনা প্রিয় কল্লোল পথিক ভাইয়ার জন্য, নিরন্তর ভালোবাসা জানবেন ...
৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
আলোরিকা বলেছেন: 'সাধের ঘুড়ি সেটুক উড়ে
নাটাই যেটুক চায়,
সাধ্যে সুতা দেয়না সুযোগ
উড়তে স্বাধীনতায়।'
বাঃ !
সাধ্যে সুতা দেয়না সুযোগ < সাধের / সাধ্যের ........? অনেক শুভ কামনা
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: এখানে সাধ্যে সুতা বলতে, সামর্থ্যের সীমাবদ্ধতা বুঝিয়েছি- তাই সাধ্যে-ই হবে। অনেক কৃতজ্ঞতা প্রিয় আপুমনি আলোরিকা। আপনার আন্তরিক মতামতে বরাবরই অনুপ্রেরণা খুঁজি- এ পথ চলতে...
সতত শুভকামনা রইলো ...
৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
বাকপ্রবাস বলেছেন: দারুণ
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় বাকপ্রবাস ভাই আমার...
৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: সুন্দর !!
+।
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক... প্রিয় সুমন কর দাদাভাই,
সতত শুভকামনা !!!
৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
জনম দাসী বলেছেন: +++++++++++++++++++++++++++++++
বিকার- মুখোশ প্রলয় কাঁপায়
সত্যেরা- দুর্বোধ্য !
খাটি কথা, ভাল লাগা, ভাল থাকা.........
দুলাল জর্দার পান চাই, খুজেন এবার পাড়লে ভাই,
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় মন ভরে গেলো-আপনার আন্তরিক মন্তব্য জেনে,আমার কাছেও স্বচ্ছন্দ লাগে,ছন্দের দোলায় হৃদয়ের মুগ্ধতা প্রকাশে।
স্নিগ্ধ ভালোবাসা আর সুবাসিত সত্যের মতো নান্দনিক ভালোলাগায় ভরে উঠুক আপনার অনাগত আগামী,এই কামনা রইলো প্রিয় জনম দাসী, বোন আমার...
দুলাল জর্দা দিয়ে পান বাকী রইলো, কিনে তারপর আপনাকে দাওয়াত দিবো
১০| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
জনম দাসী বলেছেন: প্রামানিক ভাই সব সময়ই প্রথম হইয়াই, চা চায়, আমি একদিনও প্রথম হইয়া পান চাইতে পাড়লাম না। আর আপনিও কম দুষ্টু না। সে চাচায় চা- চায় আর আপনি দেন কোর্মা পোলাও ... যে ব্যাক্তি মানুষরে হাসাইয়া দাঁত ফালাইয়া দেয়, হের দাঁত আছে কিনা হেইয়া আগে দেইক্ষা তারপর দিয়েন, দাঁত আমগো গুলান হাসাইয়া ফালাইয়া, ওনার গুলানো পড়ছে, এই জন্যই না চাবানো বস্তু চায়...
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন আপু, চাচা চায়ের জন্য শুধু চেঁচায় ...
দাঁড়ান দেইখা লই, দাঁত ঠিক জায়গায় ঠিকমতো আছে কিনা ...
দাঁততো দেখছি ঠিকই আছে ...
১১| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈছে।
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
কিরমানী লিটন বলেছেন: বিনম্র ভালোবাসা আর অনেক কৃতজ্ঞতা প্রিয় হাসান মাহবুব ভাই, অনেক শুভকামনা জানবেন ...।
১২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: হোঁচট খেয়ে জীবন শিখে
পড়ে পড়ে হাঁটা,
সুবাস পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা...!!!
---------
অসাধারণ, এরই নাম যে জীবন! কষ্ট না সইলে আনন্দের গভীরতা অনুভূত হয় না।
ছন্দে ছন্দে তারই উপমা! অনেক ধন্যবাদ ভাই!!!
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
কিরমানী লিটন বলেছেন: অনেক অনেক উৎসাহ আর প্রেরণায় আবারও উজ্জীবিত হলাম- আপনার অনুপ্রেরণামূলক মতামত জেনে। সত্যিই প্রচণ্ড তৃপ্তির ঢেউ বয়ে গেলো মন- মননে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় বীথি আপুমনি। শুভকামনা নিরন্তর ...
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
রুহুল আমিন রাজ বলেছেন: এরকম লেখা পড়া যায়…ভাল অনেক ভাল
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: আপনাকে আমার ব্লগ বাড়ীতে স্বাগতম প্রিয় রুহুল আমিন রাজ ভাইয়া। অনেক ধন্যবাদ আপনার সপ্রতিভ মতামতের জন্য। অনেক শুভকামনা ...
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৪
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত গতিতে চলছে কিরমানি ভাই। কবিতায় ডাইরেক্ট +
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
কিরমানী লিটন বলেছেন: সবই আপনাদের প্রেরণার ফসল। অনেক কৃতজ্ঞতা প্রিয় স্বজন ভ্রমরের ডানা, নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন...
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩০
রাফা বলেছেন: বাহ্ বেশ চমৎকার সাবলিল-হোঁচট খেয়ে জীবন শিখে
পড়ে পড়ে হাঁটা,
সুবাস পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা...!!!
ধন্যবাদ,কিরমানী লিটল।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
কিরমানী লিটন বলেছেন: ভীষণ অনুপ্রাণিতবোধ করলাম আপনার প্রজ্ঞার পদার্পণ আমার জীর্ণ ব্লগ কুটিরে- স্বাগতম কাংখিত গুণী প্রিয় রাফা ভাইয়া। আপনার উপস্থিতি আমার কবিতার কলমকে আরও শাণিত করুক নিরন্তর, এই কামনা করি। অনেক কৃতজ্ঞতা আপনাকে। আগামীতেও পাশে চাই- এভাবেই। সতত শুভকামনা ... ।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ছড়া। শুভেচ্ছা জানবেন কবি।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো প্রিয় শুভ্র বিকেল, ভালোবাসা নিরন্তর ...
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
ধমনী বলেছেন: মন্তব্য লিখে প্রকাশ বাটনে চাপলে লগ আউট হয়ে যায়। ঝামেলা...
কবিতা ভালো লেগেছে।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
কিরমানী লিটন বলেছেন: আমার কিছুদিন যাবত এমন হচ্ছে, দুদিনতো আমার ব্লগে ঢুকতেই পারছিলামনা। মনে করেছিলাম হাকিংয়ের শিকার হয়েছি। হয়তো টেকনিক্যাল কোন সমস্যা...। প্রতিটি লিখায় নিয়ত মতামত রেখে আমাকে আরও সচেতন করার জন্য- আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। দোয়া করবেন যেন আপনাদের আস্থার জজ্ঞ সম্মান আজন্ম ধারন করতে পারি নিজের স্বত্বায়। অনেক শুভকামনা আর বিনম্র ভালোবাসা প্রিয় ধমনী ভাইয়া ...।
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো হয়েছে ভাই। কিন্তু ছবিটা তো যায় না কথার সাথে। সেই সাথে নামকরণটাও কবিতার সাথে মানায় নি। যদিও ব্যক্তিগত ভাবনা।
শেষ তিনস্তবকে বিশেষ ভালো লাগা।
+
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: আমাদের কাঁটাগুলিও বিড়ালে খেয়ে ফেলেছে, তাই ফুলের সান্নিধ্যে বিড়াল
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রাজপুত্র, সতত শুভকামনা ...
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
সকাল রয় বলেছেন: সুন্দর সুন্দর
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর সতত শুভকামনা প্রিয় দাদাভাই সকাল রয়, ভালোবাসা নিরন্তর ...
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
আবু শাকিল বলেছেন: কি গভীর কথা। জুড়ায় গেল-
"সুবাস পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা.."
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আবু শাকিল ভাই,আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,
সতত শুভকামনা জানবেন...
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগা!
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামত আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রিয় সাধু'দা, শুভকামনা অনেক ...
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভাল লাগলো।
লিটন ভাই
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় শাহরিয়ার কবীর, ভাই আমার...
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বপ্নের গায়ে শ্যাওলা আবাদ
বিবেক বধির রুদ্ধ,
বিকার- মুখোশ প্রলয় কাঁপায়
সত্যেরা- দুর্বোধ্য !
বড়ই চমৎকৃত হলাম !
শুভ কামনা নিন মিতা ।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধতার তৃপ্তিতে মন ভরে গেল-কানায় কানায়, অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয় মিতা ...
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
রুদ্র জাহেদ বলেছেন:
হোঁচট খেয়ে জীবন শিখে
পড়ে পড়ে হাঁটা,
সুবাস পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা...!!!
সুন্দর কবিতা+++
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
কিরমানী লিটন বলেছেন: এই নাও,ছুয়েছি হৃদয়, নব-ধারায় পান কর, তৃষ্ণার জল ...
অনেক শুভকামনা প্রিয় রুদ্র ...
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ ছড়া! খুব ভাল লেগেছে।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ প্রিয় ভ্রমরের ডানা'র জন্য, দারুণ উৎসাহ পেলাম আপনার মন্তব্যে, নিরন্তর শুভকামনা জানবেন...
২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বিকার- মুখোশ প্রলয় কাঁপায়
সত্যেরা- দুর্বোধ্য !
বাহ্ বেশ...........
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
কিরমানী লিটন বলেছেন: আপনাকে স্বাগতম প্রিয় বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ভাইয়া, আমার জীর্ণ ব্লগ কুটিরে, অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন নিরন্তর ...
২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫
অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর কবিতা। দারুণ লিখেছেন কবি। ভাল লাগলো!
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম,উৎসাহ পেলাম আপনার মতামতে।ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় অভ্রনীল হৃদয় -অনেক শুভকামনা...
২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার হয়েছে।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক... প্রিয় রেজওয়ানা আলী তনিমা আপুমনি,
সতত শুভকামনা !!!
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
জীবন অনেক সুক্ষ্ম নিয়ম মেনে চলে; ঝর্ণার মতো প্রবাহমান ছন্দ
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
কিরমানী লিটন বলেছেন: জীবনের এই অনেক সুক্ষ্ম নিয়মের পথ ধরেই একসময়- পূর্ণতারা, সাফল্যমণ্ডিত বিজয়ের কিনারে ভীরে- এই পার্থিব যাত্রার সুন্দর সমাপ্তিতে...। আর এগুলির সম্মিলনই ছন্দময় গতিশীল জীবনের স্বাদ।
অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো প্রিয় গাজী ভাইয়ের জন্য, অশেষ ধন্যবাদ আপনার আন্তরিক অথচ প্রজ্ঞার মতামতের জন্য, ব্যক্তিগত ব্যস্ততার জন্য উত্তরে বিলম্ব মার্জনা করবেন...
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দময় পদ্য ভাল লেগেছে ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া-আপনার আন্তরিক মতামতের জন্য, ব্যক্তিগত ব্যস্ততার জন্য উত্তরে বিলম্ব মার্জনা করবেন, শুভকামনা রইলো- অ নে ক ...
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট +
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক... । প্রিয় সেলিম আনোয়ার ভাই,
সতত শুভকামনা !!!
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
কিরমানী লিটন বলেছেন: দারুণ উজ্জীবিত হই আপনার মননশীল মন্তব্যে-মুগ্ধতার তৃপ্তিতে ভরে যায় মনটা,প্রিয় মিতা!!!
অনেক কৃতজ্ঞতা আর সজীব স্নিগ্ধতার কামনা প্রিয় সুহৃদ-স্বজন সুমন কর দাদার জন্য, ব্যক্তিগত ব্যস্ততার জন্য উত্তরে বিলম্ব মার্জনা করবেন।
সতত শুভাশিস রইলো ...
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক, প্রিয় shahadath hossain...
সতত শুভকামনা !!!
৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
কিরমানী লিটন বলেছেন: আপনার মতামত জেনে মনে হচ্ছে,চেষ্টাটা সফল হয়েছে,আপ্লুত হলাম আপনার আন্তরিক মন্তব্যে,
নান্দনিক ভালো থাকায়-শান্তি আর সমৃদ্ধ ভালোবাসায়-শান্তিতে থাকুন-নীরোগ দেহে সুস্থতায়,
সতত শুভাশিস প্রিয় আরণ্যক রাখাল...।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। চমৎকার হয়েছে। ধন্যবাদ
প্রথম হইছি চা দেন।