![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দস্যুর মুল্লুকে দাড়িয়ে,
আজ আমি বঞ্চিতের গীত শুনাতে এসেছি।
স্বদেশের অংশিদারিত্ব থেকে ছিটকে পড়া
ছিন্নমূল স্বজনের সীমাহীন বেদনার কথা বলতে এসেছি।
স্বপ্নের আঁতুড় ঘরে আঁটকে পড়া এক আকাশ ইচ্ছের-
আ-সমুদ্র দীর্ঘশ্বাসের কথা বলতে এসেছি।
আজ এইখানে দাড়িয়ে সমবেত স্বদেশকে শুনাতে চাই-
বিপন্ন মানবতার সকরুণ বিলাপের কথা,
ক্ষুধিত আত্মার অবিরাম অভিশাপে-
ক্ষয়ে যাওয়া সমতার-পুনরুজ্জীবিত উপেক্ষার কথা,
ঝলমলে আলোয় উদ্ভাসিত অট্টালিকার পাদদেশে,
মাথানিচু করে গড়ে উঠা ঘুটঘুটে আঁধারে-মিলিয়ে যাওয়া,
অজস্র বস্তিবাসীর অনির্দিষ্ট স্বপ্নের-নিখোঁজের কথা, ।
সংক্রামক ফুসফুস নির্গত দূষিত ভবিষ্যতের কথা,
কন্যাদায়গ্রস্ত পিতার-চিন্তার কপালের খাঁ-খাঁ প্রান্তরে
বিস্তীর্ণ এঁকে যাওয়া-নিরুপায় আর্তনাদের কথা।
আমাকে বলতে দাও-
সেই সব হেরে যাওয়া সকালের কথা-
সকরুণ কান্নার-নিঃশব্দ চিৎকারে ফুঁড়িয়ে যাওয়া সাধ্যের কথা ;
অগুন্তি অভুক্ত রাত্রির পেটে জন্ম নেয়া-বিষাক্ত হতাশায়-
অগণন অবহেলায় পঁঢে- মরা জীবনের কথা।
আমাকে বলতে দাও-
সেই সব ফুঁড়িয়ে যাওয়া সকালের কথা।
অনাহারের অনল, দাউ দাউ জ্বলে উঠা দুঃস্বপ্নের কথা।
তার উত্তাপ- পুড়ে যাওয়া আগামীর কথা।
আমাকে বলতেই হবে,
ঘৃণার মতো অস্পৃশ্য-অভিশাপের মতো নিষ্ঠুর,
দুঃসহ সময়ে ঝলসে যাওয়া ঘরহীন নিরন্ন মানুষের-
নিষ্ঠুর বাস্তবতা্য সকরুণ টিকে থাকার কথা।
অনিশ্চিত কালো ধুঁয়ায় ধুসর,অগুন্তি দুঃস্বপ্নের
অবিরাম গন্তব্যহীন-নির্মম বেঁচে থাকার কথা।
আত্মার উনুনে মনন ঢেলে আমার কলম
অভুক্ত দুপুরের কথা- কাঁকডাকা ভোরের কথা
ঠাঁই হীন মানুষের বিনিদ্র জেগে থাকা-সেইসব রাত্রির কথা-বলবেই !
আমার চৈতন্যের তৃষ্ণার্ত অতলে- বঞ্চিত স্বদেশের মুখ, ঠাঁই হীন মানুষের গান,
চিৎকার ঢেউ- তুলবেই...!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
কিরমানী লিটন বলেছেন: "যে জীবন শালিকের, কৃষ্ণচূড়ার
মানুষের সাথে তার হয় নাকো দেখা."
শালিকের আর কৃষ্ণচূড়ার জীবন নিয়ে মানুষের সহানুভূতি পাওয়া বড় ভাগ্য। অনেক কৃতজ্ঞতা শায়মা'পুর জন্য।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আমার চৈতন্যের তৃষ্ণার্ত অতলে- বঞ্চিত স্বদেশের মুখ, ঠাঁই হীন মানুষের গান,
চিৎকার ঢেউ- তুলবেই...!!! অসাধারন কাব্য।
নিপীড়িত,বঞ্চিতের পক্ষে এখন কেউ আর কথা বলে না। সবারই ইয়া নফসি অবস্থা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
কিরমানী লিটন বলেছেন: বাতাসের উত্তাপ- গনগনে রুক্ষ
কুপোকাত ভয়ে কাঁপে- মূখ্য,
আকাশের বুকে মেঘ আঁধারের সখ্য
ক্ষয়ে যাওয়া ঢাঁদে আজ দু:খ।
চাঁদ ডুবে গেলে, ঝিঁঝিঁরা গর্ত থেকে বেড়োয়। হেরেমের বিলাসী আদরে সব চাঁদ ডুবে আছে। তাই ঝিঁঝিঁ পোকার আলো জ্বালাতাম ব্যর্থ আয়োজন।
অনেক ভালোবাসা মিতার জন্য।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
অয়ি বলেছেন:
আপনার লেখার মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের আর্তনাদ । সম্পদের সুসম বন্টন এসব দূরত্বগুলো দূর করতে পারে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
কিরমানী লিটন বলেছেন: আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু বলার নেই..।
প্রিয় অয়ি, ভালোবাসা জানবেন। স্নিগ্দ্ধ শুকামনায়....
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
রিএ্যাক্ট বিডি বলেছেন: JouTuk (যৌতুক নিমুই) | New Bangla Social Awareness Video 2018 | Team Rohitpur
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬
কিরমানী লিটন বলেছেন: শুভেচ্ছা
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শাহিন-৯৯ বলেছেন: ন্যায়হীন সমাজে দাঁড়িয়ে, অসহায়দের পক্ষে যে যুক্তিক দাবি তুলেছেন, যদি স্যালুট না দেই তাহলে অন্যায় করব।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় শাহিন-৯৯ ভাই, শুভকামনা সব সময়ের জন্য। পাশেই আছি। সাথে চাই- এভাবেই...
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
জনৈক অচম ভুত বলেছেন: এভাবেই বলে যেতে থাকুন, গেয়ে যেতে থাকুন ঠাঁই হীন মানুষের গান, আলো আসবেই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম ভাই জনৈক অচম ভুত, সব সময় সুন্দরের সাথেই আছি। আলোর আশায় আছি- আসবেই।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
আমার আব্বা বলেছেন: একটি নীরব প্রতিবাদ কবিতা ভাল লেগেছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
কিরমানী লিটন বলেছেন: আঙুলের নিচে আটকে পড়েছে প্রজন্মের পৌরষ, জাতির বিবেক রাষ্ট্রীয় বিলাসী মোহে ডুবে আছে। তাই আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষা।
ভালোবাসা অনন্ত প্রিয় আপনার আব্বা।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: দুঃখ হয় তাদের জন্য কিছু করতে পারি না বলে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
কিরমানী লিটন বলেছেন: কবির কলম তো আছে- নিরিহ হলেও, নির্বিষ নয়। তাই কবিরর কলম ধরে ফিরে আসুক ভাগ্যাহতের দিন।
ভালোবাসা জানবেন, প্রিয় রাজীব নুর ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
শায়মা বলেছেন: একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না!